1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজসোমালিয়া

সোমালিয়ায় বিস্ফোরণ, নিহত শতাধিক

৩১ অক্টোবর ২০২২

আল কায়দার একটি শাখা বিস্ফোরণের দায় স্বীকার করে নিয়েছে। সোমালিয়ার প্রেসিডেন্ট বিদেশি চিকিৎসকদের সাহায্য চেয়েছেন।

সোমালিয়া
ছবি: ABDIHALIM BASHIR/REUTERS

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, জোড়া গাড়ি বিস্ফোরণ হয় সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে। সে সময় রাস্তায় বহু মানুষ ছিলেন। প্রচুর শিশুও ছিল। ঘটনাস্থলেই অন্তত ১০০ জনের মৃত্যু হয়। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি অন্তত ৩০০ জন। মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা আছে।

যেখানে বিস্ফোরণ হয়েছে, সোমালিয়ার শিক্ষা মন্ত্রণালয় তার খুব কাছে। আর তার পাশেই পররাষ্ট্র মন্ত্রণালয়। শিক্ষা মন্ত্রণালয়কে টার্গেট করেই বিস্ফোরণ ঘটানো হয়েছে। পাশেই একটি স্কুল আছে। সেখান থেকে ওই সময় বহু শিশু বার হচ্ছিল। যে কারণে, বিস্ফোরণে বহু শিশুর মৃত্যু হয়েছে। হাসপাতালেও ভর্তি অনেকে।

সোমালিয়ার প্রেসিডেন্ট সংবাদমাধ্যমকে জানিয়েছেন, যেভাবে হাসপাতাল ভরে যাচ্ছে, তাতে দেশের চিকিৎসকদের পক্ষে আর সামলানো সম্ভব হচ্ছে না। বিদেশ থেকে চিকিৎসকরা এসে বাচ্চাদের বাঁচাতে সাহায্য করুক। পরিস্থিতি মোকাবিলার জন্য মুসলিম দেশগুলির কাছ থেকে তিনি সাহায্যও চেয়েছেন।

কেন বিস্ফোরণ

আল কায়দার একটি শাখার নাম আল-শাবাব। তারা এই ঘটনার দায় স্বীকার করেছে। তারা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ই টার্গেট ছিল। কারণ, দেশের সরকার ইসলামবিরোধী সিলেবাস তৈরি করছে। তারা অমুসলিম দেশগুলির কাছ থেকে সাহায্য নিচ্ছে। দেশের ছাত্রছাত্রীদের ভুল পথে চালিত করছে। দেশের সরকার তাদের শত্রু। দেশের শিক্ষাব্যবস্থা ইসলামের শত্রু। সে কারণেই এই বিস্ফোরণ ঘটানো হয়েছে।

অতীতেও সোমালিয়ায় একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে এই সন্ত্রাসীরা। অপরহণ, বিস্ফোরণের মতো ঘটনা ঘটাতেই থাকে তারা। সোমালিয়া আগেও এ বিষয়ে আন্তর্জাতিক মঞ্চগুলির কাছে সাহায্য চেয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সকলের সাহায্য চেয়েছে। তবে সম্প্রতি যে বিস্ফোরণটি হয়েছে, তা অতীতের সমস্ত ঘটনাকে ছাপিয়ে গেছে।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ