গুরুত্বপূর্ণ আইএস নেতাকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে অ্যামেরিকা। সোমালিয়ায় মার্কিন বাহিনী স্পেশাল অপারেশন চালিয়েছিল।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার অ্যামেরিকা জানিয়েছে, দীর্ঘ পরিকল্পনার পর ওই অপারেশন চালিয়েছিল দেশের সেনা। উত্তর সোমালিয়ার একেবারে প্রান্তিক এক অঞ্চলে এই অপারেশন চালানো হয়েছে। নিহত আইএস-এর আঞ্চলিক নেতা বিলাল আর সুদানি। বিলাল শুধু সোমালিয়া নয়, গোটা এলাকার আইএস সংগঠনকে চালনা করতো। বৃহস্পতিবার সাংবাদিকদের ডেকে এই খবর জানিয়েছেন অ্যামেরিকার প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন।
মধ্য আফ্রিকায় আইএস-এর সহযোগী কারা?
কঙ্গোর পূর্বাঞ্চলের গ্রামে গত দুই বছরে রাতে হামলা চালিয়ে কয়েকশ মানুষকে হত্যা করেছে এডিএফ৷ ২০১৯ সালে তারা ইসলামিক স্টেট, আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ করেছিল৷
শুরুর কথা
১৯৯০ দশকের শুরুতে উগান্ডার সরকারের বিরোধী হিসেবে জামিল মুকুলুর নেতৃত্বে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্স এডিএফ এর যাত্রা শুরু হয়৷ উগান্ডায় একটি ইসলামি সরকার বসানোর লক্ষ্য ছিল তাদের৷ ছবিতে এডিএফ এর হামলায় পুড়ে যাওয়া বাড়ি দেখা যাচ্ছে৷
ছবি: Alexis Huguet/AFP/Getty Images
প্রতিষ্ঠা উগান্ডায়, কাজ কঙ্গোতে
২০১৩ সালে কঙ্গোর বেনি এলাকায় একের পর এক নৃশংস হত্যাকাণ্ড চালায় এডিএফ৷ এর পরের বছর তাদের বিরুদ্ধে অভিযান শুরু করে কঙ্গোর সেনাবাহিনী৷ তখন মুকুলু পালিয়ে তাঞ্জানিয়া চলে যান৷ ২০১৫ সালে তাকে গ্রেপ্তার করে উগান্ডায় নিয়ে যাওয়া হয়৷ ছবিতে এডিএফ এর হামলায় নিহতদের সমাধি দেখা যাচ্ছে৷
ছবি: Getty Images/AFP/K. Mailro
আইএস এর প্রতি আনুগত্য প্রকাশ
মুকুলু গ্রেপ্তার হওয়ার পর এডিএফ এর ঊর্ধ্বতন ইসলামিক লিগ্যাল কর্মকর্তা সেকা মুসা বালুকু দায়িত্ব নেন৷ তিনি এডিএফকে আন্তর্জাতিক জিহাদি গোষ্ঠীতে পরিণত করার লক্ষ্য নির্ধারণ করেন৷ ২০১৯ সালের মাঝামাঝি আইএস এর এক ভিডিওতে এসে বালুকু তাদের প্রতি আনুগত্য প্রকাশ করেন৷
আবার অভিযান
২০১৯ সালের অক্টোবরে এডিএফ এর বিরুদ্ধে আবার অভিযান শুরু করে কঙ্গোর সেনাবাহিনী৷ এর প্রতিশোধ নিতে সাধারণ মানুষের উপর হামলা শুরু করে এডিএফ৷ জাতিসংঘ বলছে, গতবছর ৮০০র বেশি মানুষ হত্যা করেছে এডিএফ৷
ছবি: Reuters/Kenny Katombe
আধুনিক বিস্ফোরক ডিভাইস তৈরি
জাতিসংঘের বিশেষজ্ঞরা বলছেন, কঙ্গোর বাইরে থেকে ফাইটাররা গতবছর সেখানে গিয়ে এডিএফকে আধুনিক বিস্ফোরক ডিভাইস তৈরির প্রশিক্ষণ দেয়৷
ছবি: Getty Images/K.Maliro
হামলার দায় স্বীকার আইএস এর
২০১৯ সালের এপ্রিলে কঙ্গোতে একটি হামলার দায় স্বীকার করেছিল আইএস৷ গতমাসে উগান্ডায় দুটি হামলার দায় স্বীকার করে তারা৷ ঐ দুই হামলায় একজন প্রাণ হারান৷ এরপর গত মঙ্গলবার উগান্ডায় সংসদ ও পুলিশ সদরদপ্তরের কাছে চালানো দুটি আত্মঘাতী হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট৷ ঐ হামলায় চারজন প্রাণ হারান৷ এডিএফ সদস্য মেডি এনকালুবো এই পরিকল্পনা করেন বলে জানিয়েছে মার্কিন ব্রিজওয়ে ফাউন্ডেশন৷
ছবি: Abubaker Lubowa/REUTERS
6 ছবি1 | 6
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নির্দেশে এই অপারেশন চালানো হয়েছিল। সূত্রের দাবি, পাহাড়ের গুহায় লুকিয়ে ছিল আল সুদানি। মার্কিন বাহিনী সেখানে পৌঁছানোর পর অন্তত ১০ আইএস যোদ্ধার সঙ্গে তাদের তুমুল লড়াই হয়। তাদের সকলকে হত্যা করার পর সুদানিকে মারা হয়। অপারেশনে কোনো সাধারণ মানুষের মৃত্যু হয়নি। কেবলমাত্র একজন মার্কিন সেনা আহত হয়েছেন। তাকে একটি সেনার কুকুর আক্রমণ করেছিল।
কে এই বিলাল আল সুদানি
অ্যামেরিকার দাবি, আইএস সংগঠনে যোগ দেওয়ার আগে আল কায়দার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিল বিলাল। আল শাবাবে যোদ্ধাদের প্রশিক্ষণ এবং যোগদানের দায়িত্ব ছিল তার। পরে আল কায়দা ছেড়ে আইস সংগঠনে যোগ দেয় সুদানি। আফ্রিকা এবং আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে ছিল সে। এই গোটা অঞ্চলের অপারেশনের ফান্ড সে জোগাড় করতো।