গ্রুপ পর্ব থেকেই বিদায়। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারল না ভারত।
বিজ্ঞাপন
যে বিরাট কোহলিদের বিশ্বকাপ জেতার জন্য হট ফেভারিট মনে করছিলেন বিশেষজ্ঞরা, সেই ভারত টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্যায়ের বেড়া টপকাতে পারল না। সোমবার ভারতের সঙ্গে নামিবিয়ার ম্যাচ। কিন্তু সেই ম্যাচ গুরুত্বহীন হয়ে গেল। ভারতের গ্রুপে পাঁচটি ম্যাচের মধ্যে পাঁচটিতেই জিতে শীর্ষে পাকিস্তান। দুই নম্বরে নিউজিল্যান্ড, রোববার যারা অনায়াসেই আফগানিস্তানের বাধা টপকে গেল। অন্য গ্রুপ থেকে উঠেছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া।
সেমিফাইনালে কে কার বিরুদ্ধে
সেমিফাইনালে ইংল্যান্ড খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে, আর পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। বিশ্বকাপ শুরুর আগে সেলিম মালিকের মতো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা পর্যন্ত বাবর আজমদের নিয়ে খুব বেশি আশাবাদী ছিলেন না। কিন্তু প্রথম ম্যাচেই ভারতকে গোহারা হারিয়ে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেছিলেন, এ এক অন্য পাকিস্তান দল। টুর্নামেন্ট যত এগিয়েছে, ততই দেখা গেছে, বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান দল অসাধারণ ক্রিকেট উপহার দিয়েছে।
ইংল্যান্ডও একেবারে পেশাদার ক্রিকেট খেলেছে। আর পরিকল্পনামাফিক ক্রিকেট খেলে নিউজিল্যান্ড সেমিফাইনালে উঠেছে। ক্রিকেটের মঞ্চে অস্ট্রেলিয়া বরবরই বড় শক্তি। তারা আবার টি-টোয়েন্টি বিশ্বকাপে সেই কথা প্রমাণ করলো।
ট্রোলড শামির পাশে শচিন-শেহবাগ-রাহুল গান্ধী
পাকিস্তানের সঙ্গে হারের পরই শুরু হয়েছে ভারতীয় পেসার মহম্মদ শমির বিরুদ্ধে ট্রোলিং। তবে তার পাশে শচিন থেকে রাহুল গান্ধী।
ছবি: Reuters/Action Images/P. Childs
শামির বিরুদ্ধে
টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে শামি ভালো বল করতে পারেননি। তিন দশমিক পাঁচ ওভার বল করে ৪৩ রান দিয়েছেন। সেদিন কোনো ভারতীয় বোলারই ভালো বল করতে পারেননি। পাকিস্তানের একটা উইকেটও নিতে পারেননি ভারতীয় বোলাররা। বুমরা, ভুবনেশ্বর, জাদেজা, বরুণ সকলেই ব্যর্থ। কিন্তু সামাজিক মাধ্যমে নিশানা করা হচ্ছে শামিকে।
ছবি: Getty Images/A. Davidson
কেন শামিকে আক্রমণ?
অতীতে বল হাতে অনেক ম্যাচ জিতিয়েছেন শামি। দুরন্ত বল করেছেন। উইকেট নিয়েছেন। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হয়েই লাগামছাড়া আক্রমণের মুখে পড়েছেন। সেই আক্রমণের সময় অবাঞ্ছিত ও কুৎসিতভাবে টেনে আনা হয়েছে ক্রিকেট মাঠের বাইরের প্রসঙ্গ। বলা হয়েছে, তিনি পাকিস্তান চলে যান। সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে পুরো বিষয়টা দেখা হয়েছে এবং সেইমতো আক্রমণ করা হয়েছে ভারতীয় দলের এই পেসারকে।
ছবি: Reuters/Action Images/P. Childs
শচিনের প্রতিবাদ
শামির পাশ দাঁড়িয়েছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। দাঁড়িয়েছেন শচিন টেন্ডুলকর। তিনি টুইট করে বলেছেন, ''আমরা যখন টিম ইন্ডিয়াকে সমর্থন করি, তখন ভারতের প্রতিনিধি হিসাবে থাকা প্রতিটি প্লেয়ারকে সমর্থন করি। মহম্মদ শামি একজন নিবেদিতপ্রাণ বিশ্বমানের বোলার। বিশ্বের সব ক্রীড়াবিদের একেকটা দিন অফ ডে থাকে। শামিরও তাই ছিল। আমি শামি ও টিম ইন্ডিয়ার পাশে আছি।''
অত্যন্ত কড়াভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন শেহবাগ। তিনিও টুইট করে বলেছেন, ''মহম্মদ শামির বিরুদ্ধে যে অনলাইন আক্রমণ হচ্ছে, তা ভয়াবহ। শামি একজন চ্যাম্পিয়ন। আর যে প্লেয়াররা ভারতের প্রতিনিধিত্ব করেন, তারা ওই অনলাইন মবের তুলনায় অনেক বেশি ভারতীয়। শামি, আমরা তোমার সঙ্গে আছি। পরের ম্যাচে দেখাও তোমার জাদু।''
ছবি: AP
পাশে রাহুল গান্ধীও
কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধীও শামির পাশে থাকার বার্তা দিয়েছেন। তিনিও টুইট করে বলেছেন, ''মহম্মদ শামি, আমরা সবাই আপনার পাশে আছি। আপনাকে যারা আক্রমণ করেছে, তাদের অন্তরে শুধু ঘৃণা আছে, কারণ, কেউ তাদের কখনো ভালোবাসা দেয়নি। ওদের আপনি ক্ষমা করুন।''
ছবি: Ians
ক্ষুব্ধ ভিভিএস
সাবেক ক্রিকেটার ভিভিএস লক্ষ্মণও শামির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিষোদ্গারে ক্ষুব্ধ। তিনি টুইট করে বলেছেন, ''গত আট বছর ধরে শামি অনেক নজরকাড়া পারফরমেন্স উপহার দিয়েছেন। ভারতকে জিততে সাহায্য করেছেন। একটা পারফরম্যান্স দিয়ে তার বিচার হয় না। আমার শুভকামনা তার প্রতি রয়েছে। আমি সব ক্রিকেটভক্তের কাছে অনুরোধ করছি, শামির পাশে দাঁড়ান। ভারতীয় দলের পাশে দাঁড়ান।''
ছবি: Getty Images/AFP
পাশে বর্তমান ক্রিকেটাররাও
লেগ স্পিনার চাহাল সংক্ষিপ্ত একলাইনের টুইট করে বলেছেন, ''আমরা তোমার পাশে আছি, শামি ভাইয়া।'' অফ স্পিনার হরভজন সিংয়েরও সংক্ষিপ্ত প্রতিক্রিয়া, ''আমরা তোমাকে ভালোবাসি শামি।'' উপরের ছবিটি চাহালের।
ছবি: AFP/J. Samad
প্রীতি জিন্টার প্রতিবাদ
ক্রিকেট মাঠে এখন হামেশাই দেখা যায় বলিউড অভিনেত্রী প্রীতি জিন্টাকে। আইপিএলে পাঞ্জাব টিমের সঙ্গে তিনি যুক্ত। প্রীতি বলেছেন, ''ভারত হারায় আমি হতাশ। কিন্তু তার থেকেও বেশি হতাশ যেভাবে সামাজিক মাধ্যমে ক্রিকেটারদের আক্রমণ করা হচ্ছে, তা নিয়ে। এটা খেলা। আর সব ক্রিকেটার মানুষ। তাদের কেন এই গালগালি শুনতে হবে এবং নেতিবাচক মনোভাবের শিকার হতে হবে?''
ছবি: AP
আজহারউদ্দিনের প্রতিক্রিয়া
সাবেক ভারতীয় ক্যাপ্টেন আজহারউদ্দিন বলেছেন, ''খেলায় হার-জিত আছে। শামির বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ একেবারেই কাম্য নয়। আমি শামির পাশে দাঁড়াচ্ছি।''
ছবি: AP
ইরফান পাঠানের মতে
ইরফান পাঠান টুইট করে বলেছেন, ''আমিও ভারত-পাকিস্তান ম্যাচ খেলেছি। ম্যাচ হেরেছি। কিন্তু আমায় কেউ পাকিস্তান চলে যেতে বলেনি। এই কুৎসা অবিলম্বে বন্ধ হোক।'' তাকে সমর্থন করেছেন আরেক সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ।
ছবি: AP
শামির সমর্থনে
শামির বিরুদ্ধে সামাজিক মাধ্যমে আক্রমণ একতরফা হয়নি। অনেক সাধারণ মানুষ শামির পক্ষে টুইট করেছেন। তারা এই পেসারের পাশে দাঁড়িয়েছেন। শামির বিরুদ্ধে যারা আক্রমণ শানিয়েছে তাদের কঠোর সমালোচনা করেছেন তারা।
ছবি: Getty Images/C. Mason
11 ছবি1 | 11
কেন ভারত পারল না
ক্রিকেটার বুমরা সহ অনেক বিশেষজ্ঞই ভারতের খারাপ খেলার জন্য আইপিএলকে দায়ী করেছেন। নিউজিল্যান্ডের সঙ্গে হারার পর বুমরা বলেছিলেন, গত ছয় মাস ধরে সমানে জৈব বলয়ের মধ্যে থেকে খেলে যাওয়ার পর ক্লান্তি আসা স্বাভাবিক। করোনার কারণে, এবার আইপিএলের অর্ধেক খেলা হয়েছে ভারতে। বাকিটা আমিরাতে। আইপিএল শেষ হওয়ার পরই শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ইংল্যান্ডে টেস্ট ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত। তারপর ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে আমিরাত এসেছে।
আগে ক্রিকেট খেলা হতো শুধু শীতে। কিন্তু এখন সারা বছর ধরে ক্রিকেট খেলা হয়। ক্রিকেটাররা কোনো বিশ্রাম পান না। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ভারতে এবার শুরু হবে নিউজিল্যান্ডের সফর। আর করোনাকালে খেলা মানে ক্রিকেটারদের জৈব বলয়ে ঢুকে পড়তে হয়। তারা বলয়ের বাইরে যেতে পারেন না। ফলে মানসিক দিক থেকে ক্লান্তি আসা স্বাভাবিক।
তবে অনেক সাবেক ক্রিকেটার ও বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের খারাপ পারফরমেন্সের জন্য আইপিএল দায়ী। কারণ, আইপিএলে নিজেদের নিংড়ে দেন ক্রিকেটাররা। তারপরেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হওয়ার ফলে তারা যোগ্যতা অনুযায়ী পারফরমেন্স করতে পারেন না। পরিসংখ্যান বলছে, আইপিএলের পরপরই টি-টোয়েন্টি বিশ্বকাপ হয়েছে এমন ক্ষেত্রে চারবার ভারত গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। কিন্তু আইপিএলে খেলে যাওয়া অন্য দলের ক্রিকেটাররা তো বিশ্বকাপের মঞ্চে ভালো পারফরমেন্স করছে। তাদের পারফরমেন্স তো খারাপ হয়নি? অতীতে যখন আইপিএলের পর বিশ্বকাপ হয়নি, তখনো ভারত গ্রুপ পর্যায় থেকে বিদায় নিয়েছে। তাই একা আইপিএলকে দায়ী করা কি ঠিক, সে প্রশ্ন উঠেছে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ: যে পাঁচ ব্যাটসম্যান ও বোলারের উপর থাকবে বাড়তি নজর
সংযুক্ত আরব আমিরাত ও ওমানে টি-টোয়েন্টি বিশ্বকাপে কাদের উপর বাড়তি নজর রাখতে হবে, এমন পাঁচজন বোলার ও পাঁচজন ব্যাটসম্যানের তালিকা করেছে বার্তা সংস্থা রয়টার্স৷ ছবিঘরে চিনে নিন তাদের৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
বোলার: তাবরাইজ শামসি, দক্ষিণ আফ্রিকা
চলতি বছর টি-টোয়েন্টি আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচ খেলে তার চেয়ে বেশি উইকেট পাননি কেউ৷ ২৮ উইকেট নিয়ে এই মুহূর্তে তিনি রয়েছেন আইসিসি ব়্যাংকিংয়ে সবার শীর্ষে৷ তারপরও দক্ষিণ আফ্রিকা দলে ৩১ বছর বয়সি এই স্পিনারকে জায়গা করে নিতে অভিজ্ঞ ইমরান তাহিরের সঙ্গে লড়তে হবে৷
ছবি: Robbie Stephenson/imago images/Shutterstock
বোলার: যশপ্রীত বুমরা, ভারত
আইসিসি ব়্যাংকিংয়ে শীর্ষ দশে না থাকলেও ভারতের যশপ্রীত বুমরা ব্যাটসম্যানদের জন্য বরাবরই কঠিন বোলার৷ বিশেষ করে ডেথ ওভারে উইকেট নেয়ার ক্ষেত্রে তার সামর্থ্য অতুলনীয়৷ সবশেষ আইপিএল মুম্বাই ইন্ডিয়ানস ভুলে যেতে চাইলেও বুমরা ঠিকই তাদের জার্সিতে ২১ উইকেট তুলে নিয়েছেন৷ এর মধ্যে ১৫ উইকেটই নিয়েছেন সংযুক্ত আরব আমিরাতে আসরের দ্বিতীয় পর্বে৷
ছবি: Getty Images/AFP/A. Dennis
বোলার: রশিদ খান, আফগানিস্তান
আফগানিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন রশিদ খান টি-টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে যে-কোনো দলের কাছেই কাঙ্খিত একটি নাম৷ সদ্যসমাপ্ত আইপিএলে ১৮ উইকেট নিয়েছেন৷ আইসিসির ব়্যাংকিংয়ে অবস্থান তিন৷
ছবি: Clive Mason/Getty Images
বোলার: আদিল রশিদ, ইংল্যান্ড
লেগ ব্রেকস, গুগলিতে সমৃদ্ধ তার ঝুলি৷ ইংল্যান্ডের অধিনায়ক মর্গান কখনও পাওয়ার প্লে, কখনওবা বোলিং আক্রমণের সূচনা করান তাকে দিয়ে৷ সংযুক্ত আরব আমিরাতের ধীরগতির উইকেটে ইংলিশ দলের এই প্রধান স্পিনার হয়ে উঠতে পারেন আরো ভয়ংকর৷ আইসিসি ব়্যাংকিংয়ে তিনি আছেন চতুর্থ অবস্থানে৷
ছবি: Getty Images/A. Davidson
বোলার: মুস্তাফিজুর রহমান, বাংলাদেশ
টি-টোয়েন্টির বোলারদের তালিকা হবে আর তাতে মুস্তাফিজুর রহমান থাকবেন না তা কী করে হয়! ডেথ ওভারে তার মতো কার্যকরি বোলারের জুড়ি মেলা ভার৷ দুর্বোধ্য কাটারে যে-কোনো দলের কাছে মুস্তাফিজ আতঙ্কের নাম৷
ছবি: DIBYANGSHU SARKAR/AFP/Getty Images
ব্যাটসম্যান: ডেভিড মালান, ইংল্যান্ড
২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেকেই ৭৮ রানের ইনিংস খেলে তাক লাগান তিনি৷ গত মার্চে হাজার রানের মাইফলক স্পর্শ করেছেন তিনি, এখন অবধি সবচেয়ে কম ২৪ ইনিংস খেলে৷ বামহাতি এই ব্যাটসম্যান টি-টোয়েন্টি ব়্যাংকিংয়ে আছেন সবার শীর্ষে৷
ছবি: Adam Davy/empics/picture alliance
ব্যাটসম্যান: বাবর আজম, পাকিস্তান
৬১টি টি-টোয়েন্টিতে দুই হাজার ২০০ রান, একটি শতক, ২০টি অর্ধশতক, ১৩০.৬৪ স্ট্রাইক রেট৷ এই পরিসংখ্যানগুলোই বলে দেয় কতটা ভয়ংকর ব্যাটসম্যান বাবর আজম৷ ২৭ বছর বয়সি এই মারকুটে ব্যাটসম্যানের কাঁধে থাকছে পাকিস্তানকে নেতৃত্ব দেয়ার দায়িত্বও৷
ছবি: Getty Images/M. Hewitt
ব্যাটসম্যান: রোহিত শর্মা, ভারত
ম্যাচের পরিস্থিতি যত কঠিনই থাক না কেন, রোহিত শর্মা তার মোড় অনায়াসেই ঘুরিয়ে দিতে পারেন কব্জির জোরে৷ এই টুর্নামেন্ট শেষে নেতৃত্ব ছেড়ে দিচ্ছেন ভারতের বর্তমান অধিনায়ক বিরাট কোহলি৷ সে জায়গা নিতে রোহিত শর্মা নিজেকে মেলে ধরতে চাইবেন এবার বিশেষভাবে৷ ১১১ ম্যাচে ২,৮৬৪ রান নিয়ে টি-টোয়েন্টিতে তিনি বর্তমানে তৃতীয় সর্বাধিক রান সংগ্রাহক৷
ছবি: Getty Images/A. Davidson
ব্যাটসম্যান: ক্রিস গেইল, ওয়েস্ট ইন্ডিজ
বয়স ৪২৷ তাতে কী! খেলা যখন টি-টোয়েন্টি তখন ক্রিস গেইলই সেরা বিনোদন৷ যে-কোনো বোলারের জন্যই তিনি দুঃস্বপ্নের কারণ হয়ে উঠতে পারেন৷ টি-টোয়েন্টি বিশ্বকাপে কি এবারই শেষবারের মতো দেখা যাবে এই বিস্ফোরক ব্যাটসম্যানকে? সেটি হয়ত সময়ই বলে দিবে৷
ছবি: Reuters/Action Images/L. Smith
ব্যাটসম্যান: গ্ল্যান ম্যাক্সওয়েল, অস্ট্রেলিয়া
সদ্য সমাপ্ত আইপিএল দারুণ কাটিয়েছেন৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে ৫১৩ রান তুলেছেন ১৫ ম্যাচে চোখ ধাঁধানো ১৪৪ স্ট্রাইক রেটে৷ ওয়ার্নার, ফিঞ্চ, স্মিথের ফর্ম ঘাটতিতে তার এই পারফরম্যান্স অস্ট্রেলিয়ার জন্য বড় স্বস্তির৷
ছবি: Getty Images/AFP/P. Ellis
10 ছবি1 | 10
পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে মাঠে ভারতীয় দলকে খুবই ম্রিয়মান লেগেছে। বিরাট কোহলি তো নিউজিল্যান্ড ম্যাচের পর বলেছেন, ভারত যেন আগেই আত্মসমর্পন করে বসেছিল।
এবার নতুন কোচ, অধিনায়ক
টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই ভারতীয় দলের কোচের পদ থেকে বিদায় নিচ্ছেন রবি শাস্ত্রী। কোচ হচ্ছেন রাহুল দ্রাবিড়। তিনি ইতিমধ্যেই বিসিসিআই-কে জানিয়ে দিয়েছেন, রোটেশনের ভিত্তিতে ক্রিকেটারদের খেলাতে চান। বিরাট কোহলিও আর অধিনায়ক থাকবেন না। নতুন অধিনায়কের নাম ঘোষণা করবে বিসিসিআই।