1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোহেল তাজ আপনার দরজায়!

১৮ ফেব্রুয়ারি ২০১৯

সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের পুত্র ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজের একটি ভিডিও শুক্রবার তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে৷ ভিডিওটি এরই মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে৷

Hausfassade
ছবি: Fotolia/fotojanis

১৯ সেকেন্ডের ভিডিওটিতে দেখা যাচ্ছে, বাংলাদেশের একটি মানচিত্র দেয়ালে৷ সেখানে বেশ ক'টি ছোট ছোট কাগজ আটকানো৷ সেখান থেকে হাত সরিয়ে বাইরে বেরুবার জন্য তৈরি হচ্ছেন আলোচিত এই রাজনীতিবিদ৷

এরপর লোগো লাগানো একটি হাইএস গাড়িতে করে বেরিয়ে পড়েন৷ তারপর একটি বাড়ির সামনে গিয়ে নেমে পড়েন৷ সেই বাড়ির মূল ফটক খুলে ঢুকে পড়েন তাজউদ্দিনপুত্র৷  তারপর ভবনের মূল দরজায় এসে ঠকঠক করে নক করেন৷

 

এরপর লেখা ভেসে উঠছে, ‘‘সোহেল তাজ আসছে আপনার দরজায়, আপনি রেডি তো?''৷

এখানেই শেষ ভিডিওটি৷ শুক্রবারে প্রকাশ করার পর একদিনেই দেড়লাখের বেশিবার দেখা হয়ে গেছে৷ হাজারো কমেন্ট পড়ছে, শেয়ার হচ্ছে৷ অনেকের মাঝেই এই ভিডিওটি কৌতূহল তৈরি করেছে৷

অনেকেই কমেন্টে লিখেছেন, ‘‘আপনি এগিয়ে যান৷ আমরা আছি আপনার সঙ্গে৷''

জেডএ/জেডএইচ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ