1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেপ ব্লাটারের ইচ্ছা

১৩ জুন ২০১৪

২০১১ সালে চতুর্থ কর্মকালের জন্য নির্বাচিত হবার পর ব্লাটার বলেছিলেন যে, এটাই হবে তাঁর শেষ কর্মকাল৷ কিন্তু এবার সাঁও পাওলো-তে তিনি স্পষ্ট আভাস দিয়েছেন যে, একটি পঞ্চম কর্মকালেও তাঁর কোনো আপত্তি নেই৷

ছবি: Reuters

আপত্তি যাদের আছে, তাদের নাম, এক কথায়: উয়েফা৷ নয়ত ব্লাটার যখন এ সপ্তাহে আফ্রিকান এবং এশীয় ফুটবল কনফেডারেশনগুলির অধিবেশনে গিয়েছেন – সবই ঐ সাঁও পাওলো-তেই অনুষ্ঠিত – তখন তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেওয়া হয়েছে৷ অপরদিকে উয়েফা-র অধিবেশন সম্পর্কে ব্লাটার পরে মন্তব্য করেছেন: ‘‘উয়েফা-র অধিবেশনে আমি যে শ্রদ্ধার অভাব দেখেছি, তা আমি আমার সারা জীবনে দেখিনি৷''

ইউরোপীয় ফুটবল ফেডারেশনের কিছু প্রতিনিধি সরাসরি ব্লাটারকে বলেছেন, আগামী বছর তাঁর চতুর্থ কর্মকাল শেষ হবার পর ‘সরে দাঁড়াতে'৷ উয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনিকেই ফিফার প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান উয়েফা-র একাধিক প্রতিনিধি৷ কিন্তু ব্লাটার জানেন তাঁর সমর্থকরা কোথায়৷ এবারও সাঁও পাওলো-তে তিনি নিজের প্রেসিডেন্সি নিয়ে কোনো কথা বলার আগেই ফিফার মেম্বার অ্যাসোসিয়েশন ও আঞ্চলিক কনফেডারেশনগুলিকে লক্ষ লক্ষ ডলার গ্র্যান্ট দেওয়ার কথা ঘোষণা করেছেন৷ এই সব সমিতি ও কনফেডারেশনগুলির সাইজের কারণেই ফিফা-র অভ্যন্তরীণ ভোটাভুটিতে তাদের একটা ওজন আছে, কাজেই সব মিলিয়ে সেপ ব্লাটারের জয়ের সম্ভাবনা খুব খারাপ নয়৷

বিশ্বকাপ ২০২২-এর আয়োজক হিসেবে কাতারের নাম ঘোষণা করছেন ব্ল্যাটার (ফাইল ফটো)ছবি: picture alliance/dpa

অনেক ইউরোপীয়র আপত্তি সেখানেই৷ ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশনের সাবেক প্রধান ডেভিড ট্রিসম্যান বুধবার বলেছেন, ফিফা হল এক ধরনের ‘‘মাফিয়া পরিবার'', যার ‘‘ডন করলিওনে'' হলেন সেপ ব্লাটার: ইঙ্গিতটা অবশ্যই মারিও পুজো-র সুবিখ্যাত মাফিয়া কাহিনি ‘‘দ্য গডফাদার''-এর প্রতি৷ অবশ্য ব্লাটার এ ধরনের আভাস-ইঙ্গিতের উত্তর দিতে জানেন৷ কাতারকে ২০২২ সালের বিশ্বকাপ দেওয়া নিয়ে সর্বাধুনিক কেলেঙ্কারি সম্পর্কে তাঁর মন্তব্য: কাতারের তরফ থেকে প্রতিনিধিদের ঘুষ দেওয়ার অভিযোগ বস্তুত ‘জাতিবাদী'৷

ফিফার সংস্কার ও ৭৮-বছর-বয়সি ব্লাটারকে পুনরায় প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়া থেকে বিরত করার শেষ পন্থা ছিল বয়স এবং কর্মকালের সীমা নির্দিষ্ট করা৷ কিন্তু ব্লাটার সমর্থকরা সাঁও পাওলো-র ভোটেই সে সম্ভাবনা বানচাল করেছেন৷

এসি/এসবি (এএফপি, ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ