1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সৌদি আরব আইএস-এর মতো

৩ ডিসেম্বর ২০১৫

ঘটনার শুরু একটি টুইটকে ঘিরে৷ সেখানে সৌদি আরবকে তথাকথিত ‘ইসলামিক স্টেট' বা আইএস-এর সঙ্গে তুলনা করায় ঐ টুইটার ব্যবহারকারীর বিরুদ্ধে মামলা করা হবে বলে জানান সৌদি বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা৷

IS Mörder von James Foley VIDEO Still OHNE FOLEY - RETUSCHIERT
ছবি: Reuters

এই সিদ্ধান্তের প্রতিবাদে মুখর হয়ে উঠেছেন অন্য টুইটার ব্যবহারকারীরা৷ হ্যাশট্যাগ ‘সু-মি-সৌদি' (#SueMeSaudi) ও ‘সৌদি-অ্যারাবিয়া-ইস-আইসিস' (#SaudiArabiaIsISIS) ব্যবহার করে তাঁরা প্রতিবাদ জানাচ্ছেন৷

সৌদি বিচার মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সরকারপন্থি আল রিয়াদ পত্রিকাকে জানান, ‘‘বিচার মন্ত্রণালয় ঐ ব্যক্তির বিরুদ্ধে মামলা করবে যে বলেছে ‘অ্যাপোসটাসি' বা ধর্মচ্যুতির জন্য একজন মানুষের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয়া ‘আইসিস-এর মতো' কাজ৷''

ধর্মচ্যুতির অভিযোগে ফিলিস্তিনি কবি আশরাফ ফায়াদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেয় সৌদি কর্তৃপক্ষ৷ এই রায়েরই বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন ঐ টুইটার ব্যবহারকারী৷ তবে বিচার মন্ত্রণালয়ের কর্মকর্তা টুইটার ব্যবহারকারীর নাম কিংবা তাঁকে কী শাস্তি দেয়া হবে সেটা উল্লেখ করেননি৷

আর মহাজন নামে এক টুইটার ব্যবহারকারী অনলাইন নিউজ পোর্টাল মিডলইস্টআই.নেট-এর একটি টুইট রিটুইট করেছেন৷ ঐ টুইটে বিভিন্ন অপরাধের কারণে ইসলামিক স্টেট ও সৌদি আরব কী ধরণের শাস্তি দিয়ে থাকে তা উল্লেখ করা হয়েছে৷

‘দ্য টাইমস'-এর কার্টুনিস্ট পিটার ব্রুকস তাঁর আঁকা একটি কার্টুন টুইট করেছেন৷ এতে দেখা যাচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করার ক্ষেত্রে আইএস ও সৌদি আরব প্রায় একই উপায় ব্যবহার করে থাকে৷

কিথ স্টোরিয়ার মনে করেন আইএস বা আইসিস ও সৌদি আরবের মধ্যে পার্থক্য হচ্ছে, এখনও পর্যন্ত আইসিস-এর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন নেই৷

জেসন স্পেনসার টুইটারে একটি জরিপ আয়োজন করেছিলেন৷ তাতে ভোট পড়েছে ৯৭৩টি৷ এর মধ্যে ৭৫ শতাংশ ভোটার মনে করেন, ধর্মচ্যুতির কারণে একজনকে মৃত্যুদণ্ড দিয়ে সৌদি বাদশা সালমান ‘পুরোপুরি আইসিস-জিহাদিস্ট'-এর মতো কাজ করছেন৷

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

প্রিয় পাঠক, আপনারও কি সৌদি আরবকে আইএস-এর মতো মনে হয়? আপনার ভাবনা অন্যদের জানাতে পারেন নীচে মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ