1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা ব্লগ বিভাগে কঠিন লড়াইয়ে সাবরিনা

৩১ মার্চ ২০১১

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ সেরা ব্লগ বিভাগে কঠিন লড়াই করছেন সাবরিনা৷ এই মুহূর্তে তাঁর পক্ষে ভোট ৩০ শতাংশ, প্রতিদ্বন্দ্বী আরবি ভাষার ব্লগের পক্ষে ভোট রয়েছে ৩১ শতাংশ৷

সাবরিনার বাংলা ব্লগছবি: sabrina.amarblog.com

আর কিছু ভোট পেলেই সাবরিনা চলে যেতে পারেন শীর্ষ অবস্থানে৷ এরপর সেই অবস্থান ১১ই এপ্রিল পর্যন্ত ধরে রাখতে পারলে, ইউজার ভোটে জয় পাবেন তিনি৷ এই প্রতিযোগিতার অন্যান্য বিভাগেও লড়াই অব্যাহত রেখেছেন বাংলা ব্লগাররা৷ আদিবাসী বাংলা ব্লগ ৩৫ শতাংশ ভোট নিয়ে মানবাধিকার বিভাগে শীর্ষে অবস্থান করছে৷ বাংলা ব্লগারদের ভোট দিতে ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইটে৷

এদিকে, বাংলা প্রতিযোগিদের পক্ষে ভোট চেয়ে বিভিন্ন ব্লগ সাইটে লিখছেন ব্লগাররা৷ গত বছরের বিজয়ী আলী মাহমেদ লিখেছেন, দেশের জন্য ভোট ভিক্ষা চাই৷ নজরুল ইসলাম এর নিবন্ধের শিরোনাম, ব্লগমত নির্বিশেষে মেহেদীকে ভোট দেই চলুন৷ রেজোওয়ানা লিখেছেন, আন্তর্জাতিক ব্লগ প্রতিযোগিতায় সামহোয়ারইন এর ব্লগার ইমন জুবায়ের কে ভোট দিন৷ এভাবে বাংলা ব্লগাররা প্রতিযোগিদের জন্য ভোট সংগ্রহের সর্বাত্মক চেষ্টা করছেন৷

বাংলা ব্লগারদের ভোট দিতে ভিজিট করুন: www.thebobs.com ওয়েবসাইটছবি: picture-alliance/dpa

ডয়চে ভেলের সেরা ব্লগ অনুসন্ধান প্রতিযোগিতায় কাঙ্খিত ব্লগারকে ভোট প্রদান বেশ সহজ৷ এজন্য ভিজিট করুন: thebobs.com ওয়েবসাইট৷ এরপর সেখানে লগ ইন করুন ফেসবুক বা টুইটার আইডি দিয়ে৷ সাইটটির ‘‘ইন দ্য ক্যাটেগরি'' ঘরে পছন্দের বিভাগ নির্বাচন করুন এবং ‘‘আই ভোট ফর'' ঘরে বাংলা ব্লগারদের খুঁজে নিন৷ ঠিকঠাক বাছাইয়ের পর চেপে দিন ভোট বোতাম৷

এই প্রতিযোগিতার ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ফর সোশ্যাল গুডস' বিভাগে লড়ছেন মেহেদী হাসান খান৷ ‘বেস্ট সোশ্যাল এক্টিভিজম ক্যাম্পেইন'-এ আছেন অমি রহমান পিয়াল৷ রিপোটার্স উইদআউট বডার্স বিভাগে লড়ছেন আবু সুফিয়ান৷ আর বেস্ট ভিডিও চ্যানেল-এ লড়ছেন শাহজাহান সিরাজ৷ তাদেরকে ভোট দেওয়া যাবে ১১ই এপ্রিল পর্যন্ত৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: জাহিদুল হক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ