1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তথ্য প্রযুক্তির মেলা

৪ মার্চ ২০১৩

বছর ঘুরে আবার এলো ‘সেবিট’৷ তথ্য প্রযুক্তি ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় মেলা ধরা হয় এটাকে৷ জার্মানির হানোফারে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এই মেলার এবারের থিম ‘শেয়ার-ইকোনমি’৷

ছবি: picture-alliance/dpa

কদিন আগেই স্পেনের বার্সেলোনায় শেষ হয়ে গেল ‘মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস'৷ অত্যাধুনিক ডিজাইনের সব মোবাইল দেখানো হয়েছে সেখানে৷ এর আগে জানুয়ারি মাসে লাস ভেগাসে হয়েছে ‘কনজিউমার ইলেকট্রনিক শো'৷ এই দুটাই বিশ্বের অন্যতম বড় মেলা৷ তবে সেগুলোর চেয়েও এগিয়ে সেবিট, বলছেন মেলার মুখপাত্র হার্টভিগ ফন সাস৷ তিনি বলছেন, মাইক্রোসফট, আইবিএম, এসএপি, গুগলের মতো বড় বড় কোম্পানি অংশ নিচ্ছে সেবিটে৷

এবারের সেবিটের মূল থিম ‘শেয়ার-ইকোনমি'৷ এর মানে হলো সফটওয়্যার, ডাটা, গান সহ সবকিছুই ভাগাভাগি করে নেয়া৷ অর্থাৎ মানুষ এখন সফটওয়্যার কেনার চেয়ে ভাড়া করতে আগ্রহী৷ এছাড়া সোশ্যাল মিডিয়ার প্রসারের কারণেও শেয়ার-ইকোনমি বিষয়টি বেশি আলোচিত হয়ে উঠছে৷ অফিস আদালতে যোগাযোগের ক্ষেত্রে ই-মেইলের বিষয়টি দিন দিন পুরনো হয়ে যাচ্ছে৷ এখন সহকর্মীদের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ফেসবুক, টুইটার এগুলো জনপ্রিয় হয়ে উঠছে৷ আবার তথ্য আদানপ্রদানের ক্ষেত্রে ক্লাউড কম্পিউটিং করা হচ্ছে৷

ছবি: picture-alliance/dpa

তবে এসব কারণে তথ্যের নিরাপত্তার বিষয়টিও আলোচিত হচ্ছে৷ কেননা ভাগাভাগি মানেই তো সবার কাছে সবকিছু উন্মুক্ত হয়ে যাওয়া৷ তাই এবারের সেবিটে অংশ নেয়া কোম্পানিগুলো তথ্য ব্যবস্থাপনা, ইন্টারনেট নিরাপত্তা ও ক্লাউড কম্পিউটিং-এর নানা পন্থা তুলে ধরবে৷

একটি কোম্পানি সেবিটে এমন একটি চেয়ার দেখানোর পরিকল্পনা করছে, যাকে জাদু চেয়ার বলা যেতে পারে৷ কারণ আপনি সেখানে বসলে চেয়ার সঙ্গে সঙ্গে আপনার ওজন, হৃৎস্পন্দন, রক্তচাপ ও অন্যান্য তথ্য পরিমাপ করে নিবে৷ এরপর যদি চেয়ার মনে করে একটু বেশি হেলে গিয়ে আপনাকে আরাম দেয়া উচিত, তাহলে সেটা তাই করবে৷

আরেকটি কোম্পানি দেখাবে এমন একটি ট্রলি, যা আপনাকে একটি বড় সুপারমার্কেটের যে জায়গায় প্রয়োজনীয় জিনিসটি রয়েছে সেখানে নিয়ে যেতে দিকনির্দেশনা দেবে৷

এমন সব কিছু আনন্দদায়ক পণ্যেরও দেখা মিলবে সেবিটে, যেটা চলবে ৯ তারিখ পর্যন্ত৷ পোল্যান্ডকে এবারের মেলার ‘পার্টনার কান্ট্রি' বানানো হয়েছে৷

জেডএইচ / এসবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ