1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সেল্ফি’ তুলতে গিয়ে বিমান বিধ্বস্ত

৭ ফেব্রুয়ারি ২০১৫

গত বছর একটি বিমান বিধ্বস্ত হয় যুক্তরাষ্ট্রে৷ মাত্র দু’জন নিহত হওয়ায় আন্তর্জাতিক মাধ্যমে খবরটা আসেনি৷ কিন্তু দুর্ঘটনার কারণ জানার পর এসেছে৷ পাইলট স্মার্টফোনে নিজের ছবি তুলতে গিয়েছিলেন বলেই নাকি বিধ্বস্ত হয়েছিল বিমানটি!

Ein Cessna
ছবি: picture-alliance/dpa

গত ৩১শে মে মাঝরাতে রেঞ্জ এয়ারপোর্ট থেকে উড়ে যায় ছোট্ট সেসনা-১৫০কে বিমান৷ বিমানটি চালাচ্ছিলেন ২৯ বছর বয়সি এক পাইলট, নাম অমৃত পাল সিং৷ মাত্র একজন যাত্রী নিয়ে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ সাত ঘণ্টা পর রাডারে ধরা পড়ে বিমানবন্দর থেকে প্রায় দুই কিলোমিটার দূরের এক মাঠে পড়ে আছে সেই বিমান৷ বৈমানিক অমৃত পাল সিং এবং সহযাত্রী দু'জনই দুর্ঘটনায় মারা যান৷

দুর্ঘটনার পরই এর রহস্য উন্মোচনের চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্র্যান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি)৷ প্রায় সাত মাস তদন্তের পর তদন্তকারীরা জানিয়েছেন, বিমান চালানোর সময় ককপিটেই স্মার্টফোনে নিজের ছবি, মানে ‘সেল্ফি' তুলতে গিয়েছিলেন অমৃত পাল সিং আর এ কারণেই দুঃখজনকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে তাঁকে৷ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বিমানে লাগানো ‘গো-প্রো' ক্যামেরার সহায়তা নিয়েছেন তদন্তকারীরা৷ সেই ক্যামেরাতেই ধারণ করা ছিল বিমান চালানোর সময় পাইলটের ছবি তোলার মতো ঝুঁকিপূর্ণ কাজ করার দৃশ্য৷

এসিবি/ডিজি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ