1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেমিফাইনাল দেখতে পাকিস্তানের শীর্ষ নেতাদের আমন্ত্রণ জানালো ভারত

২৫ মার্চ ২০১১

ভারতের প্রধানমন্ত্রী ড.মনমোহন সিং পাকিস্তানের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীকে মোহালিতে বুধবারের সেমিফাইনাল দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছেন৷ পাকিস্তান এখনো অবশ্য এবিষয়ে ভাবনা-চিন্তা কছে৷

ক্রিকেট-কুটনীতি কি দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতি ঘটাতে পারবে?ছবি: UNI

এদিকে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত পাকিস্তানের ম্যাচ ক্রিকেট অনুরাগীদের এতটাই মাতিয়ে রেখেছে যে, তা শুক্রবার দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ডের মধ্যে তৃতীয় কোয়ার্টার-ফাইনাল খেলাকেও ম্লান করে দিচ্ছে৷

ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত বৃহস্পতিবারের খেলায় বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ১২ বছর পরে হারালো ভারত৷ ‘অসি'দেরকে পাঁচ উইকেটে হারায় ধোনির টিম৷ আগামী বুধবার ভারতের মাটিতেই অনুষ্ঠিত হবে ভারত-পাকিস্তান সেমি-ফাইনাল৷ ২০০৮ সালে মুম্বইয়ে সন্ত্রাসী হামলার পরে এটাই হবে ভারতের মাটিতে পাকিস্তানের প্রথম ম্যাচ৷

ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বলেছেন, ‘‘ভারত বনাম পাকিস্তান সেমিফাইনালে খেলবে ,এর চেয়ে ভালো কিছু হয় না৷ উপমহাদেশের দেশগুলো বিশ্বকাপ ক্রিকেটের আয়োজন করেছে এবং ভারত-পাকিস্তান সেমিফাইনালে খেলছে৷'' তিনি বলেন, ‘‘ভারতীয় দলের উপরে অবশ্যই বাড়তি চাপ থাকবে এবং এবং তা আসবে বাইরে থেকে৷ জনতা বলবে, আপাতত সেমিফাইনালে জেতো, আমরা ফাইনাল নিয়ে ভাবছি না৷''

এর আগেও পাকিস্তানের প্রেসিডেন্ট দিল্লি এসেছিলেন ক্রিকেট ম্যাচ দেখতেছবি: AP

পাকিস্তান দলের কোচ ওয়াকার ইউনুস বলেছেন, ‘‘ফাইনালে ওঠার জন্যে ভারতের সঙ্গে খেলাটা হবে এক দারুণ ব্যাপার৷ এই খেলায় এর চেয়ে বড় প্রতিদ্বন্দ্বিতা আর হয় না৷ সাম্প্রতিক বছরগুলোতে আমরা আমাদের নিজেদের দেশে পরস্পরকে মোকাবিলা করিনি৷'' তিনি বলেন, ‘‘তাই খেলাটা হতে হবে দারুণ উত্তেজনাপূর্ণ৷ দুটোই ক্রিকেট-প্রেমী দেশ''৷

এদিকে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক রিকি পন্টিং বৃহস্পতিবারের পরাজয়ের পর একজন খেলোয়াড় হিসেবে নিজেকে দেখার কথা বলেছেন৷ টানা তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এবার সেমিফাইনালের আগেই বিদায় নিল৷ তবে এই পরাজয় অধিনায়ক হিসেবে পন্টিং-এর অবস্থানকে দুর্বল করে তুলতে পারে বলে ধারণা করা হচ্ছে৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ