1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোলেইমানি হত্যা: কী বলছে সৌদি আরব?

৪ জানুয়ারি ২০২০

ইরানের কুদস বাহিনীর প্রধান কাসিম সোলেইমানি হত্যার পরিপ্রেক্ষিতে সবাইকে সংযমী হওয়ার আহবান জানিয়েছে সৌদি আরব৷ উত্তেজনা বাড়ে ইরানকে এমন কোনো পদক্ষেপ না নিতে বলেছে ফ্রান্স, জার্মানি ও চীন৷

Istanbul Fahne Saudi Arabiens auf Konsulat
ছবি: picture-alliance/AA/E. Yorulmaz

মধ্যপ্রাচ্যে নিজেদের আধিপত্য প্রতিষ্ঠায় দীর্ঘদিন ধরেই শত্রুভাবাপন্ন ইরান ও সৌদি আরব৷ মার্কিন বলয়ে থাকা সৌদি আরবকে তাই কাসিম সোলেইমানি হত্যা নিয়ে খুব একটা গলা উঁচু করতে শোনা যায়নি৷ বরং দেশটির গণমাধ্যমে দেখা গেছে ভিন্ন চিত্র৷

সৌদি আরবের প্রভাবশালী পত্রিকা আরব নিউজ ঘটনার পর প্রথম পাতায় সোলেইমানির ছবি সম্বলিত একটি সম্পাদকীয় প্রকাশ করেছে৷ যার শিরোনাম ছিল ‘‘আর কাউকে হত্যা করতে পারবে না সে (সোলেইমানি)৷''

কুদস বাহিনীর প্রধান সোলেইমানিকে একজন বিজ্ঞ সমরবিদ হিসেবে ধরা হতো যিনি মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য বিস্তার ও সৌদি আরবের প্রভাব কমিয়ে আনার কারিগর৷ আর তাই তাকে খুব একটা ভালো চোখে দেখেনি সৌদি সরকার৷

পত্রিকাটি গত বছরের মে মাসে সৌদি আরবে তেলের পাইপে ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্রকে ইরানে ‘সার্জিক্যাল স্ট্রাইক' চালানোর জন্যেও বলেছিল৷

এদিকে হত্যাকাণ্ডের পর সৌদি আরবের একজন কূটনীতিক উভয় পক্ষকেই সংযম প্রদর্শনের আহবান জানান বলে উল্লেখ করেছে এএফপি৷

তবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবেইর এক টুইটে বলেন ‘‘এ ঘটনায় সৌদি আরব উত্তেজনা কমিয়ে আনার বিষয়েই গুরুত্ব দিচ্ছে৷''

শান্ত থাকার আহ্বান

উদ্ভুত পরিস্থিতিতে সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও চীন৷

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী ইয়েন-ইভেস লে ডারিন জানান, তিনি জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস ও চীনের একজন উর্ধ্বতন কূটনীতিক ওয়াং ই এর সাথে এ বিষয়ে আলোচনা করেছেন৷

‘‘আমরা একমত হয়েছি যে, ইরাকের সার্বভৌমত্ব রক্ষা ও এ অঞ্চলের স্থিতিশীলতা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ,'' বলেন তিনি৷

পাশাপাশি ইরানকে ভিয়েনা চুক্তি বজায় রেখে উত্তেজনা বৃদ্ধি পায় এ ধরনের পদক্ষেপ থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি৷

আরআর/এফএস (এএফপি, রয়াটার্স)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ