1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা দুই নারী

১৮ আগস্ট ২০১৬

ক্যামেরা তখন অন্যদের দিকে৷ পদকের জন্য প্রাণপণ ছুটছেন সবাই৷ অথচ সেই দু'জন তখন ধরাশায়ী৷ কোনো পদক জেতা হয়নি৷ কিন্তু সবার মন জিতে নিয়েছেন তাঁরা৷ ভালোবাসা দিয়ে ভালোবাসা জিতে নিয়েছেন দুই নারী৷

Rio Olympia 2016 Nikki Hamblin Abbey D'Agostino 5000 Meter Lauf
ছবি: Getty Images/I. Walton

রিও অলিম্পিকে মেয়েদের ৫ হাজার মিটার দৌড়ে কোনো পদক না জিতেও সবার মনে স্থান করে নিয়েছেন নিকি হ্যাম্বলিন ও অ্যাবে ডি' আগুস্টিনো৷ বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় সবাই চান পদক জয়ের হাসি নিয়ে দেশে ফিরতে৷ পদক না জিতলেও নিজের সেরা পারফরম্যান্সটুকু অন্তত দিতে চানই সবাই৷ কিন্তু ছোট্ট এক দুর্ঘটনার জন্য শেষ পর্যন্ত কোনো রকমে দৌড় শেষ করতে পারলেও নিজেদের সেরা টাইমিংয়ের কাছাকাছিও যেতে পারেননি তাঁরা৷

তবুও ৫ হাজার মিটারে সোনা, রূপা আর ব্রোঞ্জ পদক যাঁরা জিতেছেন, তাঁদের চেয়ে অনেক বেশি প্রশংসা পাচ্ছেন, অনেক বেশি ভালোবাসায় সিক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের অ্যাবে ডি আগুস্টিনো এবং নিউজিল্যান্ডের নিকি হ্যাম্বলিন৷

অলিম্পিকে খেলোয়াড়সুলভ মনোভাবের উজ্জ্বলতম দৃষ্টান্ত হয়ে সবার ভালোবাসা জয় করেছেন তাঁরা৷ দৌড় শুরুর পরই ঘটে ঘটনাটা৷ দৌড়বিদদের ভিড়ে পায়ে পায়ে লেগে পড়ে যান দু'জন৷ উঠতেই পারছিলেন না, দৌড়াবেন কি! একসময় যুক্তরাষ্ট্রের অ্যাবে ডি'আগুস্টিনো কোনোরকমে উঠে দাঁড়ালেন৷ দাঁড়িয়েই নিজে দৌড় শুরু করেননি৷ নিকি হ্যাম্বলিনের কাছে গিয়ে বলেছেন, ‘‘ওঠো, অলিম্পিকে এসেছি আমরা, দৌড়টা শেষ করতে হবে৷''

উঠে দাঁড়ালেন নিকি৷ দৌড় শুরু করলেন৷ কিন্তু অ্যাবে ডি'আগুস্টিনো পারছিলেন না৷ হাঁটুতে ভয়ানক ব্যথা৷ তাঁর পক্ষে তখন দৌড়ানো অসম্ভব৷ নিকি তাঁকে ধরে ধরে দৌড়াতে সহায়তা করলেন৷ তারপর নিজেও শুরু করলেন দৌড়৷

ততক্ষণে সব ক্যামেরা পদক জয়ের দৌড়ে এগিয়ে থাকা প্রতিযোগীদের পাশাপাশি মানবিক এবং খেলোয়াড়সুলভ আচরণে অনন্য দুই ক্রীড়াবিদের প্রতিও মনোযোগী হয়েছে৷ দেখা গেল, ট্র্যাক অ্যান্ড ফিল্ডে অন্যতম সেরা দেশ যুক্তরাষ্ট্রের প্রতিযোগী হয়েও সবার শেষে দৌড় শেষ করছেন অ্যাবে ডি আগুস্টিনো৷ দৌড় শেষে হুইল চেয়ারে বসে হাসপাতালে যেতে হলো তাঁকে৷

হাসপাতালে তাঁকে দেখতে গিয়েছিলেন নিকি হ্যাম্বলিন৷ প্রতিযোগিতার ট্র্যাকে দুঃসময়ের সাথী হয়ে তাঁরা এখন পরস্পরের বন্ধু৷ তাই ভালো সময়ই কেটেছে দুঁজনের৷ সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে দু'জনই বলেছেন, ভবিষ্যতেও এমন ঘটলে আবার মানুষের প্রতি মানুষের ভালোবাসাকেই বড় করে দেখবেন, আবারও হবেন খেলোয়াড়সুলভ আচরণের উজ্জ্বল দৃষ্টান্ত৷

পদক অনেকেই জিতেছেন, জিতবেনও অনেকে৷ কিন্তু নিকি হ্যাম্বলিন আর অ্যাবে ডি' আগুস্টিনোর মতো কি সবাই হতে পারবেন?

এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ