1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা বাংলা ব্লগ পুরস্কার জিতলো আলী মাহমেদ-এর ব্লগ

১৫ এপ্রিল ২০১০

অবশেষে বেস্ট অফ ব্লগস বা সেরা ব্লগ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করলো ডয়চে ভেলে৷ যাতে ইংরেজি ব্লগ 'উশাহিদি' জিতে নিলো শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার৷ আর আলী মাহমেদ-এর ব্লগ উঠে এলো শ্রেষ্ঠ বাংলা ব্লগ হিসেবে৷

ব্যাপারটা কিন্তু এতো সহজ ছিল না৷ কারণ, এবছরের বেস্ট অফ ব্লগস (সংক্ষেপে ববস্) প্রতিযোগিতায় শুধু যে ১১টি ভাষা অংশগ্রহণ করেছিল - তাই নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে জমা পড়েছিল মোট ৮,৩০০টি ব্লগ৷ আর সেই বিশাল সংখ্যক ব্লগ থেকে ববস্-এর নির্বাচক দল প্রাথমিকভাবে মনোনীত করেছিল ১৮৭টি ব্লগকে৷ তারপর, সেই তালিকা থেকেই গত দুদিন যাবত চূড়ান্ত বিজয়ীদের বাছাই করার কাজে কোমর বেঁধে নেমে পড়েছিলেন বিচারকমন্ডলী৷

শেষ পর্যন্ত বৃহস্পতিবার সন্ধ্যায়, অবসান ঘটলো সেই দীর্ঘ প্রতিক্ষার৷ রি:পাবলিকা ইন্টারনেট সম্মেলনের অংশ হিসেবে রাজধানী বার্লিনের বিখ্যাত ফ্রিডরিখ্সস্টাটপালাস্ট প্রেক্ষাগৃহে ‘‘The BOBs - The truth about the international blogosphere'' অনুষ্ঠানে একে একে ঘোষণা করা হলো ২০১০ সালের ববস্ বিজয়ীদের নাম৷

আন্তর্জাতিক স্তরে বা মিশ্র ভাষার ক্যাটেগরিতে, শ্রেষ্ঠ ওয়েব্লগ-এর পুরস্কার পেল 'উশাহিদি'| আপাতদৃষ্টিতে এটি একটি ইংরেজি ব্লগ হলেও, ব্লগটির জন্ম হয়েছিল কেনিয়ায়৷ ইংরেজি ভাষার জুরি মার্ক গ্লেসার-এর কথায়, ''২০০৮ সালের নির্বাচনের পর দেশ জুড়ে নানা ধরণের সংঘাতের ঘটনা ঘটে চলছিল কেনিয়ায়৷ কারুর বোঝার উপায় ছিল না, ঠিক কি ঘটে চলেছে৷ তখন কয়েকজন ব্লগার মিলে ম্যাপের আকারে একটি 'ওপেন সোর্স প্ল্যাটফর্ম' গঠন করে| যার মাধ্যমে দেশের কোন জায়গায় সংঘাতের ঘটনা ঘটলে, তা খুব সহজেই এসএমএস বা ই-মেলের মাধ্যমে অন্যদের জানানো সম্ভব হয়৷ সম্ভব হয় সমস্যা নির্ণয়ের পর তার দ্রুত সমাধানও৷''

আলী মাহমেদছবি: DW

এই প্রথম, বিশ্বের অন্যতম বড় এই আসরে যুক্ত হয় বাংলা ভাষা৷ চূড়ান্ত বিজয়ী নির্ধারণের সময় বাংলা ভাষার বেশ কয়েকটি ব্লগ ভালোভাবেই বিবেচনায় জায়গা করে নেয়৷ বিশেষ করে জলবায়ু পরিবর্তন বিষয়ক ব্লগ ‘বাংলাদেশ বাঁচলেই বিশ্ব বাঁচবে'৷ ব্লগটি শেষ পর্যন্ত লড়াই করে ক্লাইমেট চেঞ্জ ব্লগ ক্যাটেগরিতে৷ কিন্তু শেষমেষ, ৩৯ শতাংশ ভোট আর ৩৪টি মন্তব্য নিয়ে দ্বিতীয় স্থানে জায়গা করে নিতে হয় ব্লগটিকে৷ একই রকম ভাবে উন্নয়নটিভি, লুব্ধলোক, অমি-পিয়াল ব্লগসহ আরো কয়েকটি ব্লগ চূড়ান্ত পর্যায়ের তীব্র প্রতিযোগিতায় অংশ নেয়৷

তবে ভাষা অনুযায়ী সেরা বাংলা ব্লগের পুরস্কারটি জিতেছেন, কে বলুনতো? বাংলা ব্লগের শুরুটা যাদের হাত ধরে, তাদেরই একজন তিনি৷ বাংলা ব্লগকে ইন্টারনেট ব্যবহারকারীদের কাছে আরো পরিচিত করতে, একইসঙ্গে অন্যদের লিখতে উৎসাহিত করতেও তাঁর অবদান অসামান্য৷ মানুষের বাস্তব জীবনের নানা ছবি চমৎকার লেখার মাধ্যমে ফুটিয়ে তুলতে পারেন তিনি৷ কি, বোঝা যাচ্ছে তিনি কে? তিনি হলেন আলী মাহমেদ৷ বিশ্বের ইতিহাসে তিনিই প্রথম বাঙালি ব্লগার, যিনি ডয়চে ভেলের সেরা ব্লগ প্রতিযোগিতায় বিজয়ী হলেন৷

তাঁকে অভিনন্দন জানিয়ে বাংলা ভাষার জুরি বাংলাদেশের অন্যতম ব্লগ সাইট সামহোয়ারইন ব্লগ ডট নেট থেকে আসা সৈয়দা গুলশান ফেরদৌস জানা বলেন, ''সাহিত্য মর্যাদা কতোখানি, সাহিত্যের মান কতোখানি - এই সব বিবেচনার চেয়েও বড় কথা যে, ব্লগিং একটা আলাদা কমিউনিটি, ব্লগিং একটা আলাদা জায়গা৷ তাই ব্যাপারটা হলো ঐখানে স্থান করে নেওয়া| অর্থাৎ গ্রহণীয়তা৷ সেই দিক থেকে আলী মাহমেদ খুব আন্তরিকতার সঙ্গে ব্লগিং করেন এবং খুবই জনপ্রিয়৷ ওনার মেধা এবং ওনার সেন্স অফ হিউমার এতো শার্প যে খুব ভাল আলোচনা হয় ওনার ব্লগে৷ এছাড়া, উনি একাধিক বই লিখেছেন৷ বাংলা ব্লগিং নিয়েও সম্প্রতি একটা বই ওনার প্রকাশিত হয়েছে৷ তাই আমি বলবো যে, বাংলা ব্লগিং-এ ওঁর যথেষ্ট অবদান আছে অন্যান্যদের পাশাপাশি৷''

জানা-র কথায়, ''আমরা পুরস্কার পাইনি (অন্যান্য ক্যাটেগরিতে), অন্যরা পেয়েছে৷ কিন্তু আমরা কমপিট করেছি৷ খুব ভাল আলোচনা হয়েছে সবার সাথে৷ এখানে সবার খুব নিরপেক্ষ ভোটের ব্যাপার ছিল৷ আমিও তাতে অংশ নিয়েছি৷ আনন্দের সঙ্গে আমি অন্য কোন ব্লগকে ভোট দিয়েছি৷ তাই পরবর্তীতে ভাল ভাল ব্লগ নিয়ে আবার আসবো৷ বারবার আসবো৷ এবং প্রতিযোগিতা করবো৷ আমরা, বাংলা ব্লগাররা৷''

প্রতিবেদক : দেবারতি গুহ, বার্লিন

সম্পাদনা : আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ