1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা যৌন আবেদনময়ী নারী কাটরিনা

৮ জুন ২০১১

একবার নয়, দুবার নয়, এই নিয়ে মোট তিনবার, বিশ্বের সেরা যৌন আবেদনময়ী নারী হিসেবে নিজেকে তুলে ধরলেন বলিউড তনয়া কাটরিনা কাইফ৷ পুরুষদের পত্রিকা বলে খ্যাত - এফএইচএম’এর ভারতীয় শাখায় তিনিই শ্রেষ্ঠ৷

কাটরিনা কাইফছবি: UNI

কাটরিনা কাইফ কী সুন্দরী? এ প্রশ্নের উত্তরে, নারী-পুরুষ নির্বিশেষে সবাই হাত তুলে একবাক্যে নিশ্চয়ই বলবেন, অবশ্যই! তবে শুধু সৌন্দর্যের বিচারে নয়, এই মুহূর্তে বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কাটরিনা৷ তার ওপর, ‘শীলা, শীলা কি জাওয়ানি' গানটির জনপ্রিয়তা ও এর সঙ্গে কাটরিনার দুর্দান্ত নাচ – তাঁর যৌন আবেদনকে পৌঁছে দিয়েছে একেবারে ধরা ছোঁয়ার বাইরে৷ কাটরিনার নিজের কথায়, ‘‘যৌন আবেদন কেবল সুন্দর চেহারা আর শারীরিক গড়ন দিয়েই হয় না৷ বরং একজন আত্মবিশ্বাসী নারীই হন সবচেয়ে বেশি আবেদনময়ী৷''

এখানে বলতেই হচ্ছে, এফএইচএম'এর এই সেরা যৌন আবেদনময়ী নারী বাছাই করার প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় অনলাইন এবং এসএমএস ভোটিং'এর মাধ্যমে৷ এতে প্রায় ৩৫ হাজার মানুষ অংশগ্রহণ করে৷ আর ‘গুগল-সার্চে' একেবারে শীর্ষে থাকা কাটরিনা খুব সহজেই জিতে যান এ খেতাব৷ গত ১৭ বছরে তিনিই একমাত্র ভারতীয় নারী, যিনি তিন-তিনবার এই পুরস্কার পেলেন৷ এর আগে, ২০০৮ এবং ২০০৯ সালে এফএইচএম'এর নির্বাচনে শ্রেষ্ঠ বিবেচিত হন কাটরিনা৷ এ বছর, কাটরিনা কাইফ'এর পরেই ছিলেন আর এক বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন৷

উল্লেখ্য, বলিউডের নায়িকা হলেও ক্যাটরিনার জন্ম কিন্তু ভারতে নয়৷ তিনি জন্মেছেন হংকং'এ৷ ছেলেবেলা কাটে হাওয়াই দ্বীপে৷ এবং একসময় তিনি পাড়ি দেন ইংল্যান্ডে৷ তবে বর্তমানে, ভারতেই তাঁর সব৷ অসংখ্য ভারতীয়'র তিনিই ধরা-ছোঁয়ার বাইরের সেই ‘শীলা'৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ