1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

এখনো খোলা আকাশের নীচে...

হারুন উর রশীদ স্বপন, ঢাকা২৪ জুলাই ২০১৫

বাংলাদেশের সোয়ান গার্মেন্টস-এর শ্রমিকরা আশ্বাস পেলেও এখনো নিশ্চিত নন যে কবে তাঁরা তাঁদের চারমাসের বকেয়া বেতন এবং ঈদ বোনাস পাবেন৷ তাই ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঈদের আগে শুরু হওয়া অবস্থান ধর্মঘট অব্যাহত রেখেছেন তাঁরা৷

Bangladesch nach Brand in einer Textilfabrik in Dhaka Proteste
ছবি: Reuters

সোয়ান পোশাক কারখানার ১৩শ' শ্রমিকের ঈদ কেটেছে প্রেসক্লাবের সামনে, খোলা আকাশের নীচে৷ গত ১৩ দিন ধরে এই অবস্থান কর্মসূচি চলছে তাঁদের৷ সরকারের পক্ষ থেকে একটি কমিটি গঠন করে দেয়া হলেও কমিটি এখনো সুনির্দিষ্টভাবে বলেনি যে, কীভাবে এই গার্মেন্টস শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেয়া হবে৷

বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের যুগ্ম সম্পাদক জলি তালুকদার ডয়চে ভেলেকে বলেন, ‘‘বৃহস্পতিবার কমিটির সঙ্গে শ্রমিক নেতা, গার্মেন্টস প্রতিনিধি এবং ব্যাংক কর্মকর্তাদের বৈঠক হয়েছে৷ বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, আগামী মঙ্গলবারের মধ্যে শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা দেয়া হবে৷ কিন্তু কী পদ্ধতিতে সেটা দেয়া হবে, তা জানানো হয়নি৷ তাই আমরা বকেয়া বেতন-ভাতার টাকা হাতে না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি৷''

সোয়ান গার্মেন্টস সোয়ান গ্রুপের একটি প্রতিষ্ঠান৷ কারখানাটি তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-র সদস্য (নিবন্ধন ৫৮৭)৷ সোয়ান-এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিং ইউন হন ও পরিচালক ইং লি৷ তাঁরা দু'জন স্বামী-স্ত্রী, চীনের নাগরিক৷ বিজিএমইএ-র সভাপতি আতিকুল ইসলাম ডয়চে ভেলেকে জানান, ‘‘কারখানার এমডি গত এপ্রিল মাসে মারা যান৷ এরপর থেকেই বেতন-ভাতা নিয়ে জটিলতার সৃষ্টি হয়৷ বন্ধ করে দেয়া হয় কারখানাটি৷ তবে আমরা আশা করছি, এই জটিলতা কেটে যাবে৷ আর শ্রমিকরা কয়েকদিনের মধ্যেই তাঁদের বকেয়া বেতন-ভাতা পাবেন৷''

সোয়ান-এর ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত সোয়ান গ্রুপের মোট কারখানা পাঁচটি৷ এ সব কারখানা ওয়াললমার্ট, লি অ্যান্ড ফাং, টিম, অটো, নর্দান গেটওয়ে, ফুটলকার, সিয়ার্স এবং জার্মান কোম্পানি আল্ডি'সহ মোট ১৫টি খ্যাতনামা ব্র্যান্ডের ক্রেতাদের সঙ্গে কাজ করে আসছিল৷

ঢাকার উত্তরার মোল্লারটেকে সোয়ান গার্মেন্টস-এর অবস্থান৷ গত এপ্রিলে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইউন হন মারা যাওয়ার পর থেকে বন্ধ রয়েছে গার্মেন্টসটি৷ উত্তরাধিকারের জটিলতার কারণে কারখানাটি আর চালু হচ্ছে না৷ আসলে চীনা নাগরিক হনের দুই স্ত্রীর মধ্যে বিরোধের কারণেই এ জটিলতা তৈরি হয়েছে৷

মালিকের মৃত্যুর পর টাকা পাওনা থাকায় ইসলামী ব্যাংক সোয়ান গার্মেন্টসের অ্যাকাউন্ট ব্লক করে করে৷ ব্যাংকের কথা, সোয়ান গ্রুপের সমস্ত সম্পত্তি ইসলামী ব্যাংকের কাছে মর্টগেজ থাকায় সম্পত্তিও বিক্রি করা যাচ্ছে না৷

এ বিষয়ে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি মন্টু ঘোষ বলেন, ‘‘এপ্রিলে কারখানাটির চীনা মালিক মারা যাওয়ার পর থেকে মালিকানা নিয়ে জটিলতা চলছে৷ এটি বিক্রির জন্য একটি গ্রুপের সঙ্গে ১৩ কোটি টাকা দাম চূড়ান্ত হয়ে আছে৷ ফলে ব্যাংকের মাধ্যমে সম্পত্তি বিক্রি করে টাকা আদায় করলে শ্রমিকদের বেতন দেয়া সম্ভব৷ কিন্তু সরকারের নিস্ক্রিয়তা এবং ব্যাংকের টালবাহানার কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে৷ শ্রমিকদের ঈদ কাটাতে হয়েছে খোলা আকাশের নীচে, বৃষ্টিতে ভিজে৷''

জলি তালুকদার জানান, ‘‘ইসলামী ব্যাংক শ্রমিকদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলাও করেছে৷ তাদের উদ্দেশ্য সৎ নয়৷ তারা চায়, গার্মেন্টস-এর সম্পত্তি আত্মসাৎ করতে৷ এপ্রিল থেকে চলতি মাস পর্যন্ত শ্রমিকদের চার মাসের বকেয়া সাত কোটি টাকার বেশি হবে না, যা সহজেই দেয়া সম্ভব৷''

সরকার গঠিত কমিটির প্রধান কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আহমেদ জানান, ‘‘বৃহস্পতিবারের বৈঠকে গার্মেন্টস শ্রমিক নেতা এবং সংশ্লিষ্ট বিভাগের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন৷ বৈঠকে শ্রমিকদের বকেয়া দিতে সব পক্ষ সম্মত হয়েছেন৷ সম্মত হয়েছে ইসলামী ব্যাংকও৷ এখন কীভাবে শ্রমিকদের বকেয়া দেয়া হবে, তা মঙ্গলবারের মধ্যেই শ্রমিকদের জানানো হবে৷'' অথচ সরকার ঘোষণা দিয়েছিল, ঈদের আগে ১৪ই জুলাইয়ের মধ্যেই সব গার্মেন্ট শ্রকিদের বেতন ও বোনাস দেওয়া হবে৷

ঈদের আগে বকেয়া বেতন-বোনাস পরিশোধ করতে ১২ই জুলাই সোয়ানের শ্রমিকরা জাতীয় প্রেসসক্লাবের সামনে অবস্থান নেন৷ বেতন না পেয়ে তাঁরা সেখানে টানা অবস্থান কর্মসূচি পালন করে আসছেন৷ এমনকি ঈদও সেখানেই পালন করেছেন তাঁরা৷ বেতন পরিশোধে ব্যবস্থা নিতে শ্রমিকরা বৃহস্পতিবার দিলকুশায় ইসলামী ব্যাংকের কার্যালয় ঘেরাও করেন৷ গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার্যকরী সভাপতি সাদেকুর রহমান জানান, ‘‘আন্দোলনরত শ্রমিকদের মধ্যে ৫০ জন জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত৷''

প্রসঙ্গত, গত বছরও ঈদের সময় তুবা গার্মেন্টস-এর শ্রমিকরা বেতন-ভাতা না পেয়ে আন্দোলনে করেছিলেন৷ কারাগারে আটক থাকা তুবা গার্মেন্টস-এর মালিককে ছেড়ে দেয়ার জন্য শ্রমিকদের বেতন-ভাতা না দিয়ে চাপ সৃষ্টি করা হয়েছিল৷ পরে আন্দোলনের মুখে ঈদের পর শ্রমিকরা বেতন-ভাতা আদায় করেন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ