1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেমিফাইনালে অপ্রতিরোধ্য ফ্রান্স, বিদায় উরুগুয়ের

৬ জুলাই ২০১৮

ফ্রান্সের মতো ভারসাম্যপূর্ণ প্রতিপক্ষের বিরুদ্ধে নেই এডিসন কাভানির মতো অনফর্ম ফরোয়ার্ড৷ দুর্ভাগ্যই বলতে হবে উরুগুয়ের৷ কারণ, এটি ছিল কোয়ার্টার ফাইনালের বিগম্যাচ৷

Fußball WM 2018 Uruguay - Frankreich
ছবি: Reuters/G. Dukor

তারপরও শুরু থেকেই এল মায়েস্ত্রো অস্কার তাবারেসের শিষ্যরা চেপে বসে ফ্রেঞ্চ সীমানায়৷ চাপিয়ে খেলে দু'একবার অস্পষ্ট সুযোগও তৈরি করে ফেলেন সুয়ারেজরা৷ কিন্তু সফলতার মুখ দেখেননি৷ অন্যদিকে প্রতিপক্ষের চাপে দিদিয়ের দেশঁ'র অপ্রতিরোধ্য স্কোয়াড কিছুটা দিশেহারা ছিল প্রথম কয়েক মিনিট৷ কিন্তু ঘুরে দাঁড়াতে সময় নেননি পগবা-এমবাপে-গ্রিসমানরা৷

সেখানে প্রথমার্ধের ৩৯ মিনিটে গ্রিসমানের ফ্রি-কিককে স্লাইডিং হেডে প্রতিপক্ষের গোলরক্ষক মুসলেরার ডান দিক দিয়ে পার করে দেন ফ্রেঞ্চ ডিফেন্ডার রাফায়েল ফারানে৷ ১-০ তে এগিয়ে যায় ফ্রান্স৷ কিছুক্ষণ পরই মোক্ষম সুযোগ এসেছিল উরুগুয়ের কাছেও

গোলের পর ফারানেছবি: Reuters/J. Cairnduff

৪৪ মিনিটে এবার উরুগুয়ের ফ্রি-কিক৷ সেখান থেকে উড়ন্ত এক বল প্রতিপক্ষের ডি-বক্সে পেয়ে হেড করেন সিসেরেস৷ কিন্তু ডান দিকে ঝাঁপিয়ে পড়ে দুর্দান্তভাবে তা ঠেকিয়ে দেন ফ্রেঞ্চ গোলরক্ষক লরিস৷ কিন্তু সেখানেই শেষ নয়৷ ঠেকিয়ে দিলেও ক্লিয়ার করতে পারেননি তিনি৷ সেখানে স্ট্রাইকার স্টুয়ানি ফলোআপ শট নেন৷ কিন্তু তা লক্ষ্য থেকে অনেক ওপরে চলে যায়৷ এখানেই হয়তো কাভানিকে মিস করেছে উরুগুয়ে৷

লরিসের দুর্দান্ত সেভ ছবি: Reuters/C. Barria

প্রথমার্ধ শেষ হয় ১-০ ব্যবধানে৷

দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে৷ কিন্তু এবার তারকাখচিত ফ্রান্স যেন স্বরূপেই ছিল৷ তাই সুবিধা করতে পারছিলেন না ল্যাটিন খেলোয়াড়রা৷ সেই সুযোগে ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে ফেলে ফ্রান্স৷ ডি-বক্সের কিছুটা বাইরে থেকে তীব্র শট নেন গ্রিসমান৷ সেটি একটু বেঁকে গিয়ে উরুগুয়ের গোলরক্ষক মুসলেরার হাতে লাগলেও লক্ষভ্রষ্ট হয়নি৷ খুঁজে নেয় প্রতিপক্ষের জাল৷ মুসলেরা যে খুবই আনাড়িভাবে কাজটি করেছেন তাতে কোনো সন্দেহ নেই৷

মুসলেরা’র ভুলছবি: Imago/S. Krasilnikov

এরপর খেলার ধার বাড়িয়েও কোনো সুবিধা করতে পারছিল না উরুগুয়ে৷ প্রতিপক্ষের সাদা দেয়ালের ওপারে বল ফেলতে রীতিমতো গলদঘর্ম হতে হচ্ছিল তাদের৷ যে দু'-একটা আক্রমণ হয়েছে, তাতেও কাজ হয়নি৷ শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে কোয়ার্টার ফাইনালেই ২০১৮ বিশ্বকাপ মিশন শেষ হলো উরুগুয়ের৷ গত বিশ্বকাপে তারা অবশ্য দ্বিতীয় রাউন্ডেই বিদায় নিয়েছিল৷

সুয়ারেজকে কাভানির সান্তনা ছবি: Reuters/D. Staples

অন্যদিকে, ফ্রান্স নিশ্চিত করলো সেমিফাইনাল৷ ২০০৬ সালের পর এই প্রথম কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরুলো তারা৷ 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ