সোচিতে ভারতের পতাকা
১২ ফেব্রুয়ারি ২০১৪ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন বা আইওএ-এর মহাসচিব রাজীব মেহতা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে, মঙ্গলবার সকালে আইওসি নির্বাহী কমিটির বৈঠকেই এই নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়৷
২০১২ সালের ডিসেম্বরে আইওসি ভারতের উপর নিষেধাজ্ঞা আরোপ করে৷ আইওসি দুর্নীতির অভিযোগ আছে ভারতের জাতীয় ক্রীড়া সংস্থার এমন কর্মকর্তাদের অপসারণের দাবি জানায় এবং নতুন নেতা নির্বাচনের শর্ত জুড়ে দেয়, যা চলতি সপ্তাহে সম্পন্ন হয়৷ ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বিসিসিআই সভাপতি শ্রীনিবাসনের ছোটভাই এন রামচন্দ্রন৷ এরপরই নির্বাসন প্রত্যাহার করে নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি৷
আইওসি জানিয়েছে, এই প্রথম অলিম্পিক গেমস চলাকালীন কোনো জাতীয় দলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো এবং সাথে সাথে তা বাস্তবায়ন করা হল৷ গত ১৪ মাস ধরে এই নিষেধাজ্ঞার ফলে কোনো আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারতীয় অ্যাথলিটদের জন্য ছিল না জাতীয় পতাকার ছত্রছায়া৷ ভারতীয় ক্রীড়া মন্ত্রণালয় ও আইওসি-র লাগাতার চাপে অবশেষে গত রবিবার দুর্নীতির অভিযোগে চার্জশিট থাকা সদস্যদের বাদ দিয়েই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়৷ নির্বাচিত হওয়ার পর রামাচন্দ্রন জানিয়েছিলেন, তাঁর মূল লক্ষ্য সোচিতে চলা শীতকালীন অলিম্পিকে ভারতীয় পতাকা ফিরিয়ে আনা৷
আইওসি-র মুখপাত্র মার্ক এডামস জানিয়েছেন, ‘‘আমরা যেমন ভাবে চেয়েছিলাম সব ঠিকঠাক মতোই হয়েছে, তাই আমরা খুশি৷'' ভারতীয় অ্যাথলিট শিবা কেশাভান অবশ্য বলেছেন, ‘‘দুর্নীতির কারণে পুরো বিশ্বের কাছে আমাদের মাথা হেঁট হয়েছে, আমরা আমাদের পতাকা বহন করতে পারিনি৷ এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে?''
এপিবি/ডিজি (এপি, এএফপি, রয়টার্স)