1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সোয়াইন ফ্লু ভাইরাসের সতর্কতার মাত্রা আরো একধাপ বেড়ে এখন ৫

ফাহমিদা সুলতানা ৩০ এপ্রিল ২০০৯

ড. মার্গারেট চ্যান বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, ইনফ্লুয়েঞ্জাটির সতর্কতার মাত্রা ৪ থেকে ৫-এ উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছি আমি৷

উত্তর কোরিয়াতেও ব্যাবহৃত হচ্ছে মাস্কছবি: AP

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা ডাব্লু এইচ ও, সোয়াইন ফ্লু ভাইরাসের সতর্কতার মাত্রা আরো একধাপ বাড়িয়ে ৫ করেছে৷ আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পরার আগে এটা দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতার মাত্রা৷ সতর্কতার মাত্রা আর এক ধাপ বাড়ানো হলেই অর্থাৎ সতর্কতার মাত্রা ৬ করা হলেই এটি প্যানডেমিক মাত্রাতে পরিণত হবে৷ এর অর্থ ভাইরাসটি অন্তত দুটি দেশের মানবের মধ্যে সংক্রমিত হচ্ছে৷ এই ক্ষেত্রে যা ঘটেছে যুক্তরাষ্ট্র ও মেক্সিকোর মধ্যে৷

জেনেভায় সংবাদ সম্মেলনে ড. মার্গারেট চ্যানছবি: AP

সুইজারল্যান্ডের জেনেভায় ডাব্লু এইচ ও-র মহাপরিচালক ড. মার্গারেট চ্যান বলেন, সব ধরনের তথ্য-উপাত্ত বিবেচনা করে এবং বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে, ইনফ্লুয়েঞ্জাটির সতর্কতার মাত্রা ৪ থেকে ৫-এ উন্নিত করার সিদ্ধান্ত নিয়েছি আমি৷ চ্যান বলেন, প্রতিটি দেশের উচিৎ প্যানডেমিক ফ্লুর পরিকল্পনা করা৷ তিনি বলেন, যে ধরনের প্রস্তুতি নেয়া হয়েছিল, আগের দশকে এ্যভিয়ান ফ্লু ছড়িয়ে পরার সময়৷ বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য নিরাপত্তা প্রধান কেইজি ফুকুদা বলেছেন, যুক্তরাষ্ট্র এবং মেক্সিকোর মধ্যে ভাইরাসটির মানব থেকে মানবের মধ্যে সংক্রমিত হবার যে ঘটনা দেখা গেছে, তাযদি অব্যাহত থাকে, আমরা মনে করি তাহলে ভাইরাসটি অন্যান্য দেশ এবং অঞ্চলেও ছড়াবে৷ ফুকুদা বলেন, তাহলে ডাব্লু এইচ ও-মাত্রা ৬-এর প্রক্রিয়ার দিকে এগুবে, তবে আমরা এখনও সেই জায়গায় পৌঁছায়নি৷

এদিকে যুক্তরাষ্ট্রের টেক্সাসে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়ে ২৩ মাস বয়সী একটি শিশু প্রাণ হারিয়েছে৷ সংক্রমিত হয়েছেন ৯১ জন৷ স্পেনে সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত ১০ জনের মধ্যে, ১ জন মেক্সিকো ভ্রমণ ছাড়াই আক্রান্ত হয়েছেন৷ তার অর্থ হচ্ছে, মেক্সিকোর বাইড়ে এই প্রথম, একই দেশের মধ্যে মানব থেকে মানবে সংক্রমিত হবার প্রথম ঘটনা ঘটলো৷ এছাড়া জার্মানিতে ৩ জন এবং অষ্ট্রিয়ায় ১ জনের সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হবার খবর নিশ্চিত করা হয়েছে৷ ওদিকে জাতিসংঘ মহাসচিব বান কি মুন সোয়াইন ফ্লু ভাইরাস মোকাবেলায় জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সহায়তার আহ্বান জানিয়েছেন৷

সোয়াইন ফ্লু সম্পর্কিত সর্বশেষ খবরে জানা গেছে, মেক্সিকোতে নিশ্চিত সোয়াইন ফ্লুতে মৃত ৭ জনের মধ্যে ১ জন বাংলাদেশী৷ জানা গেছে, বাংলাদেশের এই লোকটি মাত্র ৬ মাস আগে মেক্সিকোতে এসেছিলেন৷ মেক্সিকোর একজন শীর্ষ কর্মকর্তা বুধবার এই কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা এ এফ পি-র খবরে বলা হয়েছে৷ মেক্সিকোর ন্যাশনাল এপিডেমিওলোজিক্যাল সেন্টারের পরিচালক মিগুয়েল এ্যান্জেল লেজানা এ এফ পিকে জানান, ৭ জনের মধ্যে এই বাংলাদেশী লোকটিই শুধুমাত্র বিদেশী ,বাকি ৬ জনই মেক্সিকান৷ লেজানা বলেন, বাংলাদেশী লোকটির পরিচয় পাওয়া যায়নি, তবে তিনি মেক্সিকো সিটির রাস্তায় পণ্য ফেরী করতেন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ