1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সেল্ফি-‌মৃত্যুতে এক নম্বরে ভারত

রাজীব চক্রবর্তী নতুন দিল্লি
১২ জুলাই ২০১৭

ভারতে সেল্ফি বা নিজস্বী তুলতে গিয়ে মৃত্যু সবথেকে বেশি৷ এক সমীক্ষায় এমনই ভয়ংকর তথ্য উঠে এসেছে৷ সংবাদমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়েছে সেই খবর৷ কিন্তু তাতে কার কি এসে যায়!‌ তরতরিয়ে বাড়ছে ‘‌সেল্ফি-‌রোগ'‌৷

Indien Selfie
ছবি: imago/Pacific Press Agency

এ এক জোয়ার, যাতে ভেসে যাচ্ছে শিশু, প্রৌঢ় থেকে বয়স্করা পর্যন্ত৷ ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় বিশেষ মুহূর্তের ছবি পোস্ট করা এবং তাতে লাইক, কমেন্ট পাওয়ার নেশায় প্রাণ হারাচ্ছে শ'‌য়ে শ'‌য়ে মানুষ৷ কেউ রেললাইনে দাঁড়িয়ে সেল্ফি বা নিজস্বী তুলতে গিয়ে ট্রেনে কাটা পড়ছেন৷ কোথাও আবার বন্ধুরা মিলে মাঝ নদীতে নৌকায় চড়ে সেল্ফি তুলতে গিয়ে সলিল সমাধি ঘটছে৷ কখনও ছুটন্ত ট্রেন, কখনও পাহাড়ের খাদ, কখনও আবার বাঘের সঙ্গে সেল্ফি তুলতে গিয়ে অকালে প্রাণ হারাচ্ছে বহু মানুষ৷ ‌দিল্লির ‘‌ইন্দ্রপ্রস্থ ইনস্টিটিউট অফ ইনফরমেশন'‌ এবং ‘‌কার্নেগি মেলন ইউনিভার্সিটি'‌-‌র সমীক্ষা বলছে, ২০১৪ সালের মার্চ থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতে সবথেকে বেশি মানুষ সেল্ফির বলি হয়েছেন৷ গবেষকরা তথ্য দিয়ে বলেছেন, বিশ্বে ১২৭ জন সেল্ফির কারণে মৃত্যু হলে একা ভারতেই তার সংখ্যা ৭৬৷

এই প্রবণতা ঠেকাতে প্রশাসনের তরফে সম্প্রতি বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে৷ শুরু হয়েছে #SafetyBeforeSelfie (#স্টেবিফোরসেল্ফি) ক্যাম্পেন৷ বিভিন্ন জনপ্রিয় সেল্ফি পয়েন্টে বাড়ানো হয়েছে নজরদারি৷ সম্প্রতি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া এক নতুন নির্দেশিকা জারি করেছে৷ তাতে বলা হয়েছে, এবার থেকে ভারতের আর কোনো মিউজিয়ামে (‌যেগুলি এএসআই-‌এর অধীন)‌ সেল্ফিস্টিক নিয়ে যাওয়া যাবে না৷ পাশাপাশি ছবি তুলতে হলে ক্যামেরা নিয়ে যেতে পারবেন৷ তবে তার জন্য অতিরিক্ত ফি জমা করতে হবে৷ বাণিজ্যিক কারণে ভিডিওগ্রাফি করতে চা বিহারের পাটনা ব্রিজে সেল্ফি তুললেই ৬০০ টাকা জরিমানা৷ মুম্বইয়ের মেরিনা বিচেও এমন নিয়ম করা হয়েছে৷

পুলিশ কর্তা শুভঙ্কর দে-‌র কথায়, ‘‘সেল্ফি এখন মারণ রোগে পরিণত হয়েছে৷ অল্প বয়সেই ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন তুলে দেওয়াও একটা কারণ বলে মনে হচ্ছে৷ এরফলে সেল্ফি-‌মৃত্যু যেমন ঘটছে, সমাজে নানা রকম অপরাধের সংখ্যাও বাড়ছে৷ এর সমাধানে গণসচেতনতা প্রয়োজন৷ শুধু আইন করে সব সমস্যার সমাধান হয় না৷''

শুভঙ্কর দে

This browser does not support the audio element.

আসলে ‌ভারতীয়রা সোশ্যাল মিডিয়া নিয়ে ভীষণ ভাবে উত্তেজিত৷ ফেসবুক, স্ন্যাপচ্যাট, টুইটার, ইনস্টাগ্রামে কে কতটা লাইক পেতে পারেন তাই নিয়ে প্রতিযোগিতা চলে৷ সেকারণেই এই রকম বেপরোয়া সেল্ফি তোলার হিড়িক ভারতে৷ শুধু যুবরাই নয়, এই ব্যাধিতে আক্রান্ত সকলেই৷ তার উপর কাজ করে বেপরোয়া মনোভাব আর জনপ্রিয় হওয়ার সুপ্ত আকাঙ্খা৷ ভারতে এখন মোবাইল ফোন বিক্রি হয় সেল্ফি ক্যামেরার প্রচার দেখিয়ে৷

২০১৩ সালে প্রথম সেল্ফি শব্দটি অক্সফোর্ড অভিধানে যুক্ত হয়৷ তার কয়েক বছরের মধ্যেই অভিধানের সবচেয়ে জনপ্রিয় শব্দ হয়ে উঠেছে সেল্ফি৷ এর সঙ্গে যোগ হয়ে তৈরি হয়েছে ভাইরাল সেল্ফি, কিলার সেল্ফি৷ দেশের ছাত্র-যুবদের এই সেল্ফির ব্যাধি থেকে মুক্ত করতে সরকারি তরফে অনেক প্রচেষ্টাই করা হচ্ছে৷ স্টেশনে, রাস্তায়, এমনকি পর্যটনস্থলে পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রচার করা হচ্ছে যে, সেল্ফি তুলবেন না৷ তবু তা উপেক্ষা করেই বাড়ছে মৃত্যু৷ সম্প্রতি মুম্বইয়ের মেরিনা বিচে ঢেউয়ের সঙ্গে সেল্ফি তুলতে গিয়ে জলের তোড়ে ভেসে যান ১৭ বছরের প্রীতি পাইস৷ দেশের বিভিন্ন প্রান্তেই প্রতিনিয়ত ঘটে চলেছে এই ধরনের ঘটনা৷

দু'দিন আগেই মাঝ নদীতে বন্ধুর জন্মদিন পালন করতে গিয়ে নৌকা ডুবে মৃত্যু হলো তিনজনের৷ নিখোঁজ পাঁচজন৷ মহারাষ্ট্রের নাগপুরের ঘটনা৷ বন্ধুর জন্মদিন একটু বিশেষ ভাবে ‘সেলিব্রেট' করতে চেয়েছিলেন তাঁর বন্ধুরা৷ পরিকল্পনা ছিল নৌকায় চেপে বন্ধুর জন্মদিন উপলক্ষ্যে হুল্লোড় করবেন৷ সেই মতোই নাগপুরের কাছে বেনা নদীতে ভাড়া করা নৌকায় চেপেছিলেন ন'জন পড়ুয়া৷ সঙ্গে ছিলেন দু'জন মাঝিও৷ কিছু দূর যাওয়ার পর ঐ পড়ুয়ারা নৌকার উপরেই ফেসবুক লাইভ শুরু করে দেন৷ শুরু হয় হুল্লোড়৷ মাঝিরা তাঁদের শান্ত হয়ে বসতে বললেও, সে কথায় খুব একটা আমল দেয়নি কেউই৷ উলটে ‘‌গ্রুপ সেল্ফি'‌ তোলার জন্য সবাই নৌকার এক পাশে জড়ো হয়ে যান৷ ব্যাস, নৌকাটি উলটে গিয়ে ঘটে যায় দুর্ঘটনা৷ নৌকায় থাকা প্রত্যেকেরই বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে ছিল বলে জানিয়েছে পুলিশ৷

কিছুদিন আগে পশ্চিমবঙ্গের লিলুয়ার কাছে ট্রেন লাইনে নিজস্বী তুলতে মৃত্যু হয়েছিল একাধিক ছাত্রের৷ তারপর আবারও নিজস্বী-নেশায় প্রাণ খোয়ায় দুই ছাত্র৷ রেল সেতুতে দাঁড়িয়ে নিজস্বী তোলার সময়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয় দশম শ্রেণির দুই ছাত্র সমীর কুমার  (১৬) ও রোশন কুমারের (১৬)৷ তাদের বাড়ি কাটিহার থানার লালায়াহি শিবাজীনগর এলাকায়৷

ক'‌দিন আগে নিজস্বীর ফাঁদে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হয় চার বন্ধুর৷ তারকেশ্বরে পুজো দিয়ে লোকাল ট্রেনে ফিরছিলেন পাঁচ যুবক৷ নিজস্বী বা সেল্ফির টানে বেঘোরে প্রাণ হারান চারজন৷

বন্ধু, আপনিও কি নিয়মিত সেল্ফি তোলেন? জানান আমাদের, লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ