1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ব্লগ অনুসন্ধান

১৩ ফেব্রুয়ারি ২০১২

বছর ঘুরে আবারো শুরু হলো ডিডাব্লিউ’র সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা৷ এবছর এই প্রতিযোগিতার জন্য তৈরি করা হয়েছে বাংলা ওয়েবসাইট৷ নতুন সাইটে খুব সহজেই ব্লগ মনোনয়ন জমা দেওয়া যাবে৷ ঠিকানা: www.thebobs.com/bengali

ছবি: Fotolia/Claudia Paulussen

বব্স মানে সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতা৷ ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় গত দু'বছর ধরে রয়েছে বাংলা ভাষা৷ এবারও তার ব্যতিক্রম হয়নি৷ ১৩ই ফেব্রুয়ারি থেকে বব্স'এর ওয়েবসাইটে ব্লগ মনোনয়ন শুরু হয়েছে৷ আপনি আপনার পছন্দের ব্লগ সাইটটি মনোনয়ন করতে পারেন খুব সহজেই৷ এজন্য বব্স'এর ওয়েবসাইটে লগ-ইন করুন ফেসবুক, টুইটার, ওপেনআইডি, শিনা উইবো কিংবা ভি-কন্টাক্ট ব্যবহার করে৷ এরপর যে ব্লগ সাইটটি আপনি মনোনয়ন করতে চান, সেটির লিংক যোগ করুন নির্দিষ্ট ঘরে৷

১১ ভাষায় মনোনয়ন

গতবছরের মতো এবারো বব্স'এ ১১টি ভাষার ওয়েবসাইট মনোনয়ন দেওয়া যাচ্ছে৷ ভাষাগুলো হচ্ছে আরবি, বাংলা, চীনা, ইংরেজি, ফরাসি, জার্মান, ইন্দোনেশীয়, ফার্সি, পর্তুগিজ, রাশিয়ান এবং স্প্যানিশ৷ বব্স এর ওয়েবসাইট www.thebobs.com সাইটটিও এবার থাকছে এগারোটি ভাষায়৷

দুই ধরনের সম্মাননা

এবছর জুরি মণ্ডলীর খানিকটা পরিবর্তন করা হয়েছে৷ তবে আলাদা আলাদাভাবে ‘ইউজার প্রাইজ' এবং ‘জুরি অ্যাওয়ার্ড' থাকছে আগের মতোই৷ আসলে অনলাইন ভোটাভুটি এবং জুরি'র বাছাইয়ের মাধ্যমে বিজয়ী নির্ধারণের এই প্রক্রিয়া এটাই নিশ্চিত করে যে, বব্স সেরা ব্লগ, ওয়েবসাইট এবং ক্যাম্পেইনগুলোকেই সম্মাননা প্রদান করছে৷ এবং এটা শুধুমাত্র অনলাইন জনপ্রিয়তার ভিত্তিতে নির্ধারিত কোন প্রতিযোগিতা নয়৷

বার্লিনে বৈঠক

চলতি বছরের প্রতিযোগিতায় বিজয়ী নির্ধারণে জুরি বৈঠক বসবে জার্মানির রাজধানী বার্লিনে৷ বিভিন্ন ভাষার বিচারকরা বার্লিন বৈঠকে আলোচনা, নিজেদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে চূড়ান্ত বিজয়ীদের নির্ধারণ করবেন৷ বব্স এর অষ্টম আসরে বাংলা ভাষার জুরি প্রখ্যাত আলোকচিত্রী এবং ব্লগার ড. শহীদুল আলম৷ চলতি আসর সম্পর্কে তিনি বলেন, ‘‘যেহেতু বাংলা ব্লগিংয়ের সুযোগ রয়েছে এবং এই বিষয়ে একটা বিশেষ পুরস্কারের সুযোগ রয়েছে, এই সুযোগটা কাজে লাগানো অবশ্যই দরকার৷ আমি আশা করব শুধু বাংলাদেশে নয়, বাংলা ভাষায় যতজন ব্লগিং করেন, তারা সকলেই কোন না কোনভাবে এটায় অংশগ্রহণ করবেন৷ এবং শুধু অংশগ্রহণই করবেন না, অন্যান্যদেরকে এটা সম্পর্কে জানাবেন৷ এটার ভিত্তিতে আমার মনে হয়, আমরা যে ব্লগিংয়ে এতটা সক্রিয়, সেটা জানানো যাবে''৷

শহীদুল আলম বলেন, ‘‘যেখানে গণমাধ্যমে এতরকমের বাধাবিপত্তি, সেখানে ব্লগিংয়ের মাধ্যমে একটি বলিষ্ঠ ভূমিকা রাখা সম্ভব৷ বিশেষ করে আমি মনে করি, সমাজে পরিবর্তন আনার ক্ষেত্রে৷ এবং এই সুযোগটা হারানো উচিত নয়''৷

১৭টি বিভাগ

এবছর ব্লগ প্রতিযোগিতায় থাকছে ১৭টি বিভাগ৷ এরমধ্যে ছয়টি বিভাগ মিশ্র ক্যাটেগরি, মানে এক্ষেত্রে প্রতিযোগিতা হবে বিভিন্ন ভাষার ব্লগের মধ্যে৷ আর ১১টি বিভাগ থাকছে ভাষাভিত্তিক এবং এক্ষেত্রে বিজয়ী নির্ধারণ করা হবে অনলাইন ভোটিং'এর মাধ্যমে৷ এবার স্পেশাল টপিক অ্যাওয়ার্ড'এর বিষয় হচ্ছে সংস্কৃতি এবং জনশিক্ষা৷ ২০১২ সালের গ্লোবাল মিডিয়া ফোরামের থিমও এটি৷ তবে অন্যান্য বিষয়, যেগুলো গত বছরও ছিল, সেগুলো এবারও থাকছে৷

২০১১ সালে ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় বাংলা ভাষায় সেরা ব্লগ নির্বাচিত হয় আরিফ জেবতিক'এর ব্লগ৷ ব্লগ প্রতিযোগিতা সম্পর্কে তিনি বলেন, ‘‘বব্স প্রতিযোগিতা ব্লগিং জগতে চমৎকার উৎসাহ উদ্দীপনা দিচ্ছে, সবাইকে এই প্রতিযোগিতার দিকে আগ্রহী করে তুলেছে৷ এটা ভালো ব্লগার তৈরিতে ভূমিকা রাখছে''৷

একনজরে সময়সূচি

এবার একনজরে জেনে নেওয়া যাক, এই প্রতিযোগিতার সময়সীমা সম্পর্কে৷ ১৩ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলবে মনোনয়ন প্রক্রিয়া৷ এরপর ২ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত অনলাইন ভোটাভুটি'র ব্যবস্থা থাকবে৷ জুন মাসের ২৬ তারিখে বন শহরে অনুষ্ঠিতব্য গ্লোবাল মিডিয়া ফোরামে জুরি অ্যাওয়ার্ড বিজয়ীদের পুরস্কৃত করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ