1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা কুকুর চীনা ওয়াসাবি

১৪ জুন ২০২১

ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব আয়োজিত এবারের কুকুর প্রদর্শনীতে আড়াই হাজার অংশগ্রহণকারীর মধ্যে চীনা কুকুর ওয়াসাবি ছিনিয়ে নেয় এবারের বিজয়ের মুকুট৷ 

 ওয়েস্টমিনস্টার ক্যানেল ক্লাব আয়োজিত ‘ডগ শো' তে বিজয়ী  কুকুর  চীনা ওয়াসাবিছবি: Kathy Willens/AP Photo/picture alliance

প্রতি বছরের মতো ফেব্রুয়ারিতে না করে এবার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় গত রোববার৷ দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ ডগ ইভেন্টটিতে  চীনা কুকুর ওয়াসাবির সাথে টপ ফাইনালিস্টদের মধ্যে ছিল ফরাসী বুলডগ হুইপেট, ইংলিশ শিপডগ, জার্মান কুকুর শর্টহায়েড পয়েন্টার, শ্যাময়েড এবং ওয়েস্ট হাইল্যান্ডের হোয়াইট টেরিয়ার৷

‘ডগ শো’টি ১৮৭৭ সাল থেকে নিউ ইয়র্কেই হয়ে আসছে৷ করোনাভাইরাসের কারণে এবারই প্রথম শহরতলী ট্যারিটাউনে এই আয়োজন করা হয়৷

এনএস/কেএম(এপি) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ