1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ব্লগ অনুসন্ধানের প্রতিযোগিতা ‘দ্য ববস’ - অনলাইন মনোনয়ন প্রক্রিয়া শুরু

২২ মার্চ ২০১১

মঙ্গলবার, ২২শে মার্চ ডয়চে ভেলে তার আন্তর্জাতিক ব্লগ পুরস্কারের ওয়েবসাইট www.thebobs.com এ ১৮৭টি মনোনয়ন প্রকাশ করেছে৷

সেরা, ব্লগ, অনুসন্ধান, প্রতিযোগিতা, ‘দ্য ববস’, অনলাইন, মনোনয়ন, প্রক্রিয়া, শুরু, Bobs, Blog, Germany, Deutsche, Welle, ডয়চে ভেলে,
দ্য ববস ২০১১ এর লোগো

গোটা বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা গত কয়েক সপ্তাহ ধরে ১১টি ভাষায় ও ৬টি ক্যাটাগরিতে প্রায় ২,১০০ প্রস্তাব পেশ করেন৷ যার মধ্যে বিচারকমণ্ডলীর আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সদস্যরা প্রতিটি ক্যাটাগরিতে মোট ১১ জনকে মনোনীত করেন৷ এবার ইন্টারনেট ব্যবহারকারীদের ভোট দেওয়ার পালা৷ তারা ১১ই এপ্রিল পর্যন্ত নিজেদের পছন্দমতো প্রার্থীদের বেছে নিতে পারবেন৷ অর্থাৎ একদিকে বিচারকমণ্ডলী, অন্যদিকে ইন্টারনেট ব্যবহারকারীদের পছন্দের ভিত্তিতে পুরস্কার দেওয়া হবে৷

বিভিন্ন সোশাল নেটওয়ার্ক ও ডিজিটাল মাধ্যম কাজে লাগিয়ে যেসব ব্লগার গণতন্ত্র, মুক্ত চিন্তা ও মানবাধিকার আরও শক্তিশালী করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তাদের অভিযানগুলির মধ্য থেকে সেরা উদ্যোগ বেছে নেওয়া হবে৷ প্রসঙ্গত এই প্রথম চালু করা হচ্ছে ‘বেস্ট সোশাল অ্যাক্টিভিজম ক্যাম্পেন'৷ তবে কোনো সংস্থার বিপণন অভিযান এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না৷

এছাড়া অন্যান্য ক্যাটাগরিগুলি হলো সেরা ব্লগ, সামাজিক সচেতনতায় প্রযুক্তি, সীমানাবিহীন সাংবাদিক পুরস্কার (রিপোর্টার উইদাউট বর্ডার্স), মানবাধিকার এবং ভিডিও চ্যানেল৷ জার্মান ও ইংরাজি ছাড়াও বাংলা, আরবী, চীনা, ফার্সি, ফরাসি, ইন্দোনেশীয়, পর্তুগিজ, রুশ ও স্প্যানিশ ভাষার ব্লগ এবারের প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷

দ্য ববস ২০১০ এর বিজয়ীরাছবি: DW

এই পুরস্কারের মাধ্যমে ডয়চে ভেলে গোটা বিশ্বে মত প্রকাশের অধিকার ও সংবাদ মাধ্যমের স্বাধীনতাকে আরও শক্তিশালী করতে চায়৷ সেইসঙ্গে এই প্রতিযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক ব্লগিং জগতের বৈচিত্রও ফুটে উঠছে৷

২২শে মার্চ থেকে ১১ই এপ্রিল বিজেতাদের বেছে নেওয়া হবে৷ ১২ই এপ্রিল বন শহরে ডয়চে ভেলের দপ্তরে তাঁদের নাম ঘোষণা করা হবে৷

বিচারকমণ্ডলীর সদস্যরা যেসব বিজেতাদের নাম ঘোষণা করবেন, আগামী ২০শে জুন বন শহরে ‘গ্লোবাল মিডিয়া ফোরাম' সম্মেলনে তাঁরা পুরস্কার গ্রহণ করবেন৷ তিন দিনের এই সম্মেলনে এবারের বিষয় ‘মানবাধিকার ও বিশ্বায়ন – সংবাদ মাধ্যমের জন্য চ্যালেঞ্জ'৷

ডয়চে ভেলের বাংলা ভাষার এবারকার বিচারক রেজওয়ানুল ইসলাম জানান, ববস্'এর নতুন ওয়েবসাইটে'র ব্যবহার বেশ সহজ এবং সাবলীল৷ তিনি বলেন, ‘‘আমি দ্য ববস ডটকম সাইটটিতে গিয়েছি এবং নিজেও দু'য়েকটি ব্লগ নমিনেট করে দেখেছি৷ আমার কাছে এই প্রক্রিয়া বেশ সহজ মনে হয়েছে৷''

উল্লেখ্য, গত বছর ডয়চে ভেলের সেরা বাংলা ব্লগ পুরস্কারটি জয় করেন আলী মাহমেদ৷ এবছর আবারো প্রতিযোগিতা শুরুর খবরে বেশ উচ্ছ্বসিত তিনি৷ চাইছেন, তাঁর মতো অন্য কেউ জয় করুক এ আসর৷

এবারের ব্লগ প্রতিযোগিতার সহযোগীরা হলেন Clarin.com, Gooya News, Lenta.ru এবং Lainformacion.com৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য