1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্য প্রযুক্তি মেলা ‘সেবিট’

৫ মার্চ ২০১২

জার্মানির হানোফার শহরে সোমবার থেকে শুরু হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি মেলা ‘সেবিট’৷ এবারের আসরে ইন্টারনেটভিত্তিক সংস্থাগুলোর আধিপত্য বাড়বে, এমনটাই আশা করছেন প্রযুক্তিবোদ্ধারা৷

ছবি: CeBIT 2012

বছর ঘুরে আবারো হানোফারে শুরু হচ্ছে তথ্য প্রযুক্তির মেলা৷ বিশ্বের সবচেয়ে বড় এই মেলার বিস্তৃতি সম্পর্কে বলা একটু কঠিনই৷ এতটুকু বলা যায়, মেলার একটি প্যাভেলিয়ন থেকে অন্যটিতে যেতে অনেকেই গাড়ি বেছে নেন৷ আর একেকটি প্যাভিলয়নে ঘুরতে গেলে কয়েক ঘণ্টা কেটে যায় অনায়াসে৷ মোটামুটি সাড়ে চারলাখ বর্গ মিটার এলাকা জুড়ে এই মেলার আয়োজন করা হয়৷

তথ্য প্রযুক্তির বৃহৎ এই আসর নিয়ে প্রযুক্তিপ্রেমীদের আগ্রহের কমতি নেই৷ যদিও সাম্প্রতিক সময়ে লাস ভেগাস, বার্লিন এবং বার্সেলোনায় প্রযুক্তির একইধরনের আসর নজর কাড়তে শুরু করেছে, তথাপি সেবিট রয়ে গেছে নিজের অবস্থানেই৷ বিশেষ করে প্রযুক্তি দুনিয়ার বিভিন্ন বড় বড় চুক্তি সম্পাদিত হয় সেবিট'এই৷ গর্বের সঙ্গে সেটি জানালেন সেবিট'এর সাংগঠনিক প্রতিষ্ঠানের ভাইস-প্রেসিডেন্ট রাইনহোল্ড উমিন্গে৷ তিনি বলেন, মেলায় অংশ নেওয়া ৪,২০০ প্রতিষ্ঠানের আশি শতাংশই প্রযুক্তিভিত্তিক ব্যবসা সংস্থা৷

সেবিট'এর চলতি আসরের মেয়াদকাল ৬ থেকে ৯ মার্চ৷ দক্ষিণ কোরিয়ার স্যামসাং, জাপানের সার্প ফিরছে এবারকার আসরে৷ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সর্বশেষ পরীক্ষামূলক সংস্করণ সম্প্রতি প্রকাশ করেছে মাইক্রোসফট৷ সেবিট মেলায় আরো চমক দেখাতে পারে এই সংস্থা৷ এছাড়া বিশ্বের নামকরা যতো প্রতিষ্ঠান, তাদের অধিকাংশই উপস্থিত থাকবে মেলায়৷

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এবার সেবিট'এ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর উপস্থিতি আরো বেশি চোখে পড়তে পারে৷ ব্যবসাভিত্তিক নেটওয়ার্কিং সাইট জিং প্রথমবারের মতো মেলায় অংশ নিচ্ছে৷ গুগল প্রধান এরিক স্মিডট সোমবার বিকেলে মেলায় উদ্বোধনী বক্তব্য রাখবেন৷ উদ্বোধনী অনুষ্ঠানে থাকছেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল এবং ব্রাজিলের প্রেসিডেন্ট ডিলমা রুসেফ৷ বলাবাহুল্য, ব্রাজিল চলতি আসরের ‘গেস্ট অব অনার'৷

এরিক সেবিট'এ নিজের উপস্থিতেকে ‘গুগল+' এর প্রসারে কাজে লাগাতে পারেন৷ গুগল আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও অনেকেই মনে করেন, ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হিসেবেই তৈরি হয়েছে গুগল+৷ যদিও এখন পর্যন্ত গুগলের এই সেবা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে ব্যবহারকারীদের মধ্যে৷

উল্লেখ্য, ১৯৭০ সালে হানোফার মেলার অংশ হিসেবে যাত্রা শুরু হয় সেবিট'এর৷ কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে প্রযুক্তি দুনিয়ার পরিধি বাড়তে থাকে৷ এরপর ১৯৮৬ সালে সেবিট একক প্রযুক্তি মেলা হিসেবে আত্মপ্রকাশ করে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ