টোকিও অলিম্পিকে ভারতের হয়ে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া। শনিবার জ্যাভলিন থ্রো-তে সোনা জিতেছেন তিনি৷ অলিম্পিক ইতিহাসে এই প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনো পদক জিতলো ভারত আর প্রথমবারেই জিতে নিলো সোনা৷
বিজ্ঞাপন
শনিবার ৮৭.৫৮ মিটার দূরে জ্যাভলিন ছুঁড়ে চেক প্রজাতন্ত্রের দুই থ্রোয়ারকে পেছনে ফেলে স্বর্ণপদক জয় নিশ্চিত করার পর থেকেই অভিনন্দন আর বড় অঙ্কের বোনাস এবং নানা ধরনের অফারের আশ্বাসে ভাসছেন নীরজ চোপড়া৷ ১৯০০ সালে প্রথমবারের মতো অলিম্পিকে অংশ নিয়েছিল ভারত। তবে ১৯০৪ থেকে ১৯১২, অর্থাৎ পরের তিন আসরে অংশ নেয়নি৷ ১৯২০ সালের আসর থেকে নিয়মিতই অংশ নিচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এবং জনবহুল দেশটি৷ ১৯৪৭ সালে স্বাধীন হওয়ার পর থেকেও অংশগ্রহণে ধারাবাহিকতা বজায় রেখে এসেছে৷ কিন্তু এত বছরে ব্যক্তিগত ইভেন্টে ভারত সোনা পেয়েছে মাত্র দুটি৷ ২০০৮ সালে বেইজিং অলিম্পিকে শুটিংয়ের ১০ মিটার এয়ার রাইফেলে ভারতের হয়ে প্রথম সোনা জিতেছিলেন অভিনব বিন্দ্রা। এবার সেই কৃতিত্বে ২৩ বছর বয়সি অ্যাথলেট নীরজও ভাগ বাসালেন৷
এবার পদক জেতা প্রত্যেক ক্রীড়াবিদই পাবেন মোটা অঙ্কের আর্থিক প্রণোদনা৷ আগেই প্রত্যেক রূপাজয়ীকে ৫৩ হাজার ৭৫০ ডলার আর ব্রোঞ্জজয়ীকে ৩৩ হাজার ৫০০ ডলার করে দেয়ার ঘোষণা দিয়েছিল ভারতের অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)৷ তবে টাকায় একরকম ভেসে যাচ্ছেন নীরজ চোপড়ারা৷ তার রাজ্য হরিয়ানা তাকে দেবে ৮ লাখ ডলার (ছয় কোটি রুপি)৷ অন্য রাজ্যগুলো চার লাখ ডলার দেবে সব পদকজয়ীকে৷ একটি শীর্ষ স্থানীয় শিক্ষা সংস্থাও সবাইকে দেবে দুই লাখ ৭০ হাজার ডলার করে৷ এছাড়া ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং চেন্নাই সুপার কিংসের কাছ থেকে এক লাখ ৩৫ হাজার ডলার করে আর ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)-এর কাছ থেকে এক লাখ ডলার পাবেন নীরজ৷ শুধু তাই নয়, অনেক প্রতিষ্ঠান বিনা টিকিটে বিমান ভ্রমণ এবং বিলাসবহুল গাড়ি উপহার দেয়ার আশ্বাসও দিয়েছে নীরজ চোপড়া ও অলিম্পিক পদক জেতা বাকি ক্রীড়াবিদদের৷
এসিবি/এফএস (এপি, এএফপি)
রিকার্ডা ফুঙ্ক : জার্মানির প্রথম সোনাজয়ী
টোকিও অলিম্পিকে জার্মানির প্রথম সোনা এনে দিলেন বন্যাদুর্গত এলাকার মেয়ে রিকার্ডা ফুঙ্ক৷ মঙ্গলবার ক্যানু স্লালম প্রতিযোগিতায় তিনি সবাইকে অবাক করে দিয়ে প্রথম হন৷
ছবি: Kirsty Wigglesworth/AP/picture alliance
জার্মানির প্রথম সোনা
টোকিও অলিম্পিক শুরু হয়েছে শুক্রবার৷ এতদিন পর্যন্ত জার্মানি মাত্র তিনটি ব্রোঞ্জ পেয়েছিল৷ মঙ্গলবার জার্মানিকে প্রথম সোনা এনে দেন রিকার্ডা ফুঙ্ক৷ ক্যানু স্লালম প্রতিযোগিতায় তিনি প্রথম হন৷
ছবি: Kirsty Wigglesworth/AP/picture alliance
ফেভারিটকে হারিয়ে
প্রতিযোগিতায় ফেভারিট ছিলেন অস্ট্রেলিয়ার জেসিকা ফক্স৷ বেশ কয়েকবার বিশ্ব চ্যাম্পিয়ন হলেও এবার অলিম্পিকে সোনা পাওয়া হলো না তার৷ ২০১২-তে রূপা পাওয়ার পর ২০১৬-তে ব্রোঞ্জ পেয়েছিলেন তিনি৷ এবারও ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফক্সকে৷ এবার রুপা জিতেছেন স্পেনের মাইয়ালিন চৌরাউট৷
ছবি: Jan Woitas/dpa/picture alliance
খেলাটি কীরকম?
ছবিতে ক্যানু স্লালম খেলার ময়দান দেখতে পাচ্ছেন৷ ক্যানুতে করে প্রতিযোগীদের ২৫টি গেট পার হতে হয়৷ উপর থেকে পানির উপর দুটি দণ্ড ঝুলিয়ে গেটগুলো তৈরি করা হয়৷ পানিতে উঁচু-নীচু প্রবল ঢেউ তৈরি করা হয়৷ যে প্রতিযোগী কম সময়ে গেটগুলো পার হতে পারেন তিনি জয়ী হন৷
ছবি: Carl Court/Getty Images
ফুঙ্ক যেভাবে জিতলেন
১০৫.৫০ সেকেন্ডে ২৫টি গেট পার হয়ে স্পেনের মাইয়ালিন চৌরাউটের চেয়ে এগিয়ে ছিলেন জার্মানির ফুঙ্ক৷ এরপর ফেভারিট অস্ট্রেলিয়ার ফক্স পানিতে নামেন৷ শুরুতে চার নম্বর গেট পার হতে গিয়ে তিনি গেট স্পর্শ করায় তাকে দুই সেকেন্ড জরিমানা করা হয়৷ এরপরও তিনি ভালোভাবেই এগিয়ে চলছিলেন৷ কিন্তু শেষ মুহূর্তে ২৪ নম্বর গেট স্পর্শ করায় আবারও তাকে দুই সেকেন্ড জরিমানা করা হয়৷ ফলে ফুঙ্কের চেয়ে ১.২৩ সেকেন্ড পিছিয়ে পড়েন তিনি৷
ছবি: Luis Acosta/AFP/Getty Images
দুটি কষ্টকর ঘটনার পর সাফল্য
২৯ বছর বয়সি রিকার্ডা ফুঙ্ক জার্মানির আরভাইলার এলাকায় জন্মগ্রহণ করেন৷ মাত্র দুই সপ্তাহে আগে সেখানে বন্যায় প্রায় ১৭০ জন মারা যান৷ এর আগে ২০১৬ সালে ব্রাজিলে অলিম্পিক চলার সময় ফুঙ্কের কোচ স্টেফান হেনৎস গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছিলেন৷
ছবি: Ferdinand Merzbach/AFP/Getty Images
সবচেয়ে বড় সাফল্য
এটিই ফুঙ্কের ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য৷ এর আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপা আর ব্রোঞ্জ জিতেছিলেন তিনি৷ তবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে তার তিনটি সোনা, দুটি রুপা ও একটি ব্রোঞ্জ রয়েছে৷ সোনা জেতার পর জার্মানির প্রচারমাধ্যম এআরডিকে তিনি বলেন, ‘‘এটা অবিশ্বাস্য৷ এটা আমার স্বপ্ন ছিল এবং এটা এখন বাস্তব হয়েছে৷’’