1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেন্টমার্টিন দ্বীপের এরিয়াল ভিডিও

২৭ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশের দক্ষিণে ছোট্ট একটি প্রবাল দ্বীপ সেন্টমার্টিন৷ সম্প্রতি শখের বসে ড্রোন থেকে এই দ্বীপের কিছু ভিডিও-চিত্র ধারণ করেন তরুণ আলোকচিত্রী আল আমিন আবু আহমেদ আশরাফ দোলন৷

প্রবাল দ্বীপ সেন্টমার্টিন
ছবি: DW/M. Mamun

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্বিবদ্যালয় থেকে স্থাপত্য নিয়ে পড়াশোনা শেষ করেন দোলন৷ ভিডিও করার শখ তাঁর বহু আগে থেকেই৷ তাই সম্প্রতি প্রবাল দ্বীপ সেন্টমার্টিনে বেড়াতে গিয়ে সেখানকার কিছু ভিডিও-চিত্র ধারণ করে ফেলেন ড্রোন ক্যামেরায়৷

পরে সেন্টমার্টিনের সেই ভিডিও তিনি ‘আপলোড' করেন নিজের ফেসবুক পেজে৷ দোলনের করা ভিডিওতে বাংলাদেশের এই প্রবাল দ্বীপকে ভিন্নভাবে দেখতে পাবেন ভ্রমণ পিপাসুরা৷

মাত্র দু'সপ্তাহ আগে ‘আপলোড' করা সেই ভিডিওটি ইতিমধ্যেই লক্ষাধিকবার দেখা হয়েছে৷ এছাড়া ভিডিওটি নিজেদের ‘ওয়ালে' ‘শেয়ার' করেছেন প্রায় দেড় হাজার মানুষ, যাতে লাইক রয়েছে চার হাজারেররও বেশি৷ আর মজার মজার মন্তব্য করেছেন প্রায় চারশ' জন৷

বাংলাদেশের সর্ব দক্ষিণে বঙ্গোপসাগরের উত্তর-পূর্বাংশে ছোট্ট প্রবাল দ্বীপ সেন্টমার্টিন৷ কক্সবাজারের টেকনাফ থেকে প্রায় ৯ কিলোমিটার সমুদ্রগর্ভে এই দ্বীপের অবস্থান৷ প্রায় ১৬ বর্গকিলোমিটার দীর্ঘ এ দ্বীপের আকর্ষণ  সমুদ্র সৈকত জুড়ে প্রবাল পাথরের মেলা, সারিসারি নারকেল গাছ, দিগন্তে হারিয়ে যাওয়া সমুদ্রের নীল জলরাশি আর এখানকার অধিবাসীদের বিচিত্র জীবনধারা৷ প্রচুর নারিকেল গাছ থাকায় স্থানীয়ভাবে এটি ‘নারিকেল জিঞ্জিরা' নামেই পরিচিত৷

এমএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ