1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোলেইমানি হত্যা: ক্ষমতার খেলায় কি পিছিয়ে পড়বেন পুটিন

৭ জানুয়ারি ২০২০

মধ্যপ্রাচ্যে আধিপত্য রাখতে ইরান, সিরিয়া ও তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠতা রেখেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিন৷ ক্ষমতার এ খেলায় তার সবচেয়ে বড় অস্ত্র ইরান৷ কিন্তু দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধাবস্থা তাকে বেকায়দায় ফেলেছে৷

Moskau | Vladimir Putin bereitet sich auf die Neujahrsansprache vor
ছবি: AFP/M. Klimentyev

যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের কুদস বাহিনীর প্রধান কাসিম সোলেইমানি নিহতের পর বিশ্ব রাজনীতিতে পুটিনের অবস্থান নিয়ে লিখেছেন রাশিয়ার সাংবাদিক ও রাজনীতি বিশ্লেষক কোনসটানটিন ইগের্ট৷

রাশিয়া জুড়ে অর্থরডক্স ক্রিসমাস উৎসব চলছে৷ কিন্তু উৎসব আমেজে দিন কাটাতে পারছেন না পুটিন৷ ক্রিসমাসের মাত্র তিনদিন আগে ইরানের দ্বিতীয় প্রভাবশালী ব্যক্তি সোলেইমানি হত্যা পুরো মধ্যপ্রাচ্যেকে ভয়ঙ্কর এক যুদ্ধ পরিস্থিতির সামনে দাঁড় করিয়ে দিয়েছে৷ সোলেইমানিকে খুব ভালো করেই চিনতেন পুটিন৷ রাশিয়া-ইরান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরিতে যিনি মুখ্য ভূমিকায় ছিলেন৷ ইরানকে ব্যবহার করে আরেক মিত্র সিরিয়ার বাশার আল আসাদের ক্ষমতায় থাকা নিশ্চিত করেছেন পুটিন৷ কিন্তু সিরিয়ায় সফল হলেও খোদ ইরানকে নিয়ে এবার বিপাকে রাশিয়া৷

শুধু সোলেইমানিকে হত্যা করেই নয় বরং ইরানের সামরিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক স্থাপনাগুলো বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে যুদ্ধের দামামা বাজিয়ে ফেলেছেন ডনাল্ড ট্রাম্প৷ মার্কিন প্রেসিডেন্টের ওই তালিকায় পবিত্র নগরী কোমের নামও নিশ্চয়ই আছে৷ ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনি কোমে বসবাস করেন৷

 

যুদ্ধ হলে কী হবে?

পুটিন ও খামেনি উভয়ের লক্ষ্য ক্ষমতায় টিকে থাকা৷ যদিও এখন পুটিনকে ক্ষমতা থেকে সরানো অ্যামেরিকার কম্ম না৷ কিন্তু সোলেইমানিকে হত্যা করে রাশিয়াকে কিছুটা চিন্তায় ফেলতে পেরেছেন ট্রাম্প৷

এ ঘটনায় রাশিয়ার অবস্থান দুইরকম হতে পারে৷ এক, অ্যামেরিকা-ইরান যুদ্ধ শুরু হলে বিশ্ববাজারে তেলের দাম বাড়বে৷ যার সুবিধা নিতে পারবে তেলসমৃদ্ধ দেশ রাশিয়া৷ এছাড়া তেহরান তখন বাধ্য হবে মস্কোর কাছ থেকে অস্ত্র কিনতে এবং নতুন নতুন চুক্তি করতে৷

কিন্তু সেক্ষেত্রে পুটিনকে হয়তো মিত্র ইরানের পাশে দাঁড়াতে হবে; ঝুঁকি বাড়বে অ্যামেরিকার সঙ্গে সামরিক লড়াইয়ে জড়িয়ে পড়ার, বাড়বে মার্কিন নিষেধাজ্ঞার চাপ৷ সৌদি আবর ও ইসরায়েলের সঙ্গে কষ্টে গড়া সম্পর্কের অবনতিও হবে৷ তবে সব কিছু ছাপিয়ে অ্যামেরিকার সঙ্গে ইরানের যুদ্ধ জয়ের কোনো সুযোগ আসলে নেই৷

অথবা, পুটিন নিবরে ইরানকে সামরিক ও অর্থনৈতিকভাবে অ্যামেরিকার যাঁতাকলে পিষ্ট হতে দেখতে পারেন৷ তা তেহরানে ক্ষমতায় নিশ্চিত পরিবর্ত আসবে৷ কারণ যুদ্ধে হেরে যাওয়া সরকার জনগণের আস্থা হারাবে৷ নতুন সরকার স্বাভাবিকভাবে অ্যামেরিকার সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইবে৷ মস্কোর সঙ্গে দেশটির বর্তমান মাখামাখি আর থাকবে না৷ মস্কো তখন শুধু গুরুত্বপূর্ণ মিত্রই হারাবে না বরং ইসরায়েল ও সৌদি আরব আর পুটিনকে পাত্তা দেবে না৷ মোদ্দা কথা ক্ষমতার খেলায় মধ্যপ্রাচ্যে প্রভাব হারাবে রাশিয়া৷

এ পরিস্থিতিতে পুটিনের জন্য সবচেয়ে নিরাপদ ইরানকে যুদ্ধ থেকে সরিয়ে আনা৷ একাজে তিনি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও তুরস্কের রেচেপ তাইয়্যিপ এর্দোয়ানকে পাশে পেতে পারেন৷ ম্যার্কেল ও এর্দোয়ান উভয়ই মধ্যপ্রাচ্যে যুদ্ধ আটকাতে চান এবং শিগগিরই দুই নেতা বৈঠক করবেন৷ যদি তাদের এই উদ্যোগ শেষ পর্যন্ত ভেস্তে যায় তবে পুটিন তার নিজের রচনা করা নাটকে দর্শকে আসনে চলে যাবেন৷

কোনসটানটিন ইগের্ট/এসএনএল/কেএম

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ