‘সেলফি’ তোলার চর্চা বেড়েই চলেছে৷ এমনকি নগ্ন হয়ে সেলফি তুলছেন তারকারা, সেসব আবার হ্যাকও হচ্ছে৷ তবুও বুঝি কারো মনে সেলফি তোলা নিয়ে আতঙ্ক নেই৷ আর এই সেলফি চর্চাকে আবারো জাগিয়ে দিতে নতুন ফোন বাজারে ছেড়েছে মাইক্রোসফট৷
বিজ্ঞাপন
স্মার্টফোনের বাজারে আইওস নির্ভর আইফোন কিংবা অ্যান্ড্রয়েড নির্ভর ফোনগুলোর চাহিদা অনেক৷ সে তুলনায় মাইক্রোসফটের উইন্ডোজ নির্ভর ফোন তেমন একটা সুবিধা করতে পারছে না৷ কিন্তু তাই বলে কি বসে থাকা চলে?
স্মার্টফোনের বাজারে নিজেদের অবস্থান তৈরি করতে মাইক্রোসফট ইতোমধ্যে কিনে নিয়েছে ফোন নির্মাতা প্রতিষ্ঠান নোকিয়া৷ গত বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি দু'টি নতুন মডেলের ফোন সেট প্রকাশ করেছে৷ লুমিয়া ব্র্যান্ডের ফোন দু'টিতে গুরুত্ব পেয়েছে সেলফি৷ নিজের ছবি নিজেই তোলার এই চর্চা ব্যবহারকারীরা যাতে আরো ভালোভাবে করতে পারেন সেটা বিবেচনায় রাখা হয়েছে৷
যে সাতটি ‘ভিডিও চ্যাট অ্যাপ’ আপনার স্মার্টফোনে থাকা উচিত
স্মার্টফোনের কারণে আজকাল শুধু অডিও নির্ভর ফোনালাপ কমে যাচ্ছে৷ বরং সেখানে জায়গা করে নিচ্ছে ভিডিও চ্যাট৷ এই ভিডিও চ্যাট করার জন্য আবার রয়েছে অনেক অ্যাপ৷ ‘সার্চ ইঞ্জিন জার্নালের’ বিবেচনায় সেরা সাতটি অ্যাপ পাবেন এখানে৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
উভু
ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেই ভিডিও চ্যাপ অ্যাপ উভু-তে লগ-ইন করা সম্ভব৷ তবে অ্যাপটির সবচেয়ে বড় মজা হচ্ছে, এটি আপনার ফেসবুক বন্ধুদের এবং আপনার স্মার্টফোনে থাকা কন্টাক্ট তালিকার মধ্যে সমন্বয় করে৷ একসঙ্গে ১২ জনের সঙ্গে চ্যাট করা যায় উভু ব্যবহার করে৷ আর অ্যাপটি ব্যবহারের জন্য বাড়তি কোনো খরচও নেই৷
ছবি: Fotolia/apops
স্কাইপ
স্কাইপ পৃথিবীর অন্যতম পুরনো এবং সম্ভবত সবচেয়ে পরিচিত ভিডিও অ্যাপ৷ এর ব্যবহারকারীর সংখ্যা ২৯৯ মিলিয়ন৷ শুধু ভিডিও চ্যাট নয়, স্কাইপ ব্যবহার করে ভয়েস চ্যাট, তাৎক্ষণিক ক্ষুদে বার্তাও পাঠানো সম্ভব৷
ছবি: picture-alliance/dpa
ট্যাঙ্গো
মূলত দু’টি কারণে ট্যাঙ্গো জনপ্রিয়৷ এটা ব্যবহার করা খুব সোজা এবং এটার জন্য কোনো আলাদা পাসওয়ার্ড দরকার হয় না৷ অর্থাৎ এটা ব্যবহারের জন্য শুধুমাত্র আপনার নাম, মোবাইল নম্বর এবং ই-মেল ঠিকানার প্রয়োজন হয়৷ তবে ‘বিজনেস কলে’-র জন্য অ্যাপটি ব্যবহার ঠিক নয়৷
ছবি: picture-alliance/dpa
হ্যাংআউটস
যেহেতু সবাই আজকাল গুগল ব্যবহার করেন, তাই হ্যাংআউটস ব্যবহারকারী খুঁজে পাওয়া আজ আর তেমন কোনো কষ্টের ব্যাপার নয়৷ গুগল-এর এই সেবা ব্যবহার করে একত্রে দশজন পর্যন্ত চ্যাট করতে পারেন৷ এটিতে ছবি এবং ‘ইমোজিস’ শেয়ার করারও অপশন রয়েছে৷
ছবি: DW
পিয়ার
ব্যবসায়িক চ্যাটের জন্য একটি ভিডিও অ্যাপ খুঁজছেন? নিশ্চিন্তে বেছে নিতে পারেন পিয়ার৷ প্রফেশনালদের নেটওয়ার্ক লিঙ্কডইনের সঙ্গে সহজেই যুক্ত করা যায় অ্যাপটি৷ এই মুহূর্তে অ্যাপটি আইটিউনস-এ সহজলভ্য৷
ছবি: Tencent
ভাইবার
একসঙ্গে চল্লিশজনের সঙ্গে চ্যাট করার সুযোগ দেয় ভাইবার৷ আর চ্যাট সম্পর্কিত সব কিছুই করা যায় এটা ব্যবহার করে৷ এমনকি চাইলে ফাইল শেয়ারও করতে পারেন ভাইবার-এর মাধ্যমে৷
ছবি: viber.com
ক্যামফ্রগ
অপরিচিত, নতুন কারো সঙ্গে চ্যাট করতে চাইলে ক্যামফ্রগ আদর্শ৷ বন্ধু-বান্ধব, পরিবারের সদস্য কিংবা পরিচিতজন ছাড়াও চ্যাট রুমে নতুনদের সঙ্গে গল্পগুজবের সুযোগ দেয় ক্যামফ্রগ৷ এটা অ্যান্ড্রয়েড, উইন্ডোস এবং আইওস – সবকটি ‘অপারেটিং সিস্টেম’-এর মাধ্যমেই ব্যবহার করা যায়৷
ছবি: Yuri Cortez/AFP/Getty Images
7 ছবি1 | 7
বিশেষ করে ৭৩০ মডেলটির সামনের দিকে যোগ করা হয়েছে পাঁচ মেগা পিক্সেল ক্যামেরা৷ এই ক্যামেরা আরো বেশি পরিষ্কার এবং উজ্জ্বল সেলফি তুলতে সক্ষম৷ ফোনটির পেছন দিককার ক্যামেরা দিয়েও তোলা যাবে সেলফি৷ সেক্ষেত্রে অবশ্য ছবি তোলার আগে ব্যবহারকারী নিজেকে দেখতে পাবেন না৷ তবে ফোনটিতে থাকা অ্যাপ স্বয়ংক্রিয়ভাবে চেহারা শনাক্ত করবে৷ ফলে সরাসরি না দেখলেও সেলফি ভালোই উঠবে৷
পাশাপাশি মাইক্রোসফটের ইন্টারনেট নির্ভর বিভিন্ন সেবাও থাকছে ফোন দু'টিতে৷ আইফোনের ভয়েস অ্যাপ ‘সিরি'-র মতো একটি সেবাও থাকছে এতে৷ দু'টো ফোনেই উইন্ডোজ ফোন ৮ অপারেটিং সিস্টেম ব্যবহার করা হয়েছে৷