1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সৌদি আরবের মৃত্যুদণ্ড সমর্থন করা অসম্ভব’- ফারূক ওয়াসিফ

১৮ অক্টোবর ২০১১

সৌদি আরবে আট বাংলাদেশির শিরশ্ছেদ প্রসঙ্গে মানবাধিকার কমিশনের প্রধানের যুক্তি মানতে রাজি নন বাংলাদেশের মনাবাধিকারবাদীরা৷ তাঁদেরই একজন, লেখক ও মানবাধিকার কর্মী ফারূক ওয়াসিফ জানিয়েছেন তাঁর প্রতিবাদী যুক্তি৷

শিরশ্ছেদকে কি সমর্থন করা যায়?ছবি: dapd

এই যুক্তি সম্পূর্ণভাবেই মেঠো যুক্তি৷ বলছেন ফারূক ওয়াসিফ৷ তাঁর মতে, চায়ের দোকানের আড্ডায় এই যুক্তি আসতে পারে৷ বাংলাদেশের মানবাধিকার কমিশনের প্রধানের দায়িত্ব, দেশের সব ধরণের নাগরিকের মানবাধিকারের দিকে লক্ষ্য রাখা৷ প্রবাসীরাও তার বাইরে নন৷ ড. মিজানুর রহমান একজন আইনবিশারদ৷ আইনের দৃষ্টিতে একথা তিনি বলতে পারেন না যে আটজনের মৃত্যুদণ্ড আমি মেনে নিলাম, তার বিনিময়ে আমরা অন্য আটজনকে মৃত্যুদণ্ড দেব৷ এ অনেকটা যেন সৌদি আরবের সেই প্রাণের বদলে প্রাণের যুক্তি৷ বাংলাদেশের আইনে যা কোনভাবেই সমর্থনযোগ্য নয়৷

বাংলাদেশের পররাষ্ট্রসচিব মিজারুল কায়েসের মন্তব্যের প্রসঙ্গ তুলে ফারূক ওয়াসিফের বক্তব্য, ‘সৌদি আরবে আট বাংলাদেশির প্রাণদণ্ড যৌক্তিক এবং এর ফলে বাংলাদেশের সুবিধা হবে'- এই মন্তব্য করেছেন মিজারুল কায়েস৷ এর ফলে তিনি যুদ্ধাপরাধীদের বিচারকেও প্রশ্নবিদ্ধ করেছেন৷ কারণ, গত চল্লিশ বছর ধরে যে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে বাংলাদেশে বারবার, তার সঙ্গে এই ঘটনার কোন তুলনা চলতে পারেনা৷ কারণ, যুদ্ধাপরাধীদের বিচারের দাবি উঠেছে মানবাধিকার লঙ্ঘনের জন্য৷ তাদের বিচার হবে বাংলাদেশের আইনে, জনগণের দাবি মেনে৷ এরসঙ্গে সৌদি আরব বা অন্য কোন দেশের আইনের কোন প্রসঙ্গ আসতেই পারেনা৷ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠন সহ বিশ্ব জনমতকে তার পক্ষে আনাটা জরুরি৷ যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে সৌদি আরব বা অন্য কোন রাষ্ট্রের সঙ্গে টেবিলের নীচ দিয়ে কী গোপন বোঝাপড়া সরকার করল, তার কোন সম্পর্কই নেই৷

ছবি: picture-alliance/dpa

সাধারণ মানুষের একটা বড় অংশ সৌদি আরবের এই মৃত্যুদণ্ডের ঘটনায় ক্ষুব্ধ বলে মন্তব্য করেছেন ফারূক ওয়াসিফ৷ দেশের ভিতরে চলতি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলছেন, দেশের অভ্যন্তরে নিরাপত্তাহীনতায় ভুগছেন সাধারণ মানুষ৷ সে কারণেই সৌদি আরবের ঘটনারও তীব্র প্রতিবাদ লক্ষ্য করা গেছে মানুষের মধ্যে৷

প্রতিবেদন: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ