1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ফেটেলের নতুন রেকর্ড

১৮ নভেম্বর ২০১৩

রবিবার ইউএস গ্রঁ প্রি-তে জিতে ফর্মুলা ওয়ান মোটর রেসিং-এর ইতিহাসে একটি নতুন – এবং একেবারে একক ও নিজস্ব – রেকর্ড করলেন রেড বুল দলের জার্মান ড্রাইভার সেবাস্টিয়ান ফেটেল: পর পর আটটি রেসে জয়৷

Red Bull Formula One driver Sebastian Vettel of Germany leads the pack during the Austin F1 Grand Prix at the Circuit of the Americas in Austin November 17, 2013. REUTERS/Mike Stone (UNITED STATES - Tags: SPORT MOTORSPORT F1)
ছবি: Reuters

জেতার পরে ফেটেলকে প্রশ্ন করা হয়েছিল, তিনি নিজেকে চিমটি কেটে দেখেছেন কিনা, তিনি জেগে আছেন, না স্বপ্ন দেখছেন৷ চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ফেটেল হেসে বলেন: ‘‘শুধু চিমটি কাটা নয় – নিজেকে ঘুষি মেরে দেখতে হচ্ছে, আমি স্বপ্ন দেখছি কিনা৷''

ফেটেলই হলেন তরুণতম ড্রাইভার, যিনি পর পর চারবার বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন৷ তাঁকে নিয়ে আপাতত যে প্রশ্নটা সকলের মনে, সেটা হলো, ফেটেল এখনও জেতার প্রেরণা পান কোথা থেকে? যখন অন্য অনেক ড্রাইভার হয়ত মনে মনে বলতেন: অনেক তো হয়েছে, এবার একটু ঢিলে দেওয়া যাক৷

সেবাস্টিয়ান ফেটেলছবি: Getty Images

ফেটেল বলেছেন: ‘‘যে মুহূর্তে তোমার জেতার খিদে ফুরিয়ে গিয়েছে, মনে প্রশ্ন জেগেছে, আর এখন কি করা যায় – তখনই আরো এগিয়ে অন্য কিছু একটা করা প্রয়োজন৷'' রেস জেতায় অভ্যস্ত হয়ে পড়লে চলবে না, বলেছেন ফেটেল৷ আগামী সপ্তাহান্তে এ মরশুমের শেষ দৌড় – ব্রাজিলে৷ সেখানে জিততে পারলে ফেটেল মিশায়েল শুমাখারের আরো একটি রেকর্ড ধরে ফেলতে পারবেন – শুমাখারের ২০০৪ সালে করা রেকর্ড: একটি মরশুমে ১৩টি রেস জেতা৷

ফেটেলের দল রেড বুলেরও বৃহস্পতি তুঙ্গে৷ তবে রেড বুল এবং সেবাস্টিয়ান ফেটেলের গত চার বছরের একাধিপত্য আগামী মরশুমে টাল খেতে পারে, কেননা ফর্মুলা ওয়ান রেসিং কারগুলোর ক্ষেত্রে বিপুল সব পরিবর্তন আসতে চলেছে৷ যদিও আপাতত তা নিয়ে মাথা ঘামানোর কোনো অর্থ হয় না৷ টেক্সাসে সার্কিট অফ দ্য অ্যামেরিকাস-এ ফিনিশিং লাইন পার হওয়ার সময় ফেটেল তাঁর রেড বুল দলকে রেডিও মারফত বলেন: ‘‘আমি নির্বাক৷ এই দিনগুলোকে মনে রাখতে হবে৷ এ রকম যে চিরকাল থাকবে, তার তো কোনো গ্যারান্টি নেই...''

এসি/ডিজি (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ