কোথায় ছুটি কাটাতে যাবেন এবং কত দামে, তা ঠিক করতে অধিকাংশ মানুষ সবার আগে যান সামজিক যোগাযোগের মাধ্যমে৷ শেষে বুকিং হয়ত করলেন ট্র্যাভেল এজেন্সিতে, কিন্তু গোড়ার খোঁজখবর সবই চলে অনলাইনে৷
বিজ্ঞাপন
সর্বাধুনিক জরিপে বলে, আশি শতাংশ জার্মানের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য৷ ইন্টারনেটে ব্লগাররা নানা চেনা-অচেনা গন্তব্য সম্পর্কে তাঁদের মূল্যায়ন জানান৷ অন্যান্য পোর্টালে বিভিন্ন হোটেলের ভালো-মন্দ নিয়ে মন্তব্য কি পরামর্শ থাকে; ফেসবুকে বন্ধু-বান্ধবরা যদি তাঁদের শেষ ছুটিকাটানোর ছবি সেঁটে দিয়ে থাকেন, তবে সেই সব ছবি দেখে তা থেকে নতুন কোনো গন্তব্য খুঁজে পাওয়া যেতে পারে৷
ফেসবুক ঘাঁটা পর্যটন কোম্পানিগুলোর ক্যাটালগ ঘাঁটার চেয়ে যে অনেক বেশি ভালো, অনেক বেশি ইন্টারেস্টিং, তা সকলেই স্বীকার করবেন৷ এ হলো ব্যক্তি থেকে ব্যক্তি অভিমুখে সরাসারি তথ্যের প্রবাহ, যার মাধ্যম হলো সোশ্যাল নেটওয়ার্ক৷ দৃশ্যত পর্যটন সকলেরই একটি বিশেষ প্রিয় বিষয়৷ জার্মানিতে ফেসবুকের যে আড়াই কোটি সক্রিয় সদস্য আছেন, তাঁদের পোস্টিংগুলোর ৪১ শতাংশই নাকি কোনো যাত্রা কিংবা পর্যটন নিয়ে৷
ফেসবুক মার্কেটিং ও ফিডব্যাক
বড় বড় পর্যটন সংস্থাগুলিরও আজকাল মার্কেটিং-এর জন্য ফেসবুকের দ্বারস্থ না হয়ে উপায় নেই৷ বিশেষ করে ফেসবুক যখন নিজেই তার ব্যবহারকারীদের প্রোফাইল ঘেঁটে পর্যটন সংস্থাগুলির বিজ্ঞাপনকে তার লক্ষ্যে, অর্থাৎ ভবিষ্যৎ গ্রাহকদের কাছে পৌঁছে দেয়৷ অন্যদিকে পর্যটন সংস্থাগুলি যে ব্লগারদের সঙ্গে সহযোগিতা করছে, এ দৃশ্যও বিরল নয়৷
প্রথাগত পর্যটন সংস্থাগুলি সম্ভবত এখনও সোশ্যাল নেটওয়ার্ক সম্পর্কে সন্দিহান: এ রকম একটি ‘মুক্তাঙ্গণে' তারা নিরাপত্তা ও গোপনীয়তার অভাব বোধ করে৷ সোশ্যাল নেটওয়ার্ক বিশেষজ্ঞরা তাদের বোঝান যে, সোশ্যাল নেটওয়ার্কে তাদের পণ্য ও পরিষেবা নিয়ে আলোচনা হবেই, তা তারা সেটা চান আর না-ই চান৷ কাজেই ফিডব্যাকের জন্য গ্রাহকদের একটি নিজস্ব প্ল্যাটফর্ম দেওয়াটাই বুদ্ধিমানের কাজ৷
সামাজিক যোগাযোগের মাধ্যমে বছরের সেরা দশ
বিদায়ী বছরের সেরা খবর কোনগুলো? প্রশ্নটি রাখা হয়েছিল ডয়চে ভেলের সোশ্যাল মিডিয়ার অনুসারীদের কাছে৷ তাঁদের বিবেচনায় সেরা হওয়া দশটি খবর নিয়েই আজকের ছবিঘর৷
বাংলাদেশে রানা প্লাজা ধস
গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১,১৩৪ জন পোশাক শিল্প শ্রমিক মারা যান৷ মর্মান্তিক এ ঘটনা সারা বিশ্বেই তোলপাড় তোলে৷ পোশাক শিল্পে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ এ ঘটনাকে তাই বছরের সেরা দশ খবরে রেখেছেন অনেকেই৷
ছবি: Imago/Xinhua
দিল্লি ধর্ষণকাণ্ড, প্রশ্নবিদ্ধ নারী নিরাপত্তা
২০১৩ সালের অধিকাংশ সময়ই ভারত খবরে এসেছে অনভিপ্রেত কিছু ঘটনার জন্য৷ শুরু হয়েছিল এক তরুণীর গণধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করার ঘটনা দিয়ে৷ ২০১২ সালের ডিসেম্বরের এ ঘটনার রেশ নিয়েই শুরু হয়েছিল নতুন বছর৷ দোষীদের কঠোর শাস্তি এবং নারীর নিরাপত্তার নিশ্চয়তার দাবি নিয়ে বিক্ষোভে ফেটে পড়ে দিল্লিসহ ভারতের অনেক অঞ্চলের মানুষ৷ ভারতের রাজধানীতেই নারীদের এমন নিরাপত্তাহীনতা সারা বিশ্বকেই বিস্মিত করে৷
ছবি: Reuters
মালালা ইউসুফজাই
পাকিস্তানে নারী শিক্ষা বিস্তারে সাহসী ভূমিকা রাখায় গতবছর তালেবান তাকে মেরে ফেলতে চেয়েছিল৷ তালেবান হামলার কারণে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা মালালা ইউসুফজাই-এর জন্য বছরের দ্বিতীয় অংশটা কেটেছে দারুণ৷ পাকিস্তানের এই ষোড়শী ব্রিটেনে সেরে ওঠার পর থেকে ভীষণ ব্যস্ত৷ ইউরোপীয় পার্লামেন্টে গিয়ে নিজের হাতে নিয়েছেন ‘সাখারভ প্রাইজ ফর ফ্রিডম’৷ নোবেল শান্তি পুরস্কারের জন্যও মনোনীত হয়েছিলেন৷
ছবি: Reuters
টিউনিশিয়ায় দ্বিতীয় বিপ্লব
‘আরব বসন্ত’ শুরু হয়েছিল যে দেশে সেই টিউনিশিয়ায় বসন্ত খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি৷ গণতান্ত্রিক নির্বাচনের দু বছরের মধ্যেই দেশে আবার শুরু হয় গণবিক্ষোভ৷ সরকার এবং বিরোধী দল যখন আলোচনার মাধ্যমে সংকট নিরসনে ব্যস্ত তখনও রাস্তায় ছিল হাজার হাজার বিক্ষুব্ধ মানুষ৷ টিউনিশিয়ার এই দ্বিতীয় বিপ্লবও সবাইকে বিস্মিত করেছে৷
ছবি: Reuters
অবশেষে ইরানের সঙ্গে বোঝাপড়া
এ বছর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য ও জার্মানির সঙ্গে ইরানের একটি বোঝাপড়া হয়েছে৷ এর ফলে ইরান তার বিতর্কিত পরমাণু কর্মসূচি বন্ধ করবে বলে আশা করা হচ্ছে৷ ইরান তা করলে যুক্তরাষ্ট্রের সঙ্গে উপসাগরীয় অঞ্চলের দেশটির বৈরিতা কমবে এবং বিশ্বে পারমাণবিক অস্ত্র হ্রাসে এ বোঝাপড়া বড় ভূমিকা রাখবে বলেও ধারণা করা হচ্ছে৷ ইসরায়েলসহ কিছু দেশ অবশ্য এ বিষয়ে সন্দিহান৷
ছবি: Reuters
মুরসির বিদায়
এ বছর মিশরও দেখেছে বড় পরিবর্তন৷ আরব বসন্তের পর দেশের ইতিহাসের প্রথম নির্বাচনে জিতে প্রেসিডেন্ট হয়েছিলেন মোহামেদ মুরসি৷ কিন্তু গণ আন্দোলনের মুখে গত জুলাইয়ে সেনাবাহিনী তাঁকে ক্ষমতাচ্যুত করে বন্দি করে রাখে৷ তারপর থেকে মুরসির দল মুসলিম ব্রাদারহুড প্রতিবাদ, বিক্ষোভ চালিয়ে যাচ্ছে৷ কয়েকদিন আগে মুসলিম ব্রাদারহুডকে ‘সন্ত্রাসবাদী সংগঠন’ হিসেবে ঘোষণা করেছে মিশরের বর্তমান সরকার৷
ছবি: Tarek Wajeh/AFP/Getty Images
ঘূর্ণিঝড় হাইয়ান
নভেম্বরে ঘূর্ণিঝড় হাইয়ানের আঘাতে ফিলিপাইনে ৫ হাজারেরও বেশি মানুষ মারা যান, গৃহহারা হন অসংখ্য মানুষ৷ ঘণ্টায় তিনশ কিলোমিটার বেগে ছুটে আসা এই ঝড়ের আঘাত সামলে উঠতে এখনো লড়ছে দেশটি৷
ছবি: picture-alliance/dpa
সিরিয়াকে নিয়ে বিশ্বযুদ্ধের আশঙ্কা
রাসায়নিক অস্ত্র ব্যবহার করে সাধারণ মানুষ হত্যার অভিযোগে সিরিয়ার বিরুদ্ধে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিল যুক্তরাষ্ট্র ও তাঁর মিত্র দেশগুলো৷ রাশিয়া সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পাশে না দাঁড়ালে হয়তো তৃতীয় বিশ্বযু্দ্ধটা হয়েই যেতো৷
ছবি: picture-alliance/AP Photo
স্নোডেনের আগমন
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর ইন্টারনেট ও ফোনে আড়িপাতার বিষয়টি ফাঁস করে কাঁপিয়ে দেন এওয়ার্ড স্নোডেন৷ অনেক নাটকীয়তার পর রাশিয়ায় আশ্রয় পাওয়া স্নোডেনকে এ বছর জার্মানির ‘হুইসেলব্লোয়ার’ পু্রস্কার দেয়া হয়৷
ছবি: picture-alliance/dpa
ম্যান্ডেলার চিরবিদায়
চিরবিদায় নিয়েছেন বর্ণবাদবিরোধী আন্দোলনের অবিসংবাদিত নেতা নেলসন ম্যান্ডেলা৷ গত ৫ ডিসেম্বর ৯৫ বয়সে মারা যান দক্ষিণ আফ্রিকার নোবেল বিজয়ী এই সাবেক প্রেসিডেন্ট৷ মানবাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতীক ম্যান্ডেলাকে পৃথিবীর প্রতিটি মানবতাবাদী মানুষ চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করবে৷
10 ছবি1 | 10
‘ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড'
সোশ্যাল নেটওয়ার্কের সুপ্ত ক্ষমতা আজ প্রকট: যেমন ‘কাইটওয়ার্ল্ডওয়াইড' সংস্থাটি৷ হামবুর্গের দু'জন অ্যামেচার কাইটসার্ফার ইন্টারনেটের মাধ্যমে মাত্র কয়েক বছরের মধ্যে জার্মান ভাষাভাষী এলাকার বৃহত্তম কাইটসার্ফিং প্রতিষ্ঠান হয়ে উঠেছেন৷ তাদের এই সাফল্যের পিছনে ফেসবুকের অবদানের কথা কাইটওয়ার্ল্ডওয়াইড-এর প্রতিষ্ঠাতারা অকপটে স্বীকার করেন৷ আজও তাদের বিজ্ঞাপনের খরচের তিন-চতুর্থাংশ ব্যয় হয় ফেসবুকের উপর৷
ট্র্যাভেল এজেন্টরা উধাও হননি
ফেসবুক ইত্যাদিতে ঘোরাফেরা এবং দেখাশোনা করেন অনেকেই, কিন্তু তা বলে সকলেই যে সেখানেই বুকিংও করে ফেলেন, এমন নয়৷ বুকিং-এর জন্য এখনও অর্ধেক মানুষ যান সেই ট্র্যাভেল এজেন্টের কাছে৷ তবে কোথাও বেড়াতে যাবার প্রেরণা অথবা পরামর্শটা বহুক্ষেত্রেই আসে সোশ্যাল নেটওয়ার্ক থেকে৷ অনেকের কাছেই বন্ধু-বান্ধবদের – ফেসবুকে প্রকাশিত – মতামতটা অনেক বেশি বিশ্বাসযোগ্য৷ কাজেই তারা অনলাইন অফারটাকে ফেসবুক বন্ধুদের পরামর্শের সঙ্গে মিলিয়ে দেখতে চান৷
ফেসবুকের সবচেয়ে বড় সুবিধা হলো এই যে, তা অশরীরি: তার কল্যাণে অস্ট্রেলিয়ায় বসে জার্মানিতে বুকিং বদলানো চলে৷ পর্যটন সংস্থাগুলিও বলছে, তারা তাদের ফেসবুক ব্যবহারকারীদের ৮০ শতাংশকে ব্যক্তিগতভাবে চেনে৷ অর্থাৎ ফেসবুক হলো দ্রুত এবং অবাধ যোগাযোগের একটি সহজ পন্থা৷ কিন্তু বিশেষ তথ্য ও পরিষেবা দেবার দায়িত্ব পূর্বাপর ট্র্যাভেল এজেন্সিগুলির৷