তারকাদের নগ্ন ছবি প্রকাশের ঘটনাটি পুরোপুরি ‘উদ্দেশ্যমূলক আক্রমণ'৷ অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্সসহ বিনোদন জগতের বেশ কয়েকজন তারকার নগ্ন ছবি প্রকাশের বিষয়টি যাচাই করে এ কথাই বলেছে অ্যাপল৷
বিজ্ঞাপন
অস্কারজয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স, মডেল কেট আপটন, সংগীত শিল্পী অ্যাভ্রিল লাভিন, যুক্তরাষ্টের ফুটবল তারকা হোপ সোলোর মতো সেলেব্রিটির নগ্ন ছবি প্রকাশের বিষয়টি নিয়ে বিনোদন জগত এবং সংবাদমাধ্যমে বেশ তোলপার চলছে৷ কাজটি যে হ্যাকারদের, তা অনুমান করা সহজ৷ তবে কম্পিউটার, কম্পিউটার যন্ত্রাংশ ও সফটওয়্যার নির্মাণকারী প্রতিষ্ঠান ‘অ্যাপল ইনকর্পোরেট' শুধু অনুমান করে কথাটা বলেনি৷ যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠান এক বিবৃতিতে জানিয়েছে যে, বিষয়টি সম্পর্কে জানার সঙ্গে সঙ্গে প্রকৌশলীদের কেমন করে নন্দিত তারকাদের অস্বস্তিতে ফেলার মতো ঘটনাটি ঘটলো – তা খতিয়ে দেখার দায়িত্ব দেয়া হয়েছিল৷
অ্যাপল-এর বিবৃতি অনুযায়ী, প্রায় চল্লিশ ঘণ্টা অক্লান্ত পরিশ্রম করে তাঁরা নিশ্চিত হয়েছেন যে, তারকাদের ই-মেল, ফেসবুক বা অন্য কোনো অ্যাকাউন্ট ‘হ্যাক' করেই স্বাভাবিক অবস্থায় অপ্রকাশ্য ছবিগুলো ইন্টারনেটে প্রকাশ করা হয়েছে৷ যার অর্থ, প্রতিষ্ঠানটির কোনো দুর্বলতার কারণে তা হয়নি৷
কান উৎসবে ঐশ্বরিয়ার ২২ বছর
ভারতীয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন৷ এখন পর্যন্ত ২২ বার তিনি এই উৎসবে উপস্থিত হয়েছেন৷ এই বিশ্বসুন্দরীর টানা কান অভিযান নিয়ে ছবিঘর৷
ছবি: AFP/Getty Images/A. Pizzoli
২০১৮
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় সাদা গাউনে বরাবরের মতই অপূর্ব লাগছিলো এই বলিউড সুন্দরীকে৷
ছবি: AFP/Getty Images/L. Venance
২০১৭
এ বছর কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় লাল গাউনে ঠিক গোলাপ ফুলের মতই সুন্দর লাগছিলো এই বলিউড সুন্দরীকে৷
ছবি: picture-alliance/dpa/A. Yesayants
২০১৬
এ বছর কান চলচ্চিত্র উৎসবে নিজের নামের যেন সার্থকতা তুলে ধরেছিলেন তিনি৷
ছবি: Getty Images/I. Gavan
২০১৫
গত কয়েক বছর ধরেই কানে নিয়মিত অংশ নিচ্ছেন ঐশ্বরিয়া৷ প্রতিবছরই তাঁর পোশাকে থাকে ভিন্নতা৷
ছবি: Reuters/E. Gaillard
২০১৪
ঐ বছর সোনালী রংয়ের পোশাকে কানের লাল গালিচায় হাঁটেন এই বিশ্বসুন্দরী, যা জয় করেছিল অনেকের হৃদয়৷
ছবি: Reuters
২০১৩
কানের ৬৬তম আয়োজনে ঐশ্বরিয়া৷ ‘বিহাইন্ড দ্য ক্যান্ডেলাবরা’ ছবির প্রদর্শনী উপলক্ষ্যে গত বছর বিশ্বের অন্যতম বড় চলচ্চিত্র উৎসবে হাজির হন তিনি৷
ছবি: ALBERTO PIZZOLI/AFP/GettyImages
২০১২
‘কসমোপোলিস’ ছবির প্রদর্শনীকে কেন্দ্র করে সেবছর কানে উপস্থিত ছিলেন ঐশ্বরিয়া৷ ছবিতে কি তাঁকে একটু মোটা দেখাচ্ছে? আসলে বিশ্বসুন্দরী তখন মা হয়েছেন৷
ছবি: ALBERTO PIZZOLI/AFP/GettyImages
২০১১
সাদা এবং কালোর সংমিশ্রণে তৈরি পোশাকে ঐশ্বরিয়া৷ এই বলিউড অভিনেত্রীর জন্য যেসব পোশাক তৈরি করে ফ্যাশন ডিজাইনাররা খ্যাতি কুড়িয়েছেন তার মধ্যে এটি একটি৷ সময়ের সাথে সাথে পশ্চিমা পোশাকের সঙ্গে মানানসই ব্যক্তিত্বও গড়ে তুলেছেন অ্যাশ৷
ছবি: GUILLAUME BAPTISTE/AFP/Getty Images
২০১০
সেবছর স্বামী অভিষেক বচ্চনের সঙ্গে কানে হাজির হন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ শাড়িতে অসাধারণ লাগছিল তাঁকে৷
ছবি: ANNE-CHRISTINE POUJOULAT/AFP/Getty Images
২০০৯
কাঁধ খোলা সাদা গাউনে ঐশ্বরিয়া৷ ২০০৯ সালের এই ছবিটি এখন পর্যন্ত কানে ঐশ্বরিয়ার সেরা ছবি হিসেবে অনেকে বিবেচনা করেন৷
ছবি: ANNE-CHRISTINE POUJOULAT/AFP/Getty Images
২০০৮
বচ্চন পরিবারের বউয়ের ভক্ত এবং সমালোচকরা মনে করেন, ঐশ্বরিয়ার চেহারায় এক ধরনের সরলতা আছে৷ আর এই সরলতা তাঁকে করে তুলেছে আরো বেশি আকর্ষণীয়৷ সবুজ আর সোনালী রংয়ের মিশ্রণে তৈরি এই পোশাকে অবশ্য বিশ্ব সুন্দরীর দৈহিক সৌন্দর্য্যও ফুটে উঠেছিল৷
ছবি: FRED DUFOUR/AFP/Getty Images
২০০৭
সেবছর অভিষেক বচ্চনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ঐশ্বরিয়া৷ কানেও তিনি হাজির হন স্বামীসহ৷
ছবি: ANNE-CHRISTINE POUJOULAT/AFP/Getty Images
২০০৬
ঘন নীল পোশাক, সোজা চুল আর গলায় সাপের আদলে তৈরি নেকলেস – ঐশ্বরিয়ার এই লেবাস সমালোচকদের মুখও বন্ধ করে দিয়েছিল৷ বিয়ের আগের বছর তাঁকে দেখতে কিন্তু বেশ আকর্ষণীয় লাগছিল৷
ছবি: Getty Images
২০০৫
কালো ঐশ্বরিয়ার প্রিয় রং৷ ২০০৫ সালে কানে বিদেশি ডিজাইনারের তৈরি তাঁর কালো পোশাক সাড়া জাগিয়েছিল৷ বিশেষ করে ফটোগ্রাফাররা ঐশ্বরিয়ার ছবি তুলেছেন অনেক আগ্রহ নিয়ে৷
ছবি: PASCAL GUYOT/AFP/Getty Images
২০০৪
ভারতীয় ডিজাইনার নিতা লাললার তৈরি এই পোশাক পরে ২০০৪ সালে কানের লাল গালিচায় হেঁটেছেন ঐশ্বরিয়া রাই বচ্চন৷ এই পোশাকের সমালোচনা করেছেন অনেকে৷ তাসত্ত্বেও ঐশ্বরিয়ার প্রিয় ডিজাইনারের তালিকা থেকে বাদ পড়েননি নিতা৷ তবে পরবর্তীতে অ্যাশের জন্য পোশাক ডিজাইনের ক্ষেত্রে সতর্ক হন তিনি৷
ছবি: Getty Images
২০০৩
২০০৩ সালে কানে ‘জুরি’ হিসেবে অংশ নেন ঐশ্বরিয়া৷ তবে তিনি ব্যক্তিগতভাবে সেবছর কান সফর নিয়ে বিশেষ সন্তুষ্ট ছিলেন না৷ যদিও প্রথম কোন ভারতীয় অভিনেত্রীর জুরিমণ্ডলীতে সুযোগ পাওয়ার খবর সাড়া জাগিয়েছিল৷ অনেকের নজর ছিল ঐশ্বরিয়ার দিকে৷
ছবি: Boris Horvat/AFP/Getty Images
২০০২
কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়ার অভিষেক৷ ‘দেবদাস’ ছবির প্রদর্শনী উপলক্ষ্যে তখন কানে এসেছিলেন তিনি, পড়েছিলেন শাড়ি৷
ছবি: Francois Guillot/AFP/Getty Images
17 ছবি1 | 17
অ্যাপল জানিয়েছে, তাদের সিস্টেম, অর্থাৎ আইক্লাউড বা ‘ফাইন্ড মাই আইফোন'-এর সিস্টেমে কোনো ত্রুটি ছিল না৷ বরং হ্যাকাররাই সংশ্লিষ্ট ব্যক্তিদের পাসওয়ার্ড বা অন্য কোনো ব্যক্তিগত তথ্য খুঁজে বের করে নগ্ন ছবিগুলো প্রকাশ করেছে৷
অ্যাপল মনে করে, সেলেব্রিটিদের নগ্ন ছবি প্রকাশের বিষয়টি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়৷ বিবৃতিতে বলা হয়েছে, ‘‘চল্লিশ ঘণ্টারও বেশি সময় ধরে তদন্ত করার পর এ বিষয়ে আমরা নিশ্চিত যে এটি (হ্যাকারদের) উদ্দেশ্যমূলক এক আক্রমণ৷''