সেলোফিনের উপর গ্রাফিটি!
২৩ নভেম্বর ২০১৮প্রকৃতির মাঝেই স্ট্রিট-আর্ট৷ মস্কোর গ্রাফিটি শিল্পী ইয়েভগেনি চেস রাজপথে শিল্পের ধারায় নতুন পথ দেখাচ্ছেন৷ প্রাচীরের বদলে টানটান করে রাখা সেলোফিনের উপর স্প্রে করেন তিনি৷ মস্কোর কাছে এক জঙ্গলের মধ্যে তিনি ‘সেলোগ্রাফিটি' নামের এই প্রক্রিয়া কাজে লাগাচ্ছেন৷ ইয়েভগেনি বলেন, ‘‘ব্যাকগ্রাউন্ড বা পটভূমি স্বচ্ছ থাকতে হবে, তাই মোটিফ স্কেচ করার সময় ভুল করার কোনো অবকাশ নেই৷ পরে তা শোধরানো সম্ভব নয়৷''
গত প্রায় ৭ বছর ধরে ইয়েভগেনি সেলোফিন নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন৷ ফ্রান্স থেকে সেই প্রক্রিয়া এসেছে৷ তবে প্রকৃতির কোলে ‘সেলোগ্রাফিটি'-র আইডিয়া পুরোপুরি তাঁর নিজস্ব৷ জঙ্গলে গেলে তিনি মূলত শুধু প্রাণীর ছবি আঁকেন৷ তাঁর মোটিফ চারিপাশের পরিবেশের সঙ্গে মানিয়ে যায়৷ ইয়েভগেনি চেস বলেন, ‘‘স্ট্রিট-আর্ট বলতে মানুষ সাধারণত পথের উপর আঁকার কথা ভাবেন৷ কিন্তু এখানে আমি সম্পূর্ণ নতুন একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করছি৷ এ ক্ষেত্রে গ্রাফিটি প্রক্রিয়াকে প্রকৃতির কাছে আনা হচ্ছে৷ শুধু সেলোফিনের উপর পরীক্ষানিরীক্ষাই নয়, সেই কাজের জায়গাও আমার ভালো লাগে৷ সব জায়গারই নিজস্ব পরিবেশ রয়েছে৷''
ইয়েভগেনি প্রায় ২০ বছর ধরে গ্রাফিটি শিল্পী হিসেবে কাজ করছেন৷ মস্কোর উপকণ্ঠে আরও কয়েকজন শিল্পীর সঙ্গে তিনি একটি স্টুডিও ভাগ করে নেন৷ উঠতি শিল্পীদের জন্য তিনি প্রায়ই লেকচার ও প্রদর্শনীর ব্যবস্থা করেন৷ তিনি রাশিয়ায় স্ট্রিট-আর্ট শিল্পকে আরও এগিয়ে নিয়ে যেতে চান৷
ইয়েভগেনি চেস বর্তমানে পেশাদারী শিল্পী হিসেবে জীবনধারণ করতে পারছেন৷ শুধু সেলোফিন নয়, নিজের ওয়েবসাইট ও ইনস্টাগ্রামের মাধ্যমে তিনি ছবি ও স্ক্রিন বিক্রি করেন৷ রাশিয়া ও অন্য দেশে প্রাচীরে আঁকার কাজও পান৷
ইয়েভগেনির মোটিফ রাশিয়ার রাজধানী শহরেও শোভা পাচ্ছে৷ ফ্লাকন ডিজাইন ফ্যাক্টরিতেও তাঁর তিন-তিনটি কাজ পাওয়া যাবে৷ তবে রাশিয়ায় স্ট্রিট-আর্ট দেখানোর বেশি জায়গা নেই৷ সরকারি অর্ডারের সংখ্যাও কম৷
এমিলি শেরউইন/এসবি