সোমালিয়ায় বোমা হামলায় নিহত ৭০
২৮ ডিসেম্বর ২০১৯সোমারিয়ার রাজধানী মোগাদিসুতে গাড়ি বোমা হামলায় অন্তত ৭০ জন নিহত হয়েছে৷ শনিবার সকালে রাজধানীর একটি নিরাপত্তা চৌকিতে ট্রাকে করে আত্মঘাতী এ হামলা চালানো হয় বলে জানিয়েছে নিরাপত্তারক্ষীরা৷
এ হামলায় ৯০ জন আহত হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর মেয়র ওমর মুহামোদ৷ এখনও এ হামলার দায় স্বীকার করেনি কোন গোষ্ঠী৷ তবে দেশটিতে আল কায়েদার সহযোগী জঙ্গি গোষ্ঠী আল শাবাব প্রায়ই এ ধরনের হামলা চালিয়ে থাকে৷ ২০১৭ সালের অক্টোবর মাসে আল শাবাবের এক হামলায় প্রায় ছয়শ' জন নিহত হয়েছিল৷ এ জঙ্গি গোষ্ঠীটি দেশটির জাতিসংঘ সমর্থিত ক্ষমতাশীন সরকারকে উৎখাত করতে চায়৷ শনিবারের এ হামলাটি ছিল দেশটিতে চলতি বছরের সবচেয়ে ভয়াবহতম হামলা৷
স্থানীয় সাংবাদিক আব্দুলাজিজ বিলো ডয়চে ভেলে জানান, ‘‘আলামত দেখে মনে হচ্ছে এটি একটি সংঘবদ্ধ হামলা৷'' হামলায় হতাহতদের মধ্যে রয়েছেন সাধারণ নাগরিক, ছাত্র, এবং নিরাপত্তারক্ষীরা রয়েছেন বলেও জানান তিনি৷
উল্লেখ্য, গত কয়েক বছরে সরকারি বাহিনীর প্রতিরোধের মুখে জঙ্গি গোষ্ঠীটি রাজধানী মোগাদিসুতে নিজেদের নিয়ন্ত্রণ হারালেও প্রায়ই রাজধানীসহ দেশটির নানা জায়গায় হামলা চালিয়ে থাকে৷
গত সপ্তাহে দেশটির একটি নামকরা হোটেলে আল শাহাবের হামলায় অন্তত পাঁচ নিহত হয়৷
আরআর/এসিবি (এপিএ, এফপি, রয়টার্স)