সোলেইমানি হত্যা: মার্কিন সেনাদের বহিস্কার করবে ইরাক?
৪ জানুয়ারি ২০২০
জেনারেল কাসেম সোলেইমানি হত্যার প্রতিবাদে ইরানের পাশাপাশি প্রতিবাদ চলছে ইরাকেও৷ শুক্রবার মার্কিন বাহিনীর হামলায় একজন ইরাকি সিনিয়র মিলিশিয়া কমান্ডারও নিহত হয়৷
বিজ্ঞাপন
এ হামলাকে ইরাকের সার্বভৌমত্বের উপর আঘাত বলে মন্তব্য করে এর নিন্দা জানিয়েছে দেশটি৷
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মার্কিন হামলার পর ইরাক সরকাররে উপর এ বিষয়ে চাপ প্রয়োগ করছে দেশটির জনগণ৷ ইরাকে নিয়োজিত মার্কিন সেনাদের দেশ থেকে বহিস্কারের দাবি উঠেছে বলেও জানা গেছে৷
ইরাকের বিরোধী শিয়া রাজনৈতিক দলের নেতারা দেশ থেকে মার্কিন সেনাদের বহিস্কারের দাবি জানিয়েছে৷ দেশটির বদর অর্গানাইজেশনের নেতা হামিদ আল-আমিরি বলেন, ‘‘আমরা নিরাপত্তা বাহিনীর সব সদস্যকে দেশ (ইরাক) থেকে বিদেশি সেনাদের বহিস্কারের জন্য একযোগে কাজ করার আহবান জানাচ্ছি৷''
এ পরিস্থিতিতে পার্লামেন্টের জরুরি অধিবেশন ডেকেছে ইরাক সরকার৷ রোববারের এ বিশেষ অধিবেশনে পরবর্তী পদক্ষেপের বিষয়ে ঘোষণা আসতে পারে৷
ইরাকের আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ও আইএসকে ঠেকাতে ইরাকের সেনাদের সহযোগিতায় পাঁচ হাজার দু'শ মার্কির সৈন্য রয়েছে বলে জানা গেছে৷
ইরাক যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যের এ দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে৷ এদিকে তেহরানের সাথেও দেশটির বর্তমান সরকারের কৌশলগত সম্পর্ক আছে৷
সোলেইমানি হত্যা, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ
ইরানের সেনা বাহিনীর শী্র্ষ কর্মকর্তা এবং কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলেইমানির নিহত হওয়ার খবরে ইরানসহ কয়েকটি দেশে অ্যামেরিকাবিরোধী বিক্ষোভ হয়েছে৷ শুক্রবার বাগদাদে মার্কিন বিমান হানায় নিহত হন সোলেইমানি৷
ছবি: Reuters/WANA/N. Tabatabaee
মার্কিন পতাকা পুড়িয়ে বিক্ষোভ
যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় কাসিম সোলেইমানির নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ইরানের রাজধানী তেহরানে মার্কিন পতাকা পুড়িয়ে দেন বিক্ষোভকারীরা৷
ছবি: Reuters/WANA/N. Tabatabaee
পুড়ছে ইসরায়েলের পতাকাও
সোলেইমানি নিহতের ঘটনায় এশিয়ার মুলসমান অধ্যুষিত দেশ পাকিস্তানের লাহোরে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভকারীরা যুক্তরাষ্ট্রের পাশপাশি ইসরায়েলের পতাকাতেও আগুন দেন৷
ছবি: picture-alliance/dpa/K. M. Chaudary
গুপ্তহত্যার প্রতিবাদ
সাধারণ ইরানীদের অত্যন্ত প্রিয় ছিলেন কাসিম সোলেইমানি৷ তাকে হত্যা করার খবরে হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ রাস্তায় নেমে আসেন৷
ছবি: Reuters/WANA/N. Tabatabaee
ছবি হাতে মাতম
তেহরানে বিক্ষোভকারীদের অনেকের হাতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খমেনির ছবি ছিল৷ যেন তারা খমেনির কাছে সোলেইমানি হত্যার বিচার চাইছেন৷
ছবি: AFP/T. Mustafa
পাকিস্তানে আরো প্রতিবাদ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদসহ আরো কয়েকটি শহরে সোলেইমানি হত্যার বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে৷ বিক্ষোভে নারীরাও অংশ নিয়েছেন৷
ছবি: picture-alliance/dpa/AP/B. K. Bangash
কাশ্মীরেও বিক্ষোভ
ভারতের কাশ্মীরেও কাসিম সোলেইমানি হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ হয়েছে৷
ছবি: Imago Images/ZUMA Press/F. Khan
দ্বিতীয় প্রভাবশালী নেতা
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খমেনির অত্যন্ত ঘনিষ্ঠজন কাসিম সোলেইমানি দেশটির দ্বিতীয় প্রভাবশালী নেতা হিসেবে বিবেচিত হতেন৷
ছবি: picture-alliance/dpa/Leaders Official Website
7 ছবি1 | 7
ইরানের গণমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া
ইরানের কুদস বাহীনির প্রধান কাসেম সোলেইমানি দেশটিতে বেশ জনপ্রিয় বলে জানা গেছে৷আর তাই দলমত নির্বিশেষে দেশটির সবাই এ হত্যার প্রতিবাদ করছে বলে জানা গেছে৷ হত্যার দিন থেকে দেশটির সবগুলো গণমাধ্যমই গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে সোলেইমানির হত্যাকাণ্ডের খবরটি৷ এমনকি দেশটির সংস্কারবাদী পত্রিকা হিসেবে পরিচিত আফতাব-এ ইয়াজদ এর শিরোনামও ছিল প্রতিশোধের৷
সতর্ক অবস্থানে যুক্তরাষ্ট্র
সোলেইমানিকে হত্যার পর বেশ কিছু সতর্ক পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র৷ ঘটনার কয়েক ঘন্টা পরই দেশটির নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের পরামর্শ দেওয়া হয়৷
এক বিবৃতিতে বাগদাদের মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রের নাগরিকদের দ্রুত ইরাক ত্যাগের নির্দেশনা দিয়েছে৷ বিবৃতিতে বলা হয়, ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকরা যেন যেকোনভাবে বিমান ধরে দেশ ত্যাগ করে৷ ফ্লাইট ধরতে না পারলে সড়ক পথে ইরাকের পাশ্ববর্তী দেশে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে৷ বিবৃতিতে আরো বলা হয়, ইরাকে অবস্থানরত মার্কিন নাগরিকরা যেন বাগদাদের মার্কিন দূতাবাসে আশ্রয় না চায়, কেননা চলমান পরিস্থিতিতে দূতাবাসের সেবা কার্যক্রম বন্ধ থাকবে৷৷
মধ্যপ্রাচ্যে নিজেদের অবস্থান দৃঢ় করতে আরো তিন হাজার সৈন্য পাঠানোর ঘোষণাও দেয়া হয়েছে৷ তবে এ অঞ্চলে গত কয়েকমাস ধরেই সৈন্য মোতায়েন করছিল দেশটি৷ গত বছরের মে মাস পর্যন্ত মধ্যপ্রাচ্যে মোট ১৪ হাজার সেনা মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র৷
ইরাকের নিরাপত্তারক্ষীদের প্রশিক্ষণের জন্য ন্যাটোর কয়েকশ সদস্য বাগদাদে নিয়োজিত ছিল৷ ন্যাটোর মুখপাত্র ডিলান হোয়াইট জানান, ইরাকে তাদের মিশন চলবে, তবে তা আপাতত স্থগিত রাখা হয়েছে৷
ভয়ঙ্কর প্রতিশোধের ঘোষণা খামেনির
সোলাইমানি হত্যায় ভয়ঙ্কর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি৷ সোলাইমানি দেখানো পথে এগিয়ে যাওয়ার শপথ নিয়েছে লেবাননের হেজবুল্লাহও৷ চলুন দেখা যাক এই ঘটনায় কার প্রতিক্রিয়া কেমন৷
ছবি: picture-alliance/AP Photo/Office of the Iranian Supreme Leader
মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা
দীর্ঘ টানাপড়েন, হুমকি-পালটা হুমকির পর অবশেষে ইরানের ওপর বড় আঘাত হানলো মার্কিন বাহিনী৷ ইরাকে মার্কিন বিমান হানায় নিহত হয়েছেন ইরানের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসিম সোলাইমানি৷ যার ফলে অ্যামেরিকা এবং ইরানের মধ্যে যে প্রক্সি যুদ্ধ চলছিল, তা আরও এক ধাপ এগিয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞেরা৷
ছবি: picture-alliance/AP Photo/Office of the Iranian Supreme Leader
পেন্টাগন
মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের নির্দেশেই এ হামলা করা হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন৷ ভবিষ্যতে ইরানকে যেকোনো হামলার পরিকল্পনা থেকে বিরত রাখতেই সোলাইমানিকে হত্যা করা হয়েছে বলেও এক বিবৃতিতে জানিয়েছে সংস্থাটি৷ বিশ্বের যেকোনো প্রান্তে অবস্থান করা মার্কিন নাগরিকদের রক্ষা করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে৷
ছবি: picture-alliance/dpa/A. Dunaway
ডনাল্ড ট্রাম্প
বাগদাদে মার্কিন দূতাবাসে ইরান সমর্থিত ইরাকি মিলিশিয়ার হামলার পরই তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছিলেন ট্রাম্প৷ বলেছিলেন, ‘‘কোনো প্রাণহানি বা আমাদের কোনো ক্ষয়ক্ষতি হলে তার জন্য ইরানই দায়ী থাকবে৷ সেজন্য তাদের চড়া মূল্য দিতে হবে৷ এটা কোনো সতর্কবার্তা নয়, এটা হুমকি৷’’ সোলাইমানিকে হত্যার পর নিজের টুইটার অ্যাকাউন্টে মার্কিন পতাকা শেয়ার করেছেন ট্রাম্প৷
ছবি: Getty Images/D. Angerer
মার্কিন কংগ্রেস
তবে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের পররাষ্ট্র বিষয়ক কমিটির প্রধান এলিওট এনজেল এক বিবৃতিতে বলেছেন, কংগ্রেসকে অবগতকরণ কিংবা কোনো আলোচনা ছাড়াই সোলাইমানির বিরুদ্ধে হামলা চালানো হয়েছে। কংগ্রেসকে না জানিয়ে এমনতর গুরুতর পদক্ষেপ সরকারের কংগ্রেস অবমাননার শামিল বলেও মন্তব্য করেন এনজেল।
ছবি: picture-alliance/dpa/J. Schwenkenbecher
খামেনির প্রতিশোধের বার্তা
কুদস ফোর্সের প্রধান কাসিম সোলাইমানিকে যারা হত্যা করেছে সেই ‘অপরাধীদের’ জন্য ভয়ঙ্কর প্রতিশোধ অপেক্ষা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। খামেনি বলেছেন, “প্রতিরোধ বাহিনীর জিহাদ দ্বিগুণ উদ্যমে অগ্রসর হবে, অবশ্যই পবিত্র এ যুদ্ধে যোদ্ধাদের জন্য নিশ্চিত বিজয় অপেক্ষা করছে।’’ সোলেইমানির মৃত্যুতে তিনদিনের ‘রাষ্ট্রীয় শোকের’ ঘোষণাও দিয়েছে ইরান।
ছবি: ravapress.ir
হেজবুল্লাহর শোক
যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধের ঘোষণা দিয়েছে লেবাননের শিয়া মিলিশিয়া গোষ্ঠী হেজবুল্লাহ আন্দোলন৷ এক বিবৃতিতে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ বলেছেন, বিশ্বজুড়ে সব প্রতিরোধ যোদ্ধাদের কাজ ও দায়িত্ব হচ্ছে এসব খুনি অপরাধীদের যথাযথ শাস্তি দেয়া। সোলাইমানির দেখানো পথে হেজবুল্লাহ অগ্রসর হবে বলেও জানান নাসরাল্লাহ৷
ছবি: picture-alliance/dpa/AP Photo/B. Hussein
ইরানের পাশে রাশিয়া
সোলাইমানির হত্যা মধ্যপ্রাচ্যে উত্তেজনা উসকে দেবে বলে মন্তব্য করেছে রাশিয়া৷ সংবাদ সংস্থা তাস পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভকে উদ্ধৃত করে জানিয়েছে, ‘‘সোলাইমানি পরম বিশ্বস্ততার সঙ্গে ইরানিদের স্বার্থ সুরক্ষায় কাজ করেছেন। আমরা ইরানি জনগণের প্রতি গভীর শোক জানাচ্ছি।’’
ছবি: picture-alliance/dpa/TASS/A. Shcherbak
ইরাকে যুদ্ধের শঙ্কা
মার্কিন হামলায় সোলাইমানি ছাড়াও ইরাকি কমান্ডার আবু মাহদি আল মুহান্দিসসহ আরো চারজন নিহত হয়েছেন৷ এই হামলাকে আগ্রাসন আখ্যা দিয়ে নিন্দা জানিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদি। এক বিবৃতিতে তিনি জানিয়েছেন, ইরাকের মাটিতে মার্কিন সেনা উপস্থিতির শর্তের লঙ্ঘন ঘটেছে এ হামলায়। এর ফলে ভয়াবহ যুদ্ধের আশঙ্কাও প্রকাশ করেন তিনি৷ মুহান্দিস ছিলেন আধা সামরিক বাহিনী হাশেদ আল-শাবির উপপ্রধান।
ছবি: Getty Images/AFP/A. Al-Rubaye
তেহরানে বিক্ষুব্ধ জনতার ঢল
ইরাকে মার্কিন হামলায় ইরানি জেনারেল নিহতের ঘটনায় তীব্র বিক্ষোভ চলছে তেহরানে৷ জুম্মার নামাজের পর হাজার হাজার মানুষ নেমে এসেছেন রাস্তায়৷
ছবি: picture-alliance/AP Photo/V. Salemi
ট্রাম্পের পাশে ইসরায়েল
রাষ্ট্রীয় সফরে গ্রিসে থাকা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সফর সংক্ষেপ করে দেশে ফেরত গেছেন৷ এয়ারপোর্টে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘‘যুক্তরাষ্ট্রের নিজেকে রক্ষার অধিকার রয়েছে৷ ট্রাম্প দক্ষভাবে সে কাজটিই করেছেন৷ ইসরায়েল ট্রাম্পের পাশে আছে৷’’