1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনালি প্রজন্মের বড় অর্জনের সময় এখন

২৭ জুন ২০১২

জার্মান জাতীয় ফুটবল দলে এখন তরুণদের ছড়াছড়ি৷ সে দলে বয়োজ্যেষ্ঠ হচ্ছেন মিরোস্লাভ ক্লোজে৷ তাঁর বয়স এখন ৩৪৷ সতীর্থ মারিও গোৎস’এর সঙ্গে তাঁর বয়সের ব্যবধান ১৪ বছর!

ছবি: Reuters

জার্মান ফুটবল দলে প্রজন্মগত ব্যবধান আরো একভাবে বুঝতে পারছেন ক্লোজে৷ কোচ ইওয়াখিম ল্যোভ'এর দলে ক্লোজে এবং টিম ভিসে ছাড়া বাকি সবাই হচ্ছে একটি সংগঠিত যুব কর্মসূচির আওতায় প্রশিক্ষণ প্রাপ্ত খেলোয়াড়৷ দু'হাজার সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ'এ জার্মানির শোচনীয় ব্যর্থতার পর নতুন এই যুব কর্মসূচি গ্রহণ করা হয়েছিল, যাতে করে সম্ভাবনাময়ী কিশোর-তরুণদেরকে প্রশিক্ষণের মাধ্যমে আরো উপযুক্ত করে গড়ে তোলা যায়৷

এই কর্মসূচির সুফল জার্মানি ২০০৮/২০০৯ মৌসুম থেকেই পেতে শুরু করে৷ ‘জুনিয়র লেভেল'-এ তিনটি ইউরোপিয়ান শিরোপা জয় করে জার্মান তরুণ দল৷ এখন প্রশিক্ষিত এবং পরীক্ষিত সেই তরুণরা জায়গা পাচ্ছে জাতীয় দলে৷

২০০৯ সালের অনূর্ধ্ব-২১ ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপজয়ী দলের বেশ কয়েকজন সদস্য বৃহস্পতিবার ইটালির বিপক্ষে জার্মান দলে জায়গা পাচ্ছে৷ এদের মধ্যে রয়েছেন রেয়াল মাদ্রিদ'এর মধ্যমাঠের খেলোয়াড় সামি খেদিরা এবং মেসুট ওজিল৷ বুরুসিয়া ডর্টমুন্ডের রক্ষণভাগের খেলোয়াড় মাৎস্ হুমেলস্ এবং অবশ্যই বায়ার্ন মিউনিখের গোলরক্ষক ম্যানুয়েল নয়ার৷

জার্মানি ফাইনালে গেলে মাঠে আসবেন চ্যান্সেলর ম্যার্কেল’ও...ছবি: picture-alliance/dpa

কোচ ল্যোভ অবশ্য দলের এই অবস্থা দেখে মোটেই বিস্মিত নন৷ তিনি বলেন, ‘‘আমাদের হাতে এখন অনেক উপযুক্ত খেলোয়াড় রয়েছে৷ আমার আরো তরুণদের দলে ভেড়ানোর পরিকল্পনা করছি৷ এটা ভালো যে এই খেলোয়াড়রা পুরনোদের উপর চাপ সৃষ্টি করছে৷''

জার্মান দলে এখন আর হুট করে জায়গা পাওয়ার তেমন একটা সুযোগ নেই৷ বরং জার্মান ফুটবল ফেডারেশন, ডিএফবি'র দীর্ঘ মেয়াদি ‘ট্যালেন্ট হাট' কর্মসূচির মধ্য থেকেই বেরিয়ে আসছে যোগ্য খেলোয়াড়রা৷ দু'হাজার সালে শুরু হওয়া এই কর্মসূচি ২০০৫ সালে আরো পরিপক্ক হয়, যখন সাবেক জার্মান অধিনায়ক মাথিয়াস সামার এই কর্মসূচির দায়িত্ব গ্রহণ করেন৷

বর্তমানে প্রায় পনের হাজার অনূর্ধ্ব-১২ এবং অনূর্ধ্ব-১৫ লেভেলের ফুটবলার ডিএফবি'র ৩৬৬টি প্রশিক্ষণ ক্যাম্পে শিক্ষা গ্রহণ করছেন৷ এসব খেলোয়াড়ের সামর্থ্য নিয়মিত মূল্যায়ন করা হয়৷ গত দশ বছরে ডিএফবি'র বিভিন্ন ক্যাম্প থেকে বিভিন্ন ক্লাবের প্রশিক্ষণ শিবিরে বদলি হয়েছে ৬,২৭০ জন৷

এভাবেই একেবারে স্কুল পর্যায় থেকে ফুটবলার গড়ার ব্যবস্থা তৈরি করেছে জার্মানি৷ বহুকষ্টে গড়া এই সোনালি প্রজন্মের বড় অর্জনের সময় এসেছে এবার৷ দেখা যাক, বৃহস্পতিবার রাতে ইটালির বিপক্ষে পুরনো সব রেকর্ড ভাঙতে পারে কিনা তরুণ জার্মান দল!

এআই / ডিজি (ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ