1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেবিটে দর্শনার্থীর সংখ্যা কম

রিয়াজুল ইসলাম, সেবিট মেলা প্রাঙ্গন, হানোফার৫ মার্চ ২০০৯

জার্মানির শহর হ্যানোভারে চলছে বিশ্বের সবচেয়ে বড় তথ্য প্রযুক্তি মেলা সেবিট৷ নতুন নতুন সব প্রযুক্তি নিয়ে সেখানে হাজির হয়েছে বিশ্বের নামকরা সব কোম্পানি৷

সেবিট মেলা প্রাঙ্গনে ফুজিৎসু সিমেন্স এর পরিবেশ বান্ধব মনিটর৷ছবি: DW/ Samarkaram

বিশ্বের সবচে বড় তথ্য প্রযুক্তির প্রদর্শণী হিসেবে পরিচিত সেবিট এ এবার অংশ নিয়েছে ৬৯টি দেশের ৪ হাজার ৩শ কোম্পানি৷ তবে এ সংখ্যা গত বছরের চেয়ে প্রায় এক চতুর্থাংশ কম৷ বিশ্ব অর্থনীতিতে যে মন্দা চলছে তার প্রভাব পড়েছে এবারের সেবিট এও৷ বিশেষ করে সাধারণ দর্শনার্থীর সংখ্যা এবার অনেক কম৷ এছাড়া বড় বড় ক্রেতাদের কাছ থেকেও তেমন সাড়া পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন সেবিট এ অংশ নেয়া গ্লোব স্টার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আশরাফ এ বাভা৷ তিনি বলেন, এবছর দর্শনার্থীদের আগমন অনেক কম৷ গত কয়েকটি সেবিটএ আমরা অংশ নিয়েছি৷ কিন্তু এবার তেমন কোন সাড়া পাচ্ছি না, সম্ভবত বিশ্ব জুড়ে যে আর্থিক মন্দা চলছে তার কারণে৷

সেবিট এবার দর্শনার্থীর সংখ্যা কম৷ছবি: DW/ Trajce Tosev

কিন্তু এরপরও অংশগ্রহণকারী কোম্পানিগুলো থেমে নেই৷ নতুন প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যারের বাজার সৃষ্টির জন্য এর চেয়ে বড় আর কোন সুযোগ হতে পারে না৷ তাই তথ্য প্রযুক্তির নতুন নতুন পণ্য হাজির করেছে তারা এবারের সেবিটএও৷

ছোট আকারের নেটবুকের জন্য এবার এসেছে নতুন প্রযুক্তির টাচ স্ক্রল মাউস যা দিয়ে খুব সহজেই ছোট স্ক্রিনের মধ্যেই সহজে ওয়েবপেজ নেভিগেট করা যাবে৷ এসেছে নতুন থ্রিডি ড্যাসবোর্ড ডিসপ্লে, ইনফরমেশন সিস্টেম ডিসপ্লে যার দ্বারা জনসাধারণ সহজেই যে কোন বিষয়ে সহজে তথ্য জানতে পারবে৷ এছাড়া জাপানের ওসাকা প্রমোশন এনেছে নতুন প্রযুক্তির হেডফোন যা ব্যবহারে কানের কোন ধরণের ক্ষতি ছাড়াই গান শোনা যাবে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ