1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোলার মডিউল রিসাইক্লিং

ক্লাউডিয়া সালা/এসবি২৩ নভেম্বর ২০১৩

সৌরবিদ্যুতের ব্যবহার বেড়ে চললেও সোলার প্যানেল বাতিল হবার পর সেগুলির রিসাইক্লিং-এর উদ্যোগ এখনো খুব একটা দেখা যায় না৷ জার্মানিতে এবার এই রিসাইক্লিং বাধ্যতামূলক হয়ে উঠবে৷

ছবি: Fotolia/M.Lohrbach

ফ্রেম খুলে নিয়ে অ্যালুমিনিয়াম আবারো কাজে লাগানো সম্ভব৷ এখনো এই ধরনের সোলার মডিউলের রিসাইক্লিং তেমন একটা হয় না৷ তবে আগামী বছর থেকে এই প্রবণতা বাড়ার কথা৷ তখন সোলার মডিউলের আয়ু শেষ হলে রিসাইক্লিং বাধ্যতামূলক হয়ে পড়বে৷

জার্মানির লান্ডবেল কোম্পানি উৎপাদক ও আমদানিকারীদের এ কাজে সহায়তা করতে এগিয়ে এসেছে, যাতে তারা নিয়ম মেনে বাতিল প্যানেলগুলি ফেলে দেয়ার ব্যবস্থা করতে পারে৷ কোম্পানির প্রতিনিধি ইয়ান পাট্রিক শুলৎস বলেন, ‘‘প্রথমে তাদের সম্ভবত নিবন্ধন করতে হবে৷ তারপর মডিউলের সম্ভাব্য সংখ্যা জানাতে হবে৷ এর জন্য অর্থের যোগান নিশ্চিত করতে হবে৷ কোম্পানি উঠে যাবে না, তার গ্যারেন্টি দিতে হবে৷ প্রতি মাসের বিক্রির হিসাব দিতে হবে৷''

গ্রাহকের এই সব দায়িত্ব নিয়ে নিতে চায় লান্ডবেল কোম্পানি৷ বড় খদ্দেরদের মধ্যে রয়েছে ‘ইয়ুউই'৷ তারা সোলার প্লান্টের পরিকল্পনা ও উৎপাদন – দুটি কাজই করে৷ এবার তাদের মডিউলের রিসাইক্লিং-এর দায়িত্ব চলে যাচ্ছে লান্ডবেলের কাঁধে৷ ইয়ুউই টেকনোলজিস-এর প্রধান ইয়ান ভারসেকা বলেন, ‘‘শুধু ফোটোভল্টেইক ও বায়ুশক্তি কাজে লাগিয়ে জ্বালানি উৎপাদন করলেই সেটা পরিবেশবান্ধব হয় না৷ মডিইলের আয়ু শেষ হবার পর সেটার কী দশা হচ্ছে, সে কথাও ভাবতে হবে বৈকি৷''

এখনো সোলার মডিউল থেকে আবর্জনার পরিমাণ কম৷ কারণ বছর দশেক আগে থেকে বড় আকারে সেগুলি বসানোর কাজ শুরু হয়েছে৷ ১০ থেকে ১৫ বছর ধরে এগুলির বিদ্যুৎ উৎপাদন করার কথা৷ তারপর সেগুলির একটা গতি করার প্রয়োজন পড়বে৷ সেই ব্যবসা তখন ফুলেফেঁপে উঠবে৷ ইয়ান পাট্রিক শুলৎস বলেন, ‘‘বিপুল সম্ভাবনা রয়েছে বটে, তবে এই ক্ষেত্র ধীরে ধীরে বেড়ে উঠবে৷ মনে রাখতে হবে, এমন মডিউল বসানোর ক্ষেত্রে জার্মানি বিশ্বের বাজারে শীর্ষে রয়েছে৷ ৭১ শতাংশ মডিউলই ইউরোপীয় ইউনিয়নে রয়েছে৷ তার মধ্যে ৫০ শতাংশ আবার জার্মানিতে৷ আমাদের হিসেব অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে আমাদের প্রায় দেড় লাখ টন রিসাইকেল করতে হবে৷''

এটা স্পষ্ট যে মডিউল প্রস্তুতকারকরা দামের মধ্যে রিসাইক্লিং-এর খরচও ধরবেন৷ তা সত্ত্বেও ক্রেতারা দমে যাবেন না, এমনটাই আশা করা হচ্ছে৷ ইয়ান ভারসেকা বলেন, ‘‘এটা এমন কিছু বেশি দাম নয় যে, লোকে পিছিয়ে আসবে৷ বরং বিপরীতটাই ঘটবে৷ ক্রেতাদের প্রত্যাশা হলো, আমাদের একটা সার্বিক কনসেপ্ট রয়েছে এবং আমরা রিসাইক্লিং করার ক্ষমতাও রাখি৷''

তাছাড়া মডিউলের উপাদানগুলির পুনর্বব্যবহারের মাধ্যমেও রিসাইক্লিং-এর খরচের একটা অংশ উঠে আসবে৷ সোলার মডিউলগুলির মধ্যে রয়েছে সিলিকনের মতো দামি ধাতুও৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ