1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বিচ্ছিন্নতার পথে কাটালুনিয়া

৫ অক্টোবর ২০১৭

স্পেন ও কাটালুনিয়ার রাজ্য সরকারের মধ্যে সংলাপ বন্ধ থাকায় সংকট কাটছে না৷ এই অবস্থায় সোমবারই একতরফাভাবে স্বাধীনতা ঘোষণা করতে পারে কাটালুনিয়া রাজ্য বিধানসভা৷ মাদ্রিদ মধ্যস্থতার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে৷

সোমবার স্বাধীনতা ঘোষণা করতে পারে কাটালুনিয়া
ছবি: Reuters/E.Alonso

গণভোটের পর স্পেনের কাটালুনিয়া রাজ্য আগামী সোমবার একতরফা স্বাধীনতা ঘোষণার ইঙ্গিত দিয়েছে৷ এই অবস্থায় ইউরোপীয় ইউনিয়ন আলোচনার মাধ্যমে বর্তমান সংকট মিটিয়ে ফেলার প্রস্তাব দিয়েছে৷  কিন্তু স্পেনের ফেডারেল সরকার এ নিয় কোনো রকম আপোশ করতে নারাজ৷ কাটালুনিয়ার মুখ্যমন্ত্রী কারলেস পুজেমন মধ্যস্থার যে প্রস্তাব দিয়েছেন, তা প্রত্যাখ্যান করেছে স্পেনের সরকার৷ স্পেনের প্রধানমন্ত্রী মারিয়ানো রাখোই-এর দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, বেআইনি কোনো বিষয় নিয়ে সরকার আলোচনা করবে না, ব্ল্যাকমেল বা হুমকির মুখেও নয়৷ একমাত্র আইনের কাঠামোর মধ্যেই গণতন্ত্রে আলোচনা হতে পারে৷ আলোচনা চাইলে পুজেমনকে আবার আইনের পথে ফিরতে হবে৷

স্পেনের সরকার, সাংবিধানিক আদালত ও রাজা ফেলিপে স্বাধীনতার লক্ষ্যে কাটালুনিয়ার ‘বেআইনি' একতরফা পদক্ষেপেরজোরালো বিরোধিতা করে চলেছেন৷ ইউরোপীয় ইউনিয়নও কাটালুনিয়াকে সাহায্য করতে এগিয়ে আসছে না৷ ইইউ স্পেনের সার্বভৌমত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ৷ এমন একঘরে অবস্থা সত্ত্বেও স্বাধীনতাকামী শক্তি সোমবার কাটালুনিয়ার রাজ্য বিধানসভার পূর্ণ অধিবেশন ডেকেছে৷ সেখানে গণভোটের চূড়ান্ত ফলাফল নিয়ে বিতর্ক হবে৷ রাজ্য সরকারের এক প্রতিনিধি সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন, অধিবেশনের গতিপ্রকৃতির উপর নির্ভর করবে যে সেদিনই স্বাধীনতা ঘোষণা করা হবে কিনা৷

কাটালুনিয়া রাজ্য সত্যি একতরফা স্বাধীনতা ঘোষণা করলে স্পেনের ফেডারেল সরকার তা মেনে নিতে অস্বীকার করে রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারে৷ উল্লেখ্য, স্পেনে গণতন্ত্র প্রতিষ্ঠার পর এমন হস্তক্ষেপের প্রয়োজন হয়নি৷ সে ক্ষেত্রে অবশ্য চরম প্রতিবাদ-বিক্ষোভের আশঙ্কা রয়েছে৷ গণভোটের দিন থেকেই কাটালুনিয়ায় বিক্ষোভ চলছে৷ বিশেষ করে ফেডারেল পুলিশ বাহিনীর কড়া পদক্ষেপের বিরুদ্ধে প্রতিবাদ বন্ধ হচ্ছে না৷

শুধু স্পেনের সংবিধান ও আইন অমান্য করার কারণে নয়, কাটালুনিয়ার গণভোটের বৈধতা নিয়ে অন্য কারণেও বিতর্ক রয়েছে৷ মাত্র ৪২ শতাংশ ভোটারের মধ্যে প্রায় ৯০ শতাংশ স্বাধীনতার পক্ষে সমর্থন জানানোর ফলে সংখ্যাগরিষ্ঠ মানুষের মতামত প্রতিফলিত হয়নি বলে মনে করছেন সমালোচকরা৷ তাছাড়া এমন একতরফা স্বাধীনতার পরিণাম কাটালুনিয়ার জন্য আদৌ ইতিবাচক হবে কিনা, সেই প্রশ্নও উঠছে৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ