নারী ফুটবল বিশ্বকাপে সুইডেনকে ২-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে স্পেন৷ খেলার শেষ দশ মিনিট ছিল তীব্র উত্তেজনাপূর্ণ৷
বিজ্ঞাপন
নিউজিল্যান্ডের অকল্যান্ডে ৮০ মিনিট ম্যাচ গোলশূন্য থাকে৷ এরপর কঠিন সুইডিশ প্রতিরক্ষা ভেঙে দেন পারাউয়েলো৷ ৮১ মিনিটে সাবেক এই স্প্রিন্টার ও হার্ডলার গোল করে দলকে এগিয়ে নেন৷
গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে সুইডিশ শিবির৷ সাত মিনিট পরই দলকে সমতায় ফেরান রেবেকা ব্লমকভিস্ট৷ তবে এর ৯৩ সেকেন্ডের মাথায় স্প্যানিশ অধিনায়ক ওলগা কারমোনা জয়সূচক গোলটি করেন৷
কোনো বিশ্বকাপের সেমিফাইনালে গোল করা দ্বিতীয় টিনএজার পারাউয়েলো৷ ম্যাচ শেষে এই বার্সা ফরোয়ার্ড বলেন, ‘‘মুহূর্তটা ছিল ম্যাজিকের মতো৷ বিশ্বকাপের প্রথম গোলটি করাটাও ছিল ভিন্ন এক অনুভূতি৷ এরপর আবারো তা করতে পারা অবিশ্বাস্য৷''
পারাউয়েলো মূলত একজন অ্যাথলেট ছিলেন৷ তিনি স্পেনের অনূর্ধ-১৮ ও অনূর্ধ-২০-এ ৪০০ মিটার স্প্রিন্ট ও ৪০০ মিটার হার্ডলে রেকর্ড গড়েছেন৷ তবে বারবার ইনজুরিতে পড়ে অ্যাথলেটিক্স থেকে সরে আসেন তিনি৷ বেছে নেন ফুটবল৷ এতে যে খুব একটা ভুল করেননি তা পরিষ্কার৷
তার গতির কারণে স্প্যানিশ ক্লাব বার্সেলোনার চোখে পড়েন তিনি৷ সেখানে যোগ দিয়ে ২০২২-২৩ মৌসুমে ৩৪ ম্যাচে ১৭ গোল করেন, জেতেন লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ৷
কালিকা মেহতা/জেডএ
নারী ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের যত চমক
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলছে নারীদের ফুটবল বিশ্বকাপ৷ নবম এই আয়োজনের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে বৃহস্পতিবার৷ গ্রুপ পর্বে বেশ কিছু চমক দেখা গেছে৷
ছবি: Shutterstock/IMAGO
সবচেয়ে বড় চমক মরক্কোর
ফিফা ব়্যাংকিংয়ে মরক্কোর অবস্থান ৭২৷ প্রথম ম্যাচে জার্মানির কাছে ৬-০ গোলে হারলেও পরের দুই ম্যাচে জয় পায় তারা৷ দক্ষিণ কোরিয়া ও কলম্বিয়ার বিরুদ্ধে দুটি ম্যাচই ১-০ গোলে জিতেছে মরক্কো৷ ফলে সবচেয়ে নীচু ব়্যাংকিংয়ের দল হিসেবে টুর্নামেন্টের নকআউট পর্বে চলে গেছেন মরক্কোর নারীরা৷ ৮ আগস্ট ফ্রান্সের মুখোমুখি হবেন তারা৷ কাতারে পুরুষ বিশ্বকাপের সেমিফাইনালেও মুখোমুখি হয়েছিল এই দুই দেশ৷
ছবি: Colin Murty/AFP
প্রথমবারের মতো প্রথম পর্ব থেকে জার্মানির বিদায়
মরক্কোর চমকের কারণে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানিকে প্রথমবারের মতো প্রথম পর্ব থেকে বিদায় নিতে হয়েছে৷ গ্রুপ পর্বে মরক্কোর সঙ্গে ৬-০ গোলের বড় জয় পেলেও পরের ম্যাচে কলম্বিয়ার কাছে ২-১ গোলে হেরে যান জার্মানরা৷ দক্ষিণ কোরিয়ার সঙ্গে শেষ ম্যাচটি ১-১ গোলে ড্র হয়৷ ২০১৮ সালে ছেলেদের বিশ্বকাপে শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার কাছে ২-০ গোলে হেরে প্রথমবারের মতো প্রথম পর্ব থেকে বিদায় নিয়েছিল জার্মানি৷
ছবি: Sajad Imanian/DeFodi/picture alliance
প্রথমবার নকআউটে জ্যামাইকা
ব্রাজিল আর ফ্রান্সের গ্রুপে থাকা জ্যামাইকার কজন ভেবেছিলেন তারা নকআউটে যেতে পারবেন? কিন্তু তাই হয়েছে৷ বুধবার ব্রাজিলের সঙ্গে ০-০ গোলে ড্র করে জ্যামাইকা প্রথমবারের মতো নকআউট পর্বে জায়গা করে নিয়েছে৷
ছবি: William West/AFP
মার্তার বিশ্বকাপ শেষ
জ্যামাইকা নকআউটে যাওয়ায় ১৯৯৫ সালের পর প্রথমবারের মতো প্রথম পর্ব থেকে বিদায় নিলো ব্রাজিল৷ সেই সঙ্গে শেষ বিশ্বকাপ খেলে ফেললেন ব্রাজিলের মার্তা৷ এটি ছিল তার ষষ্ঠ বিশ্বকাপ৷ শেষটা বোধ হয় এর চেয়ে আর খারাপ হওয়া সম্ভব ছিল না৷
ছবি: Joel Carrett/AAP/IMAGO
একই পরিণতি সিনক্লেয়ারের
মার্তার মতোই ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমেছিলেন ক্যানাডার ক্রিস্টিন সিনক্লেয়ার৷ সোমবার আয়োজক অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হেরে বিদায় নিয়েছে তার দল৷ ফলে প্রথম বর্তমান অলিম্পিক চ্যাম্পিয়ন দল হিসেবে ক্যানাডা বিশ্বকাপের প্রথম পর্ব থেকে বিদায় নিলো৷
ছবি: REUTERS
প্রথমবার ম্যাচ জিতেই নকআউটে
বুধবার গ্রুপের শেষ ম্যাচে ইটালির বিরুদ্ধে খেলতে নেমেছিল সাউথ আফ্রিকা৷ এর আগে প্রথম ম্যাচে সুইডেনের কাছে ১-০ গোলে হেরেছিল তারা৷ পরের ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ২-২ গোলে ড্র করে৷ শেষ ম্যাচে ইটালিকে ৩-২ গোলে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচ জেতে সাউথ আফ্রিকা৷ একইসঙ্গে এই জয় দলকে নিয়ে গেছে নকআউট পর্বে৷ সেখানে রোববার নেদারল্যান্ডসের সঙ্গে ম্যাচ তাদের৷
ছবি: Jose Breton/Pics Action/NurPhoto/picture alliance
চীনের বিদায়
নারী ফুটবলে চীনের শক্তি কম নয়৷ ১৯৯৬ অলিম্পিকে তারা রূপা জিতেছিল৷ আর ১৯৯৯ বিশ্বকাপে রানার্ম আপ হয়েছিল তারা৷ তবে এবার সুবিধা করতে পারেনি চীন৷ ইংল্যান্ডের কাছে ৬-১ গোলে আর ডেনমার্কের কাছে ১-০ গোলে হেরেছে চীন৷ জিতেছে শুধু হাইতির সঙ্গে৷ ইউরোপীয় দলগুলোর সঙ্গে ব্যবধান কমানোর অঙ্গীকার করেছেন দলের কোচ সুই কিংজিয়া৷