সেবিটে দর্শনার্থীর সংখ্যা কম
৫ মার্চ ২০০৯বিশ্বের সবচে বড় তথ্য প্রযুক্তির প্রদর্শণী হিসেবে পরিচিত সেবিট এ এবার অংশ নিয়েছে ৬৯টি দেশের ৪ হাজার ৩শ কোম্পানি৷ তবে এ সংখ্যা গত বছরের চেয়ে প্রায় এক চতুর্থাংশ কম৷ বিশ্ব অর্থনীতিতে যে মন্দা চলছে তার প্রভাব পড়েছে এবারের সেবিট এও৷ বিশেষ করে সাধারণ দর্শনার্থীর সংখ্যা এবার অনেক কম৷ এছাড়া বড় বড় ক্রেতাদের কাছ থেকেও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সেবিট এ অংশ নেয়া গ্লোব স্টার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ এ বাভা৷ তিনি বলেন, এবছর দর্শনার্থীদের আগমন অনেক কম৷ গত কয়েকটি সেবিটএ আমরা অংশ নিয়েছি৷ কিন্তু এবার তেমন কোন সাড়া পাচ্ছি না, সম্ভবত বিশ্ব জুড়ে যে আর্থিক মন্দা চলছে তার কারণে৷
কিন্তু এরপরও অংশগ্রহণকারী কোম্পানিগুলো থেমে নেই৷ নতুন প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যারের বাজার সৃষ্টির জন্য এর চেয়ে বড় আর কোন সুযোগ হতে পারে না৷ তাই তথ্য প্রযুক্তির নতুন নতুন পণ্য হাজির করেছে তারা এবারের সেবিটএও৷
ছোট আকারের নেটবুকের জন্য এবার এসেছে নতুন প্রযুক্তির টাচ স্ক্রল মাউস যা দিয়ে খুব সহজেই ছোট স্ক্রিনের মধ্যেই সহজে ওয়েবপেজ নেভিগেট করা যাবে৷ এসেছে নতুন থ্রিডি ড্যাসবোর্ড ডিসপ্লে, ইনফরমেশন সিস্টেম ডিসপ্লে যার দ্বারা জনসাধারণ সহজেই যে কোন বিষয়ে সহজে তথ্য জানতে পারবে৷ এছাড়া জাপানের ওসাকা প্রমোশন এনেছে নতুন প্রযুক্তির হেডফোন যা ব্যবহারে কানের কোন ধরণের ক্ষতি ছাড়াই গান শোনা যাবে৷