1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘‘সোনার বল’’ আমার: রিবেরি

২৭ নভেম্বর ২০১৩

ফিফার ‘ওয়ার্ল্ড প্লেয়ার অফ দ্য ইয়ার’ পুরস্কার বলে কথা, মানে বলছি ‘গোল্ডেন বল’-এর কথা৷ মেসি, রোনাল্ডোকে পিছনে ফেলে এবার তিনিই সেই সোনার বল জিতবেন, ফরাসি ল্য মঁদ পত্রিকাকে বলেছেন বায়ার্নের তারকা ফ্রাংক রিবেরি৷

Bayern Munich's Mario Mandzukic (C) tries to score past Borussia Dortmund's Manuel Friedrich (L) during their German first disvison Bundesliga soccer match in Dortmund, November 23, 2013. REUTERS/Ina Fassbender (GERMANY - Tags: SPORT SOCCER) DFL RULES TO LIMIT THE ONLINE USAGE DURING MATCH TIME TO 15 PICTURES PER GAME. IMAGE SEQUENCES TO SIMULATE VIDEO IS NOT ALLOWED AT ANY TIME. FOR FURTHER QUERIES PLEASE CONTACT DFL DIRECTLY AT + 49 69 650050.
ছবি: Reuters

বলতে কি, ফ্রাংক রিবেরির ৩০ বছর বয়স হয়েছে৷ বায়ার্ন মিউনিখ দলে তিনি যে একজন তারকা, সে বিষয়ে কোনো সন্দেহ নেই৷ আরিয়েন রবেনের সঙ্গে জুটে তাঁদের দু'জনে যে রবেন প্লাস রিবেরি ইকোয়াল টু ‘রবারি', অর্থাৎ ‘ডাকাতি' জুটি, তা সারা দুনিয়া জেনে গেছে৷

আবার ফরাসি জাতীয় দলে খোদ জিনেদিন জিদানের যশঃসূর্য যখন মধ্যাহ্ন গগনে, তখনই তরুণ তুর্কি রিবেরি অনেকের চোখে পড়তে শুরু করেছিলেন৷ এবং আজও যে তিনি নড়বড়ে ফরাসি টিমের একটা বড় খুঁটি, সেটা তিনি প্রমাণ করে দিয়েছেন ইউক্রেনের বিরুদ্ধে শেষ প্লে-অফ ম্যাচে

তা সত্ত্বেও রিবেরি যখন গত সোমবার ল্য মঁদ পত্রিকার সাক্ষাৎকারে বললেন যে, তিনি সোনার বল জেতার আশা এবং আস্থা রাখেন এই কারণে যে, তিনি ‘‘(একটা দলের ভালো খেলা আর খারাপ খেলার মধ্যে) ফারাকটা করতে পারেন'' এবং ‘‘(প্রতিপক্ষের) ডিফেন্সে আগুন ধরিয়ে দিতে পারেন'', তখন যাবতীয় লস্ট ইন ট্রানস্লেশন এফেক্ট সত্ত্বেও বলতে হয়: একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না?

‘‘আমার কোনো ভয় নেই৷ আমার পূর্ণ আস্থা আছে৷ আমার পক্ষে যা করা সম্ভব ছিল, আমি তা সব করেছি৷ সারা বছর ধরে আমার পারফর্মেন্স যদি দেখেন, তফাৎটা আমিই করে দিয়েছে৷ প্রতি ম্যাচে গোল হয়ত করিনি কিন্তু (প্রতিপক্ষের) ডিফেন্সে আগুন ধরিয়ে দিয়েছি'', বলেছেন রিবেরি৷ ‘‘এ বছর আমি এ পর্যন্ত কখনো ব্যর্থ হইনি৷ গোটা বছরটা ধরে আমার জাতীয় দল এবং ক্লাবের হয়ে ভালো খেলেছি৷ গত মরশুমে আমরা বায়ার্নের হয়ে যা করেছি, তা তো ঐতিহাসিক৷''

আর ২০০৮ সালের ‘গোল্ডেন বল' বিজয়ী ক্রিস্টিয়ানো রোনাল্ডো, বিশেষ করে বিশ্বকাপের প্লে-অফে সুইডেনের বিরুদ্ধে তাঁর অনবদ্য হ্যাট্রিকের পর? সেদিক থেকে প্রতিযোগিতা আসতে পারে বলে তাঁর ভয় করে না? ‘‘আদৌ নয়, সত্যি করে বলছি৷ রোনাল্ডো নিশ্চয় গোল করে থাকে, কিন্তু সেটা আমিও করি৷ ও নিশ্চয় আমার চেয়ে বেশি গোল করে থাকে, কিন্তু আমাদের স্টাইল তো এক নয়'', বলেছেন রিবেরি৷

এবারের সম্ভাব্য ‘গোল্ডেন বল'-এর প্রার্থীদের তালিকায় রিবেরির সঙ্গে লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, এছাড়া বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা এবং রেয়ালের গ্যারেথ বেল-ও আছেন৷ শেষ তিনজন প্রার্থীর শর্টলিস্ট ঘোষণা করা হবে ডিসেম্বরের সূচনায়৷ চূড়ান্ত বিজয়ীর নাম ঘোষিত হবে ১৩ ডিসেম্বর৷

এসি/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ