1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সালতামামি ২০১৩

২০ ডিসেম্বর ২০১৩

মানুষ পরিবর্তন পছন্দ করে৷ সবসময় চায় নতুন কিছু৷ তাই প্রতি বছরই ফ্যাশন বলুন আর লাইফস্টাইল, মানুষের জীবনে যুক্ত হচ্ছে নতুন নতুন বিষয়৷ চলতি বছরের তেমনি কিছু উল্লেখযোগ্য ট্রেন্ডের কথা থাকছে এখানে৷

এই সেই সেল্ফিছবি: Roberto Schmidt/AFP/Getty Images

সেল্ফি: নিজের স্মার্টফোনে নিজেরই ফটো তোলার নাম সেল্ফি৷ কদিন আগে নেলসন ম্যান্ডেলার শেষকৃত্য অনুষ্ঠানে তোলা এমনই একটি সেল্ফি বেশ আলোচনার ঝড় তোলে৷ ড্যানিশ প্রধানমন্ত্রী হেলে থর্নিং-স্মিডের স্মার্টফোনে তোলা ঐ সেল্ফিতে তাঁর সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে দেখা গেছে৷ গত ১২ মাসে সেল্ফি শব্দটির ব্যবহার ১৭০ গুণ বেড়ে যাওয়া অক্সফোর্ড ডিকশনারিজের ২০১৩ সালের ‘ওয়ার্ড অফ দ্য ইয়ার' নির্বাচিত হয়েছে সেল্ফি৷ চলতি বছরের আরেকটি আলোচিত সেল্ফি হলো ইটালির নভোচারী লুসা পার্মিতানোর আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে তোলা ছবি৷

টোয়ের্ক: এটি এক ধরনের যৌন আবেদনমূলক নাচ৷ কয়েক বছর ধরে এই ধারা চলে আসলেও নাচটি জনপ্রিয়তা পেয়েছে গত আগস্ট মাসে এমটিভি ভিডিও মিউজিক অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে মাইলি সাইরাসের পারফরম্যান্সের পর৷

মাইলি সাইরাসছবি: picture-alliance/dpa

ই-সিগারেট: ধোঁয়া নেই, নেই ছাই৷ টক্সিনের মতো বিষ থাকলেও নেই তার বিষক্রিয়া৷ কিন্তু সেটিই মেটাচ্ছে ধূমপায়ীদের চাহিদা৷ বলছি ই-সিগারেটের কথা৷ তামাকের বিকল্প হিসেবে এ বছর ই-সিগারেটের বেশ চল ছিল৷ এটা ব্যাটারিচালিত এমন এক ডিভাইস, যা দেখতে সিগারেটের মতো হলেও ভেতরে নিকোটিন থাকে খুব সামান্য৷ নিকোটিনের কিছুটা গন্ধ আছে বলে মনে হবে সিগারেটই টানছেন, কিন্তু এর ফলে শরীরের ক্ষতি বলতে গেলে হবেই না৷ ব্যবহারকারীদের তালিকায় আছেন ‘টোয়াইলাইট' খ্যাত অভিনেতা রবার্ট প্যাটিনসন৷ ২০০৮ সালে বাজারে ছাড়া ই-সিগারেট ২০১৩ সালে বিক্রি হয়েছে দ্বিগুন অর্থাৎ এ থেকে আয় হয়েছে ১ বিলিয়ন ডলার৷

গ্রাঞ্জ: আবারো ক্যাটওয়াকে গ্রাঞ্জ বা রকধর্মী কাপড়ের প্রদর্শনী করে আলোচনায় পোশাক ডিজাইনার হেডি স্লিমেন৷ এ বছর ক্যাটওয়াকে এমন সব পোশাক উপস্থাপন করেছিলেন তিনি, যা বর্তমান প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় হয়েছে৷ সমালোচকদের কেউ কেউ এটিকে পুরোনো বললেও, বর্তমানে ব্যাপক জনপ্রিয় গ্রাঞ্জ৷ গ্র্যাঞ্জ অর্থাৎ পুরোনো ও নতুনের সমন্বয়৷ হেডির বেশিরভাগ নকশা করা পোশাকের মধ্যে জনপ্রিয় স্কিনি জিন্স, যা ২০০৭ সাল থেকে এখন পর্যন্ত ব্যাপক জনপ্রিয়৷ আর বেবিডল পোশাক এবং স্লোপি কার্ডগানও, বাইকার বুটও কম জনপ্রিয় নয়৷ তবে সমালোচনার দিক থেকেও পিছিয়ে নেই এই ডিজাইনার৷ ‘ওমেনস ওয়ার ডেইলি' তাঁর কালেকশানকে মজার কিন্তু উদ্ভট বলে উল্লেখ করেছে৷

ই-সিগারেট দিন দিন জনপ্রিয় হচ্ছেছবি: picture-alliance/dpa

ফেসবুক: ফেসবুকে ‘ক্যান্ডি ক্রাশ' খেলেননি এমন মানুষের সংখ্যা নিশ্চয়ই হাতে গোনা৷ অনলাইন গেমিং এর ক্ষেত্রে রীতিমত বিপ্লব ঘটিয়েছে গেমটি৷ উজ্জ্বল বর্নিল ক্যান্ডই গেমের আকর্ষণের মূল কারণ বলে ধারণা করা হচ্ছে৷ জরিপে দেখা গেছে, প্রতিদিন বিশ্বের অন্তত ৭০ কোটি মানুষ এটি খেলে থাকেন৷ এ যাবতকালে এটি বিক্রি করে আয় হয়েছে ৮ লক্ষ ৫০ হাজার ডলার৷ এ বছর অনলাইন গেমের চাহিদা যতটা বেড়েছে, অফলাইন গেমের চাহিদা ঠিক ততটাই কমেছে৷

ফেসবুক আর স্কাইপের প্রতিদ্বন্দ্বী:

এ বছর ফেসবুক আর স্কাইপের সাথে লড়াইয়ে নেমেছে চীনের ‘উইচ্যাট' এবং জাপানের ‘লাইন'৷ এই দুটির সুবিধা হলো ফ্রি কথা বলা, তাৎক্ষণিক ক্ষুদে বার্তা পাঠানো, ছবি ও ছোট দৈর্ঘ্যের ভিডিও পাঠানো৷ বর্তমানে ‘লাইন' ব্যাবহারকারীর সংখ্যা ২৩ কোটি৷ এমনকি ইউরোপেও ব্যাপক জনপ্রিয় হয়ে উঠছে এটি৷ স্পেন, ফ্রান্স ও ইটালিতে লাইন ব্যবহারকারীর সংখ্যা ১ কোটি ৫০ লাখ৷ আর উইচ্যাট এরই মধ্যে ৫০ কোটি মানুষ ব্যবহার করছে৷

এপিবি/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ