1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেনুসি আটক

১৮ মার্চ ২০১২

যাকে বলে তুঙ্গে চাহিদা৷ ব্যক্তিটির নাম হল আবদুল্লাহ আল সেনুসি৷ গাদ্দাফির প্রাক্তন গোয়েন্দা প্রধানকে পাকড়েছে মাউরিটানিয়া৷ এবার লিবিয়া, ফ্রান্স আর আন্তর্জাতিক আদালত, সকলেই তার বিচার করতে চায়৷

ছবি: dapd

কোথায় ধরা পড়েছেন এই সেনুসি

লিবিয়ার একনায়ক গাদ্দাফির গোয়েন্দাপ্রধান৷ যার অর্থ, বহু কুকীর্তির নেপথ্য নায়ক, বহু অন্যায়ের সাক্ষী এই সেনুসি৷ কয়েকদিন আগে মরক্বো থেকে জাল পাসপোর্ট নিয়ে মাউরিটানিয়ার রাজধানী নাউয়াকচোট বিমানবন্দরে নেমেই ধরা পড়ে যান সেনুসি৷ গত বছর লিবিয়াতে যখন গাদ্দাফির পালে হাওয়া ক্রমশ কমে আসছিল, তখনই সেদেশ থেকে পালিয়ে যান তিনি৷ এতদিন কোথায় আত্মগোপন করেছিলেন, তার খবর মেলেনি৷ তবে মাউরিটানিয়াতে সেনুসির মত একজন হেভিওয়েট বান্দা ধরা পড়ার খবর গোটা বিশ্বের মিডিয়াকে জানালেও, এই মুহূর্তে তাঁকে বিচারের জন্য অন্য দেশের হাতে তুলে দিতে রাজি নয় মাউরিটানিয়া৷ তারা জানিয়েছে, আপাতত তারা নিজেরাই তদন্ত করছে৷

লিবিয়ার দাবি

সেনুসির বিষয়ে লিবিয়ার দাবি স্বভাবতই সবচেয়ে বেশি৷ লিবিয়ার অন্তর্বর্তী সরকার বা এনটিসি-র মুখপাত্র মোহাম্মদ আল হারিজি রাজধানী ত্রিপোলিতে এক বিবৃতি দিয়ে জানিয়েছেন, মাউরিটানিয়া সরকারের কাছে আমরা দাবি জানাচ্ছি, সেনুসিকে বিচারের জন্য লিবিয়ার হাতে তুলে দিক তারা৷ গাদ্দাফির প্রাক্তন গোয়েন্দাপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল সেনুসি-কে গাদ্দাফির ‘ব্ল্যাক বক্স' বলেও উল্লেখ করেছে ত্রিপোলির সূত্র৷ যার অর্থ, সেনুসিকে হাতে পেলে মানবতার বিরুদ্ধে করা গাদ্দাফির অসংখ্য অপরাধের জীবন্ত দলিল উদ্ধার হবে৷

ফ্রান্স আর আইসিসি-ও সেনুসিকে চায়

ফ্রান্সের তরফেও মাউরিটানিয়া সরকারের কাছে আর্জি জানানো হয়েছে সেনুসিকে তাদের হাতে তুলে দেওয়ার জন্য৷ ১৯৮৯ সালে একটি ফরাসি বিমানে বোমা হামলার নেপথ্যে এই ব্যক্তির হাত ছিল বলে ফ্রান্সের অভিযোগ৷ সেই মামলার ভিত্তিতে তারা সেনুসির বিচার করতে চায়৷ এদিকে, আন্তর্জাতিক অপরাধ আদালতে যথারীতি সেনুসি-র নামে বিস্তর মামলা রয়েছে৷ দ্য হাগের সেই আদালতও মাউরিটানিয়া সরকারের কাছে একই ভাষায় আর্জি জানিয়েছে৷ সেনুসির বিচার আন্তর্জাতিক আদালতে হোক, সেটাই আইসিসি-র কাম্য৷


মাউরিটানিয়ার বক্তব্য

সেনুসিকেই যে গ্রেপ্তার করা হয়েছে মাউরিটানিয়াতে, তার প্রমাণ এখনও সেভাবে কিছু দেয়নি মাউরিটানিয়া প্রশাসন৷ শুধু জানিয়েছে, তাঁকে গ্রেপ্তার করা হয়েছে৷ এবং তারা এখন তদন্ত আর জিজ্ঞাসাবাদ করে চলেছে৷ যদিও লিবিয়ার তরফ থেকে সেনুসিকে সেদেশে বিচারের জন্য ফেরানোর দাবি উঠলেও, ওয়াকিবহাল মহলের অনুমান, লিবিয়ার বর্তমান শাসক গোষ্ঠী এনটিসি নেতৃত্বের একাংশ সেনুসিকে দেশে ফিরিয়ে নেওয়ার চাইতে আন্তর্জাতিক আদালতের হাতেই তাঁকে তুলে দেওয়ার পক্ষে মতপ্রকাশ করবেন৷ সেক্ষেত্রে, মানবাধিকারের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সেনুসির বিচার সেখানেই আশা করা যেতে পারে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ