1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনা চোরাচালানে বাংলাদেশ বিমানের অনেকে জড়িত?

২৭ মে ২০২২

বুধবার বাংলাদেশ এয়ারলাইনসের এক কর্মীর কাছ থেকে আট কেজি সোনার বার উদ্ধার করা হয়৷ এ ঘটনার পর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী বলেন, সোনা চোরাচালানে বিমান বাংলাদেশের আরো অনেকেই জড়িত বলে তিনি মনে করেন৷

Deutschland Goldbarren
ছবি: Alexander Heinl/picture alliance

আট কেজি সোনাসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মী গ্রেপ্তারের ঘটনায় আরো অনেকের সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে পৃথকভাবে বিমান ও মন্ত্রণালয় তদন্ত করবে বলেও জানান তিনি৷

বৃহস্পতিবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি) পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন বলে জানায় ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ বারবার কেন বিমানে এ ধরনের স্বর্ণ চোরাচালানের ঘটনা ধরা পড়ছে- এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘‘শুধু বিমান নয়, বেসরকারি প্লেনে অনেক সময় এই ধরনের চোরাচালান ধরা পড়ে৷’’

সোনা চালানের অভিযোগে গ্রেপ্তার বিমান কর্মী আব্দুল আজিজ আখন্দকে  সাময়িক বরখাস্ত করা হয়েছে৷ এ ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স৷ আর পৃথক তদন্ত কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে বলে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানান প্রতিমন্ত্রী৷

বুধবার বিএফসিসির প্যান্ট্রিম্যান আজিজকে আট কেজি স্বর্ণসহ আটক করে ঢাকা কাস্টমস হাউজের প্রিভেন্টিভ বিভাগ৷ তাকে আটক করতে গিয়ে বিমানকর্মীদের বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন ঢাকা কাস্টমস হাউসের উপ কমিশনার (প্রিভেন্টিভ) সানোয়ারুল কবীর৷ এরপর বৃহস্পতিবার বিকালে বিএফসিসি পরিদর্শনে যান প্রতিমন্ত্রী মাহবুব৷

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, ‘‘ওই কর্মচারী উড়োজাহাজে যাননি, বিমানের কেউ তাকে ওই স্বর্ণগুলো দিয়েছে৷ বিমানের আরও অনেকে এরসঙ্গে যুক্ত রয়েছেন৷ ঘটনাটি পৃথকভাবে তদন্ত করবে বিমান ও মন্ত্রণালয়৷’’

শাহজালাল বিমানবন্দরে উত্তর পাশে বিমান বাংলাদেশের ক্যাটারিং সেন্টারে রান্না করে বিমানের ফ্লাইটের জন্য খাবার সরবরাহ করা হয়৷

বিএফসিসি থেকে বিমানবন্দরের এপ্রোন এলাকায় প্রবেশ করা যায়৷ এ শাখার কর্মীদের বিমানবন্দরে ঢোকার সময় শুধু বিমানের নিজস্ব নিরাপত্তাকর্মীদের তল্লাশি পেরিয়ে যেতে হয়৷ এভিয়েশন সিকিউরিটি কিংবা কাস্টমসের কোনো কর্মকর্তা তাদের তল্লাশি করে না৷

কাস্টমসের কর্মকর্তারা বলছেন, নিরাপত্তা তল্লাশী না হওয়ার এ সুযোগকেই কাজে লাগানোর চেষ্টায় ছিলেন প্যান্ট্রিম্যান আজিজ৷

সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিমান প্রতিমন্ত্রী বলেন, ‘‘আজিজসহ বিমানের অন্যান্য কর্মচারী এই ঘটনার সঙ্গে জড়িত৷ কারণ, যারা বিএফসিসি থেকে বের হয়ে যান, তাদের ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে থাকে৷ আজিজও ফিঙ্গারপ্রিন্ট দিয়েছিলেন৷ সে ক্যারিয়ারে (উড়োজাহাজে) যায় নাই৷ তার ডিউটিও ক্যারিয়ারে ছিল না৷’’

ছবি: picture alliance/dpa

‘‘এর সঙ্গে আরো অনেকে জড়িত৷ তার কাছে বিমানের কেউ না কেউ এই স্বর্ণ দিয়েছে৷ এটা আমাদের ধারণা৷ স্বর্ণ চোরাচালান চক্রের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না৷’’

তিনি বলেন, ‘‘স্বর্ণ চোরাচালানের ঘটনাটি শোনার পর আমরা বিমানবন্দরে আসি৷ কোনদিক দিয়ে চোরাচালান হয় তা খতিয়ে দেখা হচ্ছে৷ কার কাছ থেকে কীভাবে পাচার হয়, নেওয়া হচ্ছে তার খোঁজ৷ এছাড়া বিমানে কীভাবে খাবার সরবরাহ করা হয় তাও দেখা হচ্ছে৷’’

এসময় প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বলেন, বিমানবন্দরে সিভিল এভিয়েশনের পক্ষ থেকে তল্লাশি ও নিরাপত্তা যাতে বাড়ানো হয় সেটা দেখা হবে৷

‘‘আমরা একটা পরিকল্পনা করবো যাতে বিএফসিসির ভেতরে আমাদের তত্ত্বাবধানেও তল্লাশি থাকে৷’’

এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব মো. মোকাম্মেল হোসেনও উপস্থিত ছিলেন৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ