1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোচিতে ভারতের পতাকা

১২ ফেব্রুয়ারি ২০১৪

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিল আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা আইওসি৷ ফলে সোচিতে উইন্টার অলিম্পিকে ভারতের পতাকা উত্তোলনে আর বাধা রইল না৷

Bildergalerie Ausblick Sportereignisse 2014 Olympia Sotschi
ছবি: KIRILL KUDRYAVTSEV/AFP/Getty Images

ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-এর মহাসচিব রাজীব মেহতা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, মঙ্গলবার সকালে আইওসি নির্বাহী কমিটির বৈঠকেই এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়৷

২০১২ সালের ডিসেম্বরে আইওসি ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ আইওসি দুর্নীতির অভিযোগ আছে ভারতের জাতীয় ক্রীড়া সংস্থার এমন কর্মকর্তাদের অপসারণের দাবি জানায় এবং নতুন নেতা নির্বাচনের শর্ত জুড়ে দেয়, যা চলতি সপ্তাহে সম্পন্ন হয়৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের ছোটভাই এন রামচন্দ্রন৷ এরপরই নির্বাসন প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷

আইওসি জানিয়েছে, এই প্রথম অলিম্পিক গেমস চলাকালীন কোনো জাতীয় দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো এবং সাথে সাথে তা বাস্তবায়ন করা হল৷ গত ১৪ মাস ধরে এই নিষেধাজ্ঞার ফলে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের জন্য ছিল না জাতীয় পতাকার ছত্রছায়া৷ ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ও আইওসি-র লাগাতার চাপে অবশেষে গত রবিবার দুর্নীতির অভিযোগে চার্জশিট থাকা সদস্যদের বাদ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়৷ নির্বাচিত হওয়ার পর রামাচন্দ্রন জানিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য সোচিতে চলা শীতকালীন অলিম্পিকে ভারতীয় পতাকা ফিরিয়ে আনা৷

আইওসি-র মুখপাত্র মার্ক এডামস জানিয়েছেন, ‘‘আমরা যেমন ভাবে চেয়েছিলাম সব ঠিকঠাক মতোই হয়েছে, তাই আমরা খুশি৷'' ভারতীয় অ্যাথলিট শিবা কেশাভান অবশ্য বলেছেন, ‘‘দুর্নীতির কারণে পুরো বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়েছে, আমরা আমাদের পতাকা বহন করতে পারিনি৷ এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে?''

এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ