1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেপ্টেম্বরে উত্তর কোরিয়ায় নতুন নেতা নির্বাচন

২৬ জুন ২০১০

আগামী সেপ্টেম্বরে উত্তর কোরিয়ায় নতুন নেতা নির্বাচন হতে যাচ্ছে৷ দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়া’র সম্মেলনে এই নেতা নির্বাচনের কাজটি হবে, বলে জানিয়েছে দেশটির সরকারি বার্তা সংস্থা৷

কিম জং ইলছবি: AP

বর্তমানে উত্তর কোরিয়া শাসন করছে একটি পরিবার৷ এবং সেই পরিবারটির প্রভাব দেশটিতে অনেক অনেক বেশি৷ বলা যায়, দেশ পরিচালনায় তাঁদের কথাই শেষ কথা৷ তো সম্মেলনে ঐ পরিবার থেকেই যে নতুন নেতা নির্বাচন হতে যাচ্ছে সে ব্যাপারটা মোটামুটি নিশ্চিত৷ তাই বর্তমান নেতা কিম জং ইলের সবচেয়ে ছোট ছেলে জং-উনকেই উত্তর কোরিয়ার পরবর্তী নেতা করা হচ্ছে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা৷ যেমন ইউনিভার্সিটি অব নর্থ কোরিয়ান স্টাডিজের অধ্যাপক ইয়াং মু জিন বলছেন, ছোট ছেলে জং-উনকেই কিম জং ইলের উত্তরসূরি করা হতে পারে সম্মেলনে৷ তবে তিনি বলছেন, হয়তো ২০১২ সালের আগে তাঁর নামটি নাও প্রকাশ করা হতে পারে৷ কারণ ঐ বছরটি হলো উত্তর কোরিয়ার ‘ইটারনাল' অর্থাৎ যাকে বলে ‘চিরকালীন প্রেসিডেন্ট' কিম ইল সুং-এর শততম জন্মবার্ষিকী৷ ১৯৪৮ সালে উত্তর কোরিয়ার জন্ম হওয়ার পর থেকে ১৯৯৪ সালে নিজের মৃত্যু হওয়া পর্যন্ত টানা ৪৬ বছর দেশ শাসন করেছেন এই কিম ইল সুং৷ তাই দেশটির সংবিধানে তাঁকে ‘চিরকালীন প্রেসিডেন্ট' হিসেবে মেনে নেয়া হয়েছে৷ আর বর্তমান শাসক কিম জং ইল হলেন তাঁরই ছেলে৷

পিতার মৃত্যুর পর ১৯৯৪ সালে দায়িত্ব নিলেও কিম জং ইল যে পরবর্তী নেতা হতে যাচ্ছেন সেটা ১৯৮০ সালেই ঠিক এরকম একটি সম্মেলনেই নির্ধারণ করা হয়েছিল৷ এছাড়া দু'বছর আগে ৬৮ বছর বয়সী কিম জং ইল একবার হৃদরোগে আক্রান্ত হন৷ সেই থেকে তাঁর স্বাস্থ্যটাও ঠিক ভাল যাচ্ছেনা৷ তবে গত এক বছর ধরেই সরকারের বিভিন্ন স্তরে পরিবর্তন আনছিলেন কিম জং ইল৷ এই যেমন গত এপ্রিলে জাতীয় প্রতিরক্ষা কমিশনের উপ-প্রধান হিসেবে নিয়োগ দিয়েছেন নিজের দুলাভাই সং-থায়েককে, যিনি জং-উনের বেশ ঘনিষ্ঠ৷

এখন পর্যন্ত জং-উন সম্পর্কে যা জানা গেছে তা হলো, তাঁর বয়স মাত্র ২৭৷ তবে এখনই তিনি দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছেন৷ আর বাবার সঙ্গে বিভিন্ন সফরে যাওয়া আসা করছেন৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা : সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ