1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেরা সুন্দরী ‘গ্র্যাজিওলাইট', সেরা মেধাবী ‘রজার'

১১ আগস্ট ২০১০

গ্রীষ্মের রৌদ্রোজ্জ্বল দিনে অনিন্দ্য সুন্দর ভঙ্গিতে এসে হাজির হলো প্রতিযোগীরা৷ প্রথমবারের মতো নিজেদের সৌন্দর্য আর বুদ্ধিমত্তা প্রদর্শনের সুযোগ৷ তাই উৎসাহ-উদ্দীপনার শেষ নেই৷ খুব ঘষে-মেজে ঝকঝকে তকতকে করা হয়েছে দেহ অবয়ব৷

ছাগল বলে কি সৌন্দর্যবোধ নেই?ছবি: picture-alliance / dpa

গলায় নানা বাহারের সুদৃশ্য হার৷ মাথায় বাহারি ফিতা কিংবা ফুলের সাজ৷ নাদুসনুদুস ভঙ্গিতে বিচারকের সামনে দিয়ে পাছা দুলিয়ে চলেছে একে একে৷ কারণ বিচারকের মন জয় করতে পারলেই শিরে শোভা পাবে ‘মিস ফটোজেনিক', ‘মিস বিউটি' কিংবা ‘মিস ট্যালেন্টেড' খেতাব আর মুকুট৷ ভাবছেন এসব প্রতিযোগীর পোশাকের কথা বলা হচ্ছে না কেন? সেটির কি আদৌ কোন বালাই নেই? সত্যি, কারো পরনেই কিছু নেই৷ কারণ প্রতিযোগীদের কেউ তো মানুষ নয়৷ প্রতিযোগিতায় নেমেছে এক পাল ছাগল৷

সুইজারল্যান্ডেও ছাগলের কদর কম নয়ছবি: AP

আর এই মুকুটের লড়াইয়ে শুধু যে ছাগলরাই উত্তেজিত, তা নয় বরং উৎসাহ-উদ্দীপনা আর তুমুল আগ্রহ গোটা শহরবাসীর৷ চলছে বিতর্ক আর জল্পনা-কল্পনা – কার ছাগল পাবে এসব খেতাব? মালিকরা নাকি একে অপরের ছাগলের ব্যক্তিগত জীবন নিয়েও চালিয়েছেন গোয়েন্দাগিরি৷ এমনকি কারো ছাগল নেশা জাতীয় গুল্ম ‘ব্রুম' এর প্রতি আসক্ত কিনা সেটিও খোঁজ নিয়েছেন প্রতিপক্ষরা৷ শুধু তাই নয়, এসব নিয়ে তুমুল ঝড় উঠেছে ফেসবুকেও৷ সেখানে উত্তপ্ত বিতর্কে জড়িয়ে পড়েছেন ৫০০ ভক্ত৷

বিশ্রাম নিচ্ছে ছাগলের পালছবি: Maksim Nelioubin

প্রতিযোগীদের নাম থাকবে না তাতো হতে পারে না৷ সেরা পুরস্কারটি পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী ছিলেন চাষি ভিটাওটাস গেজনা৷ তাঁর দাবি, ‘‘সবারই বেশ সুন্দর সুন্দর ছাগল রয়েছে, কিন্তু আমারটি স্বয়ং নাওমি ক্যাম্পবেল৷'' সুপার মডেল নাওমির নামেই ডাকা হচ্ছে গেজনার ছাগলটিকে৷ তবে শেষ পর্যন্ত সেরা সুন্দরীর মুকুটটি নাওমি'র ভাগ্যে জোটেনি৷ মুকুটটি গেছে গ্র্যাজিওলাইটের শিরে৷ ফলে বেশ হতাশ চাষি গেজনা৷ তবে সুন্দরী গ্র্যাজিওলাইটের স্তন পছন্দ হয়নি দর্শকদের৷ তাই গ্যালারি থেকে এক দর্শকের মন্তব্য, ‘‘ও তো বড় হলে গাভী হয়ে যাবে৷'' যাহোক, সবচেয়ে বেশি বুদ্ধিমত্তা প্রদর্শন করে ‘মিস ট্যালেন্টেড' খেতাব জিতেছে ‘রজার দ্য গোট'৷ সে নাকি তার গায়ের উৎকট গন্ধ না ছড়ানোর ক্ষেত্রে বেশ সাফল্য পেয়েছে৷ আর তাতেই এমন পুরস্কার পেল রজার৷

প্রথমবারের মতো এই ছাগল সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করেছিল ছাগলপ্রেমী রামিগালা শহরের কর্তৃপক্ষ৷ এমনকি ঐ শহরের প্রতীক হিসেবেও ব্যবহার করা হয় ছাগল৷ আর সেকারণেই স্থানীয়রা এখনও শহরটিকে পুরনো নাম ‘ওজকাওস্টিস' বলে ডাকতেই বেশি পছন্দ করে৷ ‘ওজকাওস্টিস'এর অর্থ হচ্ছে ‘ছাগলনিবাস'৷ লিথুয়ানিয়ার এই শহরের মেয়র পোভিলাস জাগুনিসও স্বীকার করেছেন, এর আগে তাঁর শহরে এতো বেশি মানুষের সমাবেশ আর কখনই তিনি দেখেননি৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই
সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ