1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিক

৪ ফেব্রুয়ারি ২০১৪

জার্মান অলিম্পিক স্পোর্ট ফেডারেশনের মহাপরিচালক মিশায়েল ভেস্পার সেটাকেও আকাশকুসুম মনে করেন না৷ অপরদিকে জার্মান স্কি দৌড়বীর ফেলিক্স নয়রয়টার পুনরায় সোচির অলিম্পিকে বিপুল অর্থব্যয়ের সমালোচনা করেছেন৷

ছবি: KIRILL KUDRYAVTSEV/AFP/Getty Images

২০১০ সালে ক্যানাডার ভ্যাংকুভারের শীতকালীন অলিম্পিকে জার্মান দল শুধু আমন্ত্রণকর্তা ক্যানাডার চেয়ে কম পদক জিতেছিল৷ তার চার বছর আগে তুরিনে জার্মান দল বাস্তবিক শীতকালীন অলিম্পিকে পদকের তালিকার শীর্ষে ছিল৷ কাজেই এবার মিশায়েল ভেস্পার সোচিতে জার্মানির ‘‘৩০টি পদকের একটি বেশি'' জেতাকে বাস্তবসম্মত লক্ষ্য বলেই গণ্য করছেন৷

অপরদিকে পেশাদারি খেলাধুলায় আজ বিভিন্ন দেশ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে৷ সোচিতেও রাশিয়া, ক্যানাডা, নরওয়ে প্রমুখ দেশ পদকের তালিকার শীর্ষে স্থান নেওয়ার চেষ্টা করবে৷ সোচির অলিম্পিকে ১২টি নতুন প্রতিযোগিতা থাকছে৷ এমনকি আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ নিয়েও বিভিন্ন দেশের মধ্যে টানাপোড়েন চলে৷ সব ক্ষেত্রেই অর্থের একটা ভূমিকা রয়েছে – এবং জার্মানিতে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলাধুলার জন্য অর্থসংস্থান সম্প্রতি খুব একটা বাড়েনি৷ এ সবই মিশায়েল ভেস্পার জানেন এবং জার্মান ডিপিএ সংবাদ সংস্থার সাক্ষাৎকারে উল্লেখও করেছেন৷

জার্মান অলিম্পিক স্পোর্ট ফেডারেশনের মহাপরিচালক মিশায়েল ভেস্পারছবি: picture-alliance/dpa

ওদিকে অ্যালপাইন স্কি-তে জার্মানির সোনা জেতার আশা ফেলিক্স নয়রয়টার আবার সোচিতে শীতকালীন অলিম্পিক আয়োজনের অথবা তার ‘‘আজগুবি'' ৪০ বিলিয়ন ইউরো খরচের সমালোচনা করেছেন৷ স্লালোম এবং জায়ান্ট স্লালোম-এ জার্মানির টপ হোপ ২৯ বছর বয়সি নয়রয়টার বলেছেন, ‘‘আমার মতে সোচি, পিয়ংচাং-কে ২০১৮ সালের অলিম্পিক এবং কাতারকে ফুটবল বিশ্বকাপ দেওয়ার প্রবণতা সঠিক পন্থা নয়৷''

নরওয়ের লিলেহ্যামারে ১৯৯৪ সালের শীতকালীন অলিম্পিক্স আজও অনেকের কাছে অন্তরঙ্গ পরিবেশে আন্তরিক খেলাধুলার একটা ভাবমূর্তি হয়ে রয়েছে৷ ২৩ হাজার মানুষের একটা ছোট্ট শহর ছিল লিলেহ্যামার৷ ১৯৯৪ সালের গোটা অলিম্পিকের বাজেট ছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডয়েচমার্ক৷ নতুন স্টেডিয়াম ইত্যাদি তৈরির জন্য মোট খরচ করা হয়েছিল ৩০০ মিলিয়ন মার্ক৷ এবার সোচিকে ককেশাসের ক্রাসনাইয়া পলিয়ানার স্কি ঢালগুলোর সঙ্গে যুক্ত করার জন্য যে মোটরওয়ে তৈরি করা হয়েছে, শুধু তারই খরচা পড়েছে – কিলোমিটার প্রতি – ২০০ মিলিয়ন ইউরো!

কৃষ্ণসাগরের উপকূলে শীত খুব বেশি পড়ে না, তাই শীতকালীন অলিম্পিক্সের জন্য বরফ জমা করে রাখতেই খরচ পড়েছে আট মিলিয়ন ইউরো৷

এসি/ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ