1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ব্লগ প্রতিযোগিতার বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া

৬ এপ্রিল ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটিং এবং বিজয়ী নির্ধারণ প্রক্রিয়া নিয়ে সম্প্রতি আমরা কিছু প্রশ্নের মুখোমুখি হয়েছি৷ বিজয়ী নির্ধারণের প্রক্রিয়া কিন্তু গোপনীয় কোন বিষয় নয়৷

সেরা ব্লগ প্রতিযোগিতার লোগো

ব্লগ নথিভুক্ত করা এবং বিচারকের বাছাই

প্রতিযোগিতার প্রথম পর্যায়ে আমরা আমাদের ওয়েবসাইট thebobs.com -এ বিভিন্ন ব্লগ ঠিকানা নথিভুক্ত করার সুযোগ দিয়ে থাকি৷ ১৭টি ক্যাটেগরিতে ১১টি ভাষায় যে কেউ ব্লগ ঠিকানা জমা দিতে পারেন৷ নির্দিষ্ট সময়ের পর জমা পড়া ব্লগ ঠিকানাগুলো আলাদা আলাদা ভাষার বিচারকদের কাছে পাঠানো হয়৷ বিচারকরা এই তালিকা থেকে ক্যাটেগরি অনুযায়ী চূড়ান্ত প্রতিযোগীদের বাছাই করেন৷ মিশ্র ভাষার ৬টি ক্যাটেগরিতে প্রতিটি ভাষা থেকে কমপক্ষে একটি ব্লগ জায়গা পায়৷ আর নির্দিষ্ট ভাষা ক্যাটেগরিতে একই ভাষার ১১টি ব্লগকে জায়গা দেওয়া হয়৷ 

দু'ধরনের বিজয়ী

বিচারকদের বাছাই করা প্রতিযোগীদের নিয়ে অনলাইন ভোটাভুটি'র আয়োজন করা হয়৷ মনে রাখতে হবে, ডয়চে ভেলের প্রতিযোগিতায় দু'ধরনের বিজয়ী নির্ধারণ করা হয়৷ একটি হচ্ছে ‘ইউজার প্রাইজ' এবং অপরটি ‘জুরি অ্যাওয়ার্ড'৷ ২০০৪ সাল থেকেই এই দুই ধরনের বিজয়ী নির্ধারণের রেওয়াজ চালু রয়েছে৷ 

জুরি অ্যাওয়ার্ড

ডয়চে ভেলের এই প্রতিযোগিতায় ১১টি ভাষার প্রতিটির জন্য একজন করে বিচারক রয়েছেন৷ বিচারকরা একটি বৈঠকে সম্মিলিতভাবে জুরি অ্যাওয়ার্ড এর জন্য চূড়ান্ত বিজয়ী নির্ধারণ করে থাকেন৷ ব্যক্তিগতভাবে কোন বিচারক বিজয়ী নির্ধারণ করতে পারেন না৷  বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিচারকদের বাছাই করা হয়৷ যেমন, বাংলা ভাষার এবছরের বিচারক হচ্ছেন রেজওয়ানুল ইসলাম৷ এবছর ছয়টি মিশ্র ক্যাটেগরিতে ‘জুরি অ্যাওয়ার্ড' প্রদান করা হবে৷

ইউজার প্রাইজ স্বচ্ছ রাখার চেষ্টা

অনলাইন ভোটাভুটির মাধ্যমে সতেরটি ক্যাটেগরিতে ‘ইউজার প্রাইজ' বিজয়ী নির্বাচন করা হয়৷ এই অনলাইন ভোটাভুটির প্রক্রিয়ায় বিভিন্ন সময় পরিবর্তন আনা হয়েছে৷ বর্তমানে আমরা অনলাইন সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক এবং টুইটার ব্যবহার করে ভোট প্রদানের ব্যবস্থা রেখেছি৷ শুধু আমরাই এই প্রক্রিয়া অনুসরণ করছি না, বরং আরো অনেক অনলাইন প্রতিযোগিতায় এইভাবেই ভোট প্রদানের সুযোগ রয়েছে৷ যেমন এসএক্সএসডব্লিউ'র পিপলস চয়েস অ্যাওয়ার্ড, ম্যাশেবল ওপেন ওয়েব অ্যাওয়ার্ড, ফিলিপাইনস ওয়েব অ্যাওয়ার্ডস এবং দক্ষিণ আফ্রিকার ব্লগ অ্যাওয়ার্ডসে এভাবেই ভোট প্রদানের সুযোগ রাখা হয়েছে৷ এটাই বর্তমানে মানসম্পন্ন অনলাইন ভোটিং ব্যবস্থা৷

গত বছরের বিজয়ীরাছবি: DW

আইপি ব্যবস্থায় ভোটিং

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় আইপি নির্ভর ভোটিং ব্যবস্থা রাখা হয়নি৷ আমরা ভেবেচিন্তেই এই প্রক্রিয়া থেকে দূরে রয়েছি৷ আমরা মনে করি, আইপি প্রক্রিয়ায় অনেক মানুষই ভোট প্রদানের সুযোগ থেকে বঞ্চিত হবেন৷ কেননা বিশ্বের অনেক স্থানে এখনো বাসাবাড়ি, সাইবার ক্যাফে, বিশ্ববিদ্যালয়ে কিংবা অফিস আদালতে শেয়ারড ইন্টারনেট সংযোগ ব্যবহার করা হয়৷ আমরা এটাও স্বীকার করি যে, ফেসবুক এবং টুইটার বিশ্বব্যাপী জনপ্রিয় হলেও এখনো অনেকে এই দুটি মাধ্যম ব্যবহার করেন না৷ তাই, ভবিষ্যতে অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে ভোট প্রদানের ব্যবস্থাও রাখব আমরা৷

ভোটিং এখনো চলছে

ডয়চে ভেলের এবছরের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার ভোটাভুটি এখনো চলছে৷ thebobs.com ঠিকানায় ১১ই এপ্রিল অবধি আপনার পছন্দের ব্লগকে ভোট প্রদানের সুযোগ রয়েছে৷ তাই, আপনার পছন্দের ব্লগটি ‘ইউজার প্রাইজ' জয়ের দৌড়ে পিছিয়ে থাকলেও সেটিকে ভোট প্রদান অব্যাহত রাখুন৷

ডয়চে ভেলে ববস্ টিম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ