1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোনা জিতে প্রশংসার বন্যায় সোতনিকোভা

২২ ফেব্রুয়ারি ২০১৪

সোচি শীতকালীন অলিম্পিকে অভাবনীয় সাফল্য পেয়েছেন আদেলিনা সোতনিকোভা৷ এর আগে কখনো অলিম্পিক ফিগার স্কেটিংয়ে সোনা জেতেনি রাশিয়ার কোনো মেয়ে৷ এবার নতুন ইতিহাস গড়েছেন সোতনিকোভা৷

Sotschi 2014 Adelina Sotnikova
ছবি: Getty Images

সোচি অলিম্পিকে গত কয়েকদিনে বেশ কিছু স্বর্ণপদক হাতছাড়া হয়েছে আয়োজক রাশিয়ার৷ পিঠের ব্যথার কারণে ফাইনালের আগে নাম প্রত্যাহার করে তোপের মুখে পড়েছিলেন ইয়েভগেনি প্লুশেঙ্কো৷ আইস হকির কোয়ার্টার ফাইনালে ফিনল্যান্ডের কাছে হেরে গেছে রাশিয়ার পুরুষ দল৷ তবে ফিগার স্কেটিংয়ে মেয়েদের ব্যক্তিগত ইভেন্টের সোনা জিতে পুরুষ তারকা খেলোয়াড়দের ব্যর্থতাকে আড়ালে ঠেলে দিয়েছেন সোতনিকোভা৷ দক্ষিণ কোরিয়ার তারকা স্কেটার কিম ইউ-না-কে হারিয়ে সোনা জেতার পর থেকে রুশ সংবাদ মাধ্যম শুরু হয়েছে সোতনিকোভার প্রশংসা৷

স্পোর্টস এক্সপ্রেস ডেইলি লিখেছে, ‘‘ফিগার স্কেটিংয়ের ফাইনালে আমরা এক সুপার সেনসেশনকে দেখলাম৷’’ দৈনিক কমারসান্ট-এর চোখে সোতনিকোভা এখন সুপার সেনসেশন, পত্রিকাটি লিখেছে, ‘‘এর আগে রাশিয়ার ফিগার স্কেটাররা কোনোদিন যা করতে পারেনি, সোতনিকোভা তা অর্জন করল৷ তাঁর নৈপুণ্য প্রায় নির্ভুল ছিল৷’’

এবার পুরুষদের আইস হকিতে সবচেয়ে ফেভারিট ছিল রাশিয়া৷ অথচ তারকাখচিত দলটি ফিনল্যান্ডের কাছে হেরে সেমি ফাইনালের আগেই বিদায়৷ সোনা তো দূরের কথা, রূপার পদকও পাওয়া অসম্ভব৷ আইস হকি তারকাদের এমন ব্যর্থতায় এখনো হতাশ রুশ ক্রীড়ামোদীরা৷ ‘সোভেৎস্কি’ মনে করে এই ব্যর্থতার হতাশা অনেকখানি মুছে দিয়েছেন সোতনিকোভা৷ পত্রিকাটির ভাষায়, ‘‘ও (সোতনিকোভা) হকির ক্ষতিটা পুষিয়ে দিয়েছে৷’’

মোট কথা, ফিগার স্কেটিংয়ে সোনা জিতে ১৭ বছর বয়সি সোতনিকোভা এখন রাশিয়ার তারকাদেরও তারকা৷ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন আর ক্রীড়ামন্ত্রী ভিতালি মুটকোও অভিনন্দন জানিয়েছেন আদেলিনা সোতনিকোভাকে৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ