1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোমবার সারাদেশে নিহত অন্তত ৫৬

৫ আগস্ট ২০২৪

বাংলাদেশে সোমবার অন্তত ৫৬ জন নিহত হয়েছেন৷ এরমধ্যে ৪৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

বাংলাদেশ
বাংলাদেশে সোমবার অন্তত ৫৬ জন নিহত হয়েছেন৷ছবি: Abu Sufian Jewel/ZUMA/dpa/picture alliance

এরমধ্যে ৪৪ জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি৷

এছাড়া চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলে অন্তত ১১ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে৷

হবিগঞ্জে পুলিশের গুলিতে নিহত ৬

হবিগঞ্জের বানিয়াচং থানা ঘেরাও করে আগুন জ্বালিয়ে দিয়েছেন বিক্ষুব্ধ লোকজন৷ এতে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন ছয়জন৷ আহত হয়েছেন পুলিশসহ দেড় শতাধিক৷

বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলো জানায়, সোমবার দুপুরে বানিয়াচং উপজেলার এল আর সরকারি উচ্চবিদ্যালয়ে অনেক মানুষ সমবেত হয়ে একটি মিছিল নিয়ে বেলা ১টার দিকে উপজেলার নতুন বাজার হয়ে বড় বাজার যায়৷ সেখানে শিক্ষার্থীদের উপস্থিতি আরও বাড়লে আন্দোলনকারীরা থানার সামনে দিয়ে যেতে চাইলে স্থানীয় ঈদগা এলাকায় পুলিশ বাধা দেয়৷ এ নিয়ে পুলিশের সঙ্গে কথা-কাটাকাটি হয়৷ আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়তে থাকলে পুলিশ রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল, সাউন্ড গ্রেনেড ছুড়তে থাকে৷ পুলিশের গুলিতে ঘটনাস্থলে তিনজনসহ ছয়জন নিহত হন৷ আহত হন পুলিশসহ দেড় শতাধিক মানুষ৷

উত্তরায় নিহত ১০

সোমবার সন্ধ্যায় উত্তরা পূর্ব থানা ঘেরাও করে রেখেছিল বিক্ষুব্ধ জনতা৷ এসময় সংঘর্ষে ১০জন নিহত হয়েছেন৷

উত্তরার ক্রিসেন্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, সেখানে ১০ জনের মরদেহ আছে৷ আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক৷

উত্তরার বিভিন্ন হাসপাতালে শতাধিক মানুষ চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে৷

গণভবনে হাজারো জনতা

02:07

This browser does not support the video element.

যশোরে নিহত ৮

যশোরের চিত্রা মোড়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য শাহীন চাকলাদারের মালিকানাধীন জাবির ইন্টারন্যাশনাল আবাসিক হোটেলে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা৷

এই ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন৷

আরআর/জেডএইচ (প্রথম আলো, ডেইলি স্টার, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ