1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেবিট মেলা

৬ মার্চ ২০১৩

জার্মানির হানোফারে চলছে তথ্য প্রযুক্তির সবচেয়ে বড় মেলা সেবিট৷ বিভিন্ন কোম্পানি সেখানে অত্যাধুনিক প্রযুক্তি দেখাচ্ছে, যেগুলো স্মার্টফোনের সঙ্গে যুক্ত৷ প্রতিবন্ধীদের জন্যও রয়েছে বিশেষ পণ্য৷

ছবি: DW/Böhme

অটিস্টিক শিশুদের নিয়ে মা-বাবাকে অনেক সময় অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়৷ যেমন হঠাৎ করে জোরে কোনো শব্দ হলে বা অপরিচিত কাউকে দেখতে পেলে অটিস্টিক সন্তানেরা বিরক্ত হয়ে অন্যরকম অদ্ভুত আচরণ শুরু করে৷

এই অবস্থা কাটাতে সাহায্য করবে, এমন একটি জ্যাকেট নিয়ে এসেছে সিঙ্গাপুরের কোম্পানি টি-ওয়্যার৷ একে বলা হচ্ছে ‘কাডল জ্যাকেট'৷ এই জ্যাকেট পরলে অটিস্টিক শিশুদের মধ্যে এমন একটা আরামদায়ক ভাব আসবে, যে তারা অস্থির পরিস্থিতিতে মোটামুটি শান্ত থাকতে পারবে৷ এছাড়া এই জ্যাকেট শিশুর বিভিন্ন লক্ষণ পরিমাপ করে সেগুলো তার বাবা মা'কে জানাবে৷ এর ফলে বাবা-মা জানতে পারবেন, কখন তাঁদের সন্তান অস্থির হয়ে উঠতে পারে৷ অর্থাৎ অটিস্টিক শিশুদের সামলানোর কাজটা অনেক সহজ হয়ে যাবে৷

মেলার উদ্বোধন করেন জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলছবি: DW/Rosalia Romaniec

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্কুলে এবং ব্রিটেন, অস্ট্রেলিয়া ও সিঙ্গাপুরে এই জ্যাকেটের কার্যকারিতা পরীক্ষা করে দেখা হয়েছে৷

টি-ওয়্যার কোম্পানি আশা করছে খুব শিগগিরই এটা বাজারে আসবে, যার মূল্য পড়বে বাংলাদেশি টাকায় প্রায় চল্লিশ হাজার৷

এদিকে, অস্ট্রিয়ার কোম্পানি জি-টেক মেলায় এমন একটি প্রযুক্তি দেখাচ্ছে যেটা ব্যবহার করে পক্ষাঘাতগ্রস্ত ব্যক্তিরাও ছবি আঁকতে পারবেন৷ ব্যাপারটা এরকম – ব্যবহারকারী মাথায় একটি টুপি পরবেন৷ এই টুপিটি ব্যবহারকারীর মাথায় কী ঘুরছে, সেটা পরিমাপ করতে সক্ষম৷ এই টুপি পরে ব্যবহারকারী কম্পিউটার স্ক্রিনে থাকা একটি আইকনের দিকে তাকিয়ে যেভাবে চাইবে সেভাবে কম্পিউটার কাজ করবে৷ মাথায় থাকা বিশেষ ঐ টুপিটা কম্পিউটার সফটওয়্যারের সঙ্গে মিলে পুরো কাজটা সম্পাদন করবে৷ অর্থাৎ ছবি আঁকা হয়ে যাবে৷

এই প্রযুক্তির দামটা অবশ্য একটু বেশি৷ বাংলাদেশি টাকায় প্রায় ১২ লক্ষ৷ ইতিমধ্যে বিশেষভাবে অক্ষম ব্যক্তিদের দিয়ে প্রযুক্তিটি সফল কিনা সেটা যাচাই করে দেখা হয়েছে৷

এমন সব দর্শক মাতানো উন্নত প্রযুক্তির প্রদর্শনী চলছে সেবিটে৷ যার এবারের মূল থিম ‘শেয়ার-ইকোনমি'৷ মেলা চলবে ৯ তারিখ পর্যন্ত৷

জেডএইচ / এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ